Monday, December 2, 2024
No menu items!
Homeআনন্দTiktok থেকে চীনের শীর্ষ ধনী ঝাং ইমিং কিভাবে সম্ভব জানেন কি?

Tiktok থেকে চীনের শীর্ষ ধনী ঝাং ইমিং কিভাবে সম্ভব জানেন কি?

ঝাং ইমিং চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থান দখল করেছেন। তার এই শীর্ষ ধনী হওয়ার পেছনে মুল কারন ছিল টিকটক। বর্তমানে তিনি চায়নাতে ধনীদের প্রথম তালিকাভুক্ত হয়েছে। তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ মোট ৪৯ দশমিক ৩ বিলিয়ন অ্যামেরিকান ডলারের বেশি।

প্রতিবছরের মতো এবছরও চীনের ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করে হুরুন চায়না রিচ লিস্ট। যেখানে ২০২৪ সালের প্রথম তালিকায় নাম প্রকাশ করেন টিকটকের ঝাং ইমিং এর। তিনি বোতলজাত পানি ও সফট ড্রিংক প্রতিষ্ঠান নংফু স্প্রিং এর মালিক ঝং শানশানকে ছাড়িয়ে যান।

ঝাং ইমিং ২০১২ সালে বাইটড্যান্স কোম্পানি প্রতিষ্ঠা করেন। যা পরবর্তীতে টিকটক অ্যাপের মাধ্যমে বিশ্বজুড়ে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করে। ২০২১ সালের নভেম্বরে তিনি বাইটড্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে ইস্তফা দেন। তবে কোম্পানির অর্ধ শতাংশেরও বেশি মালিকানা তার হাতেই রয়েছে এখনো।

আমাদের সকল খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন করুন। আমাদের হোয়াটসঅ্যাপে সকল খবর এবং ইনকাম খবর শেয়ার করা হয়। https://news.google.com/publications/CAAqBwgKMJW7rAwworu4BA?ceid=BD:bn&oc=3

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WhatsApp Group Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর