Tuesday, January 21, 2025
No menu items!
HomeBanglaDesh News -বাংলাদেশের খবরহঠাৎ বৃষ্টির ব্রভাব, তবে কি নিম্মচাপ? আর কি আছে ১০ দিনের আবহাওয়ায়

হঠাৎ বৃষ্টির ব্রভাব, তবে কি নিম্মচাপ? আর কি আছে ১০ দিনের আবহাওয়ায়

আবহাওয়ার খবর
আবহাওয়ার খবর

চলতি আগষ্ট মাস জুড়ে আবহাওয়ার সংবাদে রয়েছে অনেক বড় ধক্কল। যদিও আবহাওয়া অফিস ভালো নেই। তার পরেও বলা চলে, আমরা আমাদের আবহাওয়া অফিস থেকে তেমন ভালো কোন ফলাফল কখনোই গ্রহন করতে পারি না। আমাদের বিদেশি মাধ্যমগুলো ব্যাবহার করতে হয় সকল আবহাওয়া তথ্য সংগ্রহন করতে।

তবুও কষ্ট করে আপনাদের জন্য তথ্য সংগ্রহন করি আমারা। আমরা বাংলা ভোরের এই পোস্টে আপনাদের সাথে আগামি ১০ দিনের আবহাওয়া সমন্ধে আলোচনা করবো। আশা করি প্রতি পোস্টের মতো এই পোস্ট থেকেও আপনারা অনেক উপকারী তথ্য পেয়ে থাকবেন।

এই আগষ্ট মাস জুড়ে রয়েছে নিম্ম চাপ, হালকা ঝড়, ভাড়ি বৃষ্টি, বজ্র পাত সহ আরো কতো কি।

আজকের আবহাওয়া

০২ আগষ্ট আজ শুক্রবার, সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে ভাড়ি বৃষ্টির দেখা মিলেছে। যদিও ছিল না কোন বজ্রপাত বা ঝড়ো হাওয়। থেমে থেমে হালকা বা ভাড়ি বৃষ্টির দেখা মিলতে পারে। তবে আবার কিছু কিছু অঞ্চলে সুর্যের মুখ দেখা যেতে পারে। অঞ্চল ভিত্তিক বৃষ্টি কম থাকলে বা না থাকলেও, সারা দেশের বেশির ভাগ অঞ্চলে ই দেখা যাবে মেঘে ঢাকা আকাশ। ধারনা করা হয় নিম্ম চাপের, যা বেশ কয়েকদিন থাকতে পারে।

এবং সন্ধা ৬ টার পর থেকে প্রায় দেশের সকল বিভাগের ই কিছু কিছু অঞ্চলে হালকা থেকে ভারি বৃষ্টি দেখা যেতে পারে। সেই সাথে দেখা মিলতে পারে বজ্রপাতের ও। আবার হালকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে এই বাতাস বয়ে যাওয়ার সময়টা ক্ষনস্থায়ী হবে। কমতে পারে সাধারন দিনের তুলনায় তাপ মাত্রা। বিশেষ করে রাতের তাপমাত্রা শীতল হতে পারে।

আগামীকাল আবহাওয়া

আগামী পরশুদিন ০৩ আগষ্ট , সারা দেশের কিছু কিছু অঞ্চলের আবহাওয়া আজকের মতোই থাকতে পারে। ধারনা করা হয় নিম্মচাপের। কয়েকদিন পর্যন্ত এই নিম্মচাপের স্থায়ীত্ব হতে পারে। সেই সাথে সুর্যের দেখা না মেলার সম্ভবনা। রোদ ও ঝকঝকে আলোহীন দিন কাটাতে হতে পারে। মাঝে মাঝে ই সন্ধা নেমে আসতে পারে। হঠাৎ বৃষ্টি, বাতাস হওয়ার আশংক্ষা।

মাঝে মাঝে বজ্রপাত সহ দেখা মিলতে পারে ঝড়ো হাওয়ার। বৃষ্টি হলেও সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে। তবে ধারনা করা হয়, রাতের তাপমাত্রা আংশিক কমতে পারে। থাকতে পারে নিভু নিভু আলোর দেখা।

