সুযোগসন্ধানী বাংলাদেশের মিডিয়াগুলো সমন্ধে সবাই ই জানেন। ভালো সাংবাদিকের আড়ালে দাড়িয়ে থাকা বোধহীন সাংবাদিকদের নিউজ টাইটেলে বাংলাদেশে প্রতিদিন কয়েক বার আমরা পেঁয়াজের দাম বাড়তে কমতে দেখি।
কোন এক বাজারে একটু বেশি কমে বিক্রি হচ্ছে পেঁয়াজ। তবে সেখানে আমাদে দেশের গন মাধমগুলোতে এমন ভাবে শিরোনামে খবর প্রকাশ করে, যে সাধারন মানুষ ভাবতে শুরু করে “এবার মনে হয় বিশাল কিছু হয়েই গেল।” তবে যা ই হোক। প্রতিবাদ করতে গিয়ে মানুষকে ধোকায় ফেলা কোন প্রতিবাদ নয়।
তাছাড়াও আপনারা জানেন যে, বাংলাদেশের বোধ হীন কিছু সাংবাদিক সোস্যাল মিডিয়ায় মাঝে মাঝে ই খুব সমালোচনায় চলে আসে। যদিও নিজেদের নাম সরাসরি প্রচাার করে না এই সাংবাদিকরা। তবে তাদের লেখা সংবাদে তাদের শিক্ষা আর যোগ্যতার পরিচয়টা শু স্পষ্ট ভাবে ই বোঝা যায়।
উল্টো পাল্টা এই টাইটেলের জন্য বর্তমান সরকারের দ্বায়িত্বে থাকা উপদেষ্টাদের উপরে মানুষের বিভিন্ন ধরনের ভুল ধারনার ও প্রভাব ফেলছে রিতিমতো।
এই সকল সাংবাদিকের নিউজ ফলো করেই অনেকে বেশি করে সবজি বা পেঁয়াজসহ বিভিন্ন জিনিস কিনতে আগ্রহী হয়। ফলে প্রয়োজনের তুলনায় চাহিদা বেশি থাকায় দাম বেড়ে যায় আবার দেশের ব্যাবসায়ীরা ও তো কোন অংশে কম নয়। কিয়ামাতের সংবাদ পেলে জায়নামাজের দাম ও বাড়িয়ে দিতে পারে।
এসকল বিভ্রান্তিকর খবরে চোখ না দিয়ে, সত্য খবর প্রকাশ করে এরকম কিছু গনমাধ্যমের খবর দেখতে পারেন।
আমাদের সকল প্রকাশনা সবসময় পেতে আমাদের গুগল নিউসে ফলো করেন এবং আমাদের ওয়াটসঅ্যাপে জয়েন করুন।