সরকারী চাকরি পাওয়া বর্তমান সময়ে কিছুটা কষ্ঠসাধ্য হয়ে উঠেছে। তবে বেসরকারি চাকরি পাওয়া খুবই সহজ। বাংলা ভোর অনলাইন পত্রিকায় আজ আমরা আপনাদের সুবিধার জন্য বিশেষ এক চাকরির খবর প্রকাশ করতেছি। আমি আশা করি এই পোস্ট টা থেকে আপনারা অনেক উপকারিতা পাবেন।
আপনি হয়তো চাকরি খুজতে খুজতে ক্লান্ত হয়ে গেছেন। বা বিভিন্ন চাকরির খবর আপনার কাছে জানা আছে, তবে যদি বিষয়টা এমন হতো, যে আপনি যা যা চাকরির খবর জানেন সেগুলো কেউকে বলবেন আর মাস শেষে আপনার নিশঃচিন্তে সেলারি হয়ে যাবে।
দারুন একটা মজার বিষয় তাই না। আজ আমি এমন দারুন কিছু চাকরির বিষয়ে জানাতে চলেছি। আমি আশা করি এই পোস্ট থেকে আপনি মজার চাকরিতে আবেদন করতে পারবেন। আর এখান থেকে অনেকেই তাদের চাকরি পেয়ে জাবেন। তবে যারা চাকরি পাবেন না, তাদের জন্য নতুন জায়গা বরাদ্দ আছে।
আমাদের চ্যানেলের একটা হোয়াটঅ্যাপ গ্রুপ আছে, আমরা সেখানে সকল চাকরির বিষয়ে সকল পোস্ট লিখে সবার আগেই শেয়ার করি, সেখানে জয়েন করে রাখলে সব ধরনের চাকরির খবর সবার আগে পাবেন, ফলে সবার আগে আবেদন করতে পারবেন আর চাকরিটা পাওয়ার সম্ভবনা ৯০ ভাগ পাবেন।
আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন করতে এখানে ক্লিক করুন।
চলমান চাকরির খবর ২০২৪
আপনি এখন যে খবরটা পড়তেছেন এটার নাম বাংলা ভোর। বাংলা ভোর একটি অনলাইন পত্রিকা, এটা শুধু মাত্র অনলাইন পত্রিকা। আমরা এই পত্রিকাটি ২০২৪ সালের শুরুতে কাজ করা শুরু করেছিলাম। তবে আমাদের সাইটে একটা সমস্যার জন্য কিছুদিন বন্ধ ছিল, এখন আবার চালু হইছে।
এখন এই অনলাইন পত্রিকায় আমাদের বিভিন্ন ধরনের লেখকের এবং ডিজাইনার সহ মার্কেটারের প্রয়োজন। আমাদের মার্কেটার ২ জন এবং ডিজাইনার ২ জন প্রয়োজন। তবে লেখক প্রায় ২০ জন প্রয়োজন যারা বিভিন্ন বিষয়ে লেখালেখি করবে।
আমাদের যে যে বিষয়ে লেখক প্রয়োজন তা হলোঃ
- ভাইরাল খবর
- শিক্ষা বিষয়ক খবর
- চাকরির খবর
- বিদেশি খবর
- রাজনিতি বিষয়ক খবর
- ধর্ম বিষয়ক খবরে ভিন্ন ভিন্ন লেখক প্রয়োজন
- বাজার ও বিভিন্ন জিনিসের দাম
- খেলাধুলা বিষয়ক
- চিকিৎসা বিষয়ক
- শেয়ার মার্কেট
তবে আরো অনেক বিষয়ে কাজ করতে পারেন আমাদের সাথে, তাই যারা এই বিষয়গুলোতে যদি দক্ষ হয়ে থাকেন, তাহলে আপনি আমাদের হোয়াটঅ্যাপে জয়েন করুন, আর আমাদের কন্টাক্ট পেজে মেসেজ করুন। আপনার ইমেলে আমরা রিপলাই করবো। আর যদি আমাদের কন্টাক্ট পেজে মেসেজ করার বিষয়টা না জানেন, তাহলে ভাই আপনার মতো মানুষ দিয়ে ব্লগিং বা নিউজ লেখা সম্ভব না।
আমাদের নিউজ পেপারে কাজ করলে আপনার কমপক্ষে HSC পাশ থাকতে হবে। যদি বেশি শিক্ষিত হয়ে থাকেন, তাহলে আপনি আরো বেশি বেতন পাবেন। আপনার পোস্ট ও বড় হবে। কেননা আমাদের অনেক অনেক লেখক প্রয়োজন।
- প্রতিদিন ২ টা করে পোস্ট লিখে দিতে হবে। আর তাদের বেতন হবে ৫০০০ টাকা।
- যারা আরো বেশি নিউস লিখতে পারবে, তাদের বিশেষ আলোচনায় বেতন দেওয়া হবে
- গ্রাফিক্স ডিজাইনারের জন্য সারা দিন যত পোস্ট করা হবে তা সবগুলোর ইমেজ ডিজাইন করতে হবে, তবে ডিজাইন সিম্পল। আর ২ জন কাজ করবে, মাসে বেতন ১ জনের ১০০০০ টাকা।
- যারা উচ্চ শিক্ষিত বা মাস্টার্স কম্পিট করেছে, তারা ২ জন নিয়োগ হতে পারবে। একেক জনের বেতন ২৫ হাজার টাকা। তারা শুধু সবার লেখা পোস্ট পড়ে ভুল থাকলে সংশোধন করবে। আর সত্যতা যাচাই করবে।
- চাকরি বিষয়ক লেখকরা ৭ হাজার করে পাবে, ৩জন নিয়োগ দিব
- শিক্ষা বিষয়ক লেখকরা ৮ হাজার করে পাবে, তবে আলোচনা সাপেক্ষে বাড়ানো হতে পারে।
আমাদের এখানে যারা নিউস লিখবে, তারা অন্যান্য নিউস সাইটগুলো থেকে ভালোভাবে রিসার্স করে, আমাদের জন্য গুগল ডকসে লিখে রাখবে। তার পরে আমাদের বিশেষ কর্মচারির কাছে পাঠিয়ে দিবেন। তবে সেক্ষেত্রে যদি কোন নিউস পেপারের পোস্টের সাথে মিলে যায় পুরোপুরি বা বেশ কিছু অংশ, তাহলে বাতিল গন্য হবে।
আর যদি একাধীক বার আমাদের সাথে কপি করা পোস্ট শেয়ার করে, আর আমরা এর শতভাগ নিশয়তা পাই, তাহলে তাকে কোন রকম সতর্কবার্তা ছাড়াই বহিষ্কার করা হবে।
আমাদের নির্ধারিত কর্মচারি নিয়োগ হয়ে গেলেও বিশেষ ভাবে দক্ষতা শেয়ার করে আবেদন করতে পারবেন। আর কেউ চাইলে প্রাক্টিস পারপাসেও আমাদের সাথে কাজ করতে পারেন। যখন কাজ ভালো হবে, তখন আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী বিশেষ পদে নিয়োগ করা হবে।
এছাড়াও আমাদের সাইটে বিভিন্ন সময়ে আমরা বিশেষ বিশেষ চাকরির বিