Sunday, November 10, 2024
No menu items!
Homeদাম কতআজকের গ্যাসের দাম কত 2024 or এলপিজি গ্যাসের দাম ২০২৪

আজকের গ্যাসের দাম কত 2024 or এলপিজি গ্যাসের দাম ২০২৪

বাংলাদেশের বাজার মুল্য সর্বদা ওঠা নামা করে। তবে আপনারা জানেন হয়তো, বাংলাদেশের তুলনায় ভারতে গ্যাসের দাম কম থাকে। আবার বাজারের সিন্টেগেট তো আছেই। সব মিলিয়ে দেখা যায় প্তিনিয়ত ই গ্যাসের দাম ওঠা নামা করতে থাকে।

তবে এখন প্রায় ২০২৪ সালের শেষ সময়। তাই বলা চলে আজকের দেওয়া সকল তথ্য ই এই বছরের শেষ পর্যন্ত কার্যকরী থাকবে। তাই নিঃশন্দেহে এই পোস্ট টি পড়ে ন্তে পারেন।

গ্যাসের মধ্যে যে সকল পার্থক্য আছে

বাংলাদেশ এমন ই একটা দেশ যেখানে সকল কিছুর ই নকল পাওয়া যায়। তার সাথে আবার চায়নার সাথে আমাদের আদান প্রদান রয়েছে।

তবে যা ই হোক। আপনি যদি গ্যাসের প্রকারভেদ না জানেন তাহলে ভুল করবেন। কেননা কিছু গ্যাস পিওর হয়। আর কিছু গ্যাসে পানি থাকে, ফলে তেমন ভালো আগুন জ্বলে না। আর তাপ ও তেমন ভালো পাওয়া যায় না।

এই প্রকারভেদের ভিত্তিতে কিন্তু গ্যাসের দাম ও কম বেশি হয়ে থাকে। তাই সেদিকে ভালোভাবে লক্ষ করতে হবে। বেশি টাকা দিয়ে কেনার পরেও যদি সামাান্য অসাবধনতার কারনে খারাপ মানের গ্যাস নিয়ে থাকেন তাহলে লস খাবেন।

প্রথমত আমরা গ্যাসের কম্পানি ভিত্তিক ভাগ করতে পারি। কারন কম্পানির উপর ভাগ করেই ১ নম্বার এবং ভেজাল গ্যাাস পাওয়া সম্ভব। গ্যাসের জনপ্রিয় কম্পানিগুলোর নাম হলোঃ

  • বসুন্দরা গ্যাস
  • ওমেরা গ্যাস
  • বেক্সিমকো
  • টোটাল গ্যাস
  • জি-গ্যাস
  • ওরিয়ন গ্যাস
  • নাভানা গ্যাস
  • ফ্রেশ গ্যাস

এগুলো সহ আরো ইত্যাদি গ্যাস আমাদের দেশের বাজারগুলোতে পাওয়া যায়। আর সবগুলো আমরা মুল্যের তালিকায় সঠিক মুল্য নির্ধারন করে দিব।

সাধারন অর্থে, বসুন্ধরা গ্যাসের মধ্যে পানি থাকে না। ফলে আগুন জ্বলালে ফটফট শব্দ হয় না। তার সাথে আবার আগুনের তেজ ও বেশি থাকে। তবে্ দাম ও সাধারনের তুলনায় একটুখানি বেশি থাকে। অবশ্য দামের তালিকায় আমি সকল গ্যাসের দাম ই বলে দিব।

গ্যাসের বোতলে বেশি-কম

আপনারা অনেকেই জানেন হয়তো, গ্যাসের বোতল বা সিলিন্ডারে ১২ কেজি, ১৪ কেজি থাকে। তার সাথে আরো বড় সাইজের সিলিন্ডার ও থাকে। তাই কেনার আগে অবশ্যই ১২ কেজি বা তার বেশি ওজনের জন্য দাম বেশি কম থাকবে। সেদিকেও খেয়াল রেখে গ্যাস কিনতে হবে। গ্যাসের দামের লিস্টের মধ্যে আমি এই বিষয়টিও তুলে ধরবো।

গ্যাসের সিলিন্ডারের মুখের সাইজ

20MM & 22MM দুটি ভিন্ন সাইজ, বাংলাদেশের অধিকাংশ সিলিন্ডারের নজেল 22MM যেমন ওমেরা, ফ্রেশ,সেনা, বসুন্দ্বরা, বেক্সিমকো, নাভানা, ডেল্টা, ফ্রেশ, ইউরো গ্যাস, GMI, যমুনা গ্যাস বা অন্যাান্য কম্পানির গ্যাসের সিলিন্ডারে থাকে।

যদিও এই সাইজের ওপরে দামের কোন প্রকারের প্রভাব ফেলে না। তবে এই সাইজ দেখে কিনতে হবে। যদি আপনি এই সাইজ না দেখে কিনেন তাহলে, আপনি পরে সমস্যাায় পড়বেন। কেননা আপনার চলার সাথে লাগানো রেগুরেটরের সাথে মিলবে না ফলে আপনি চালাতেও পারবেন না।

আর যদি সাইজ রেগুরেটর বড় এবং সিলিন্ডার ছোট হয়, তাহলে আপনার গ্যাসের চুলা জ্বললেও আপনার গ্যাস সেখানে থাকা লুস কানেকশনের কারনে বেরিয়ে যেতে থাকবে। ফলে আপনার গ্যাস দ্রুত ফুরিয়ে যাবে এবং দুর্ঘটনার শিকার ও হতে পারেন।

তাই সচেতন হয়ে গ্যাস কিনুন।

আজকের গ্যাসের দাম কত 2024

এই পর্যায়ে আমি আপনাদের সাথে আজকের গ্যাসের দাম কত 2024 বিষয়টা শেয়াার করবো। তার সাথে বলে রাখা ভাবো। বাংলা ভোর অনলাইন পত্রিকায় আপনিও যুক্ত থাকতে পারেন। আমরা এই ওয়েবসাইটে এই ধরনের সকল প্রয়োজনীয় তথ্য শেয়ার করি, যা আপনাদের অনেক কাজে লাগে। তার সাথে এটি আপনাদের অনেক ক্ষতির থেকে রক্ষা করতে পারে।

আমাদের সাথে সংযুক্ত থাকতে আমাদের গুগল নিউসে ফলো করে রাখুন। এবং আমাাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলো করে রাখুন। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল।

২০২৪ সালের শেষ দিকে গ্যাসের সিলিন্ডারের দাম কত তার আজকের গ্যাসের দাম এর তালিকা দেখুন।

গ্যাসের ওজননির্ধারিত মুল্য
 ২২ কেজি১, ৪৫৬ টাকা
১২ কেজি১৪৫০ টাকা
বসুন্ধরা ১৬০০ টাকা
যমুনা  ১২ কেজি১৫০০ টাকা
ওমেরা ১২ কেজির ১৪০০ টাকা থেকে ১৫০০ টাকার

তবে এই দামের তুলনায় সামান্য কম বেশি হতে পারে। আবার কখনো কখনো লোকেশন ভিত্তিক একটু কম বেশি হয়ে থাকে।

আর আপনাদের সাপোর্ট পেলে আমরা আপনাদের জন্য আরো হেল্পফুল পোস্ট দিিতে পারবো। আশা করি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন করবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর

Recent Comments