আগামী পরশুদিন আবহাওয়া

আজ এবং কালের আবহাওয়ার সাথে সমদস্য রেখে চলতে পারে আগামী পরশু দিনের আবহাওয়। সারা দেশে থাকতে পারে সামন্য থেকে ভাড়ি বৃষ্টির দেখা। মিলতে পারে হালকা থেকে ঝড়ো বাতাশের দেখা। দিনে সামান্য তাপ বৃদ্ধি পেলেও রাতে কমতে পারে তাপ। হাতে পারে হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত। তবে বজ্রপাত হওয়ার সম্ভবনা খুবই কম ।

সকল প্রকার বই এর PDF পাইল পেতে, বিশেষ করে HSC,SSC ইত্যাদি ক্লাসের বই ফ্রি পেতে এখানে ক্লিক করুন।

আগামী ৭ দিনের আবহাওয়ার খবর

নিম্মচাপ চলতে থাকলে এর স্থায়ীত্ব হতে পারে ৫-৭ দিনের মতো। যা সাধারনত বৃষ্টির প্রধান একটি কারন। বৃষ্টির সাথে থাকতে পারে মেঘে ঢাকা আকাশ সহ অন্ধকারেচ্ছন্ন দিন। সুর্যের দেখা মাঝে মাঝে মিলতে পারে।

তবে ঝলশানো রোদ দেখা যাবে না। তাপ সাধারন ভাবে দিনে বেড়ে যেতে পারে, তবে রাতের তাপ কম থাকার সম্ভবনা খুবই রয়েছে। সেই সাথে হালকা বাতাস থেকে ঝড়ো হাওয়া , হঠাৎ বৃষ্টির সাথে দেখা যেতে পারে বজ্রপাতেরও। তার সাথে ভারি বৃষ্টিপাতের সাথে নদী-নালা খাল-বিলে পানি বেড়ে বন্যার আকার ধারন করতে পারে।

আমাদের এই নিউজ সাইটে লেখক হিসেবে কাজ করতে চাইলে আমাদের সোস্যাল মিডিয়ায় যোগাযোগ করতে পারেন, বা আমাদের কন্টাক্ট পেজে যোগাযোগ করুন।

আবহাওয়া 10 দিনের

পুরো আগষ্ট মাসের আবহাওয়া সমন্ধে দেশ যুগান্তরের একটি পতিবেদন থেকে জানা যায়। এই মাস পুরোই বৃষ্টিতে অভিবিত থাকতে পারে। তার সাথেে বঙ্গব সাগরে বর্ষাকালীন লঘু চাপ সৃষ্টি হয়ে, নিম্মচাপের রুপ ধারন করতে পারে। যা এখন পরিনিত হয়েছে বলে মনে করা হচ্ছে।

এই মাসে পৃথক ভাবে ২ টি মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার কথা ও প্রকাশ করেছে, বলা হয়েছে বয়ে যাওয়া তাপপ্রবাহ ২টি ভিন্ন ভিন্ন সময়ে যেতে পারে। এই তথ্য বাংলাদেশ আবহাওয়া অধীদপ্তর থেকে পাওয়া। তাপ প্রবাহ ২টি ৩৬ ডিগ্রি থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস এ সিমাবদ্ধ হতে পারে। অন্যান্য মাসের তুলনায় এই মাসের দিন ও রাতে তাপ মাত্রা সামান্য বেড়ে যেতে পারে।

এছাড়াও উত্তর, পুর্ব, দক্ষিন অঞ্চলের আংশিক অস্থায়ী বন্যার রুপ ধারন করতে পারে। যা অল্প দিনের মধ্যে আবার পুর্বে ফিরতে পারে। আরো ইত্যাদি তথ্য সেখানে রয়েছে। আমরা প্রতিদিন ই আবহাওয়া সমন্ধে জানানোর চেষ্টা করবো। তাই আমাদের এই নিউজ সাইটের সাথেই থাকুন। আর আমাদের গুগল নিউজের প্রফাইলে ফলো দিতে এখানে ক্লিক করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WhatsApp Group Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর

- Advertisment -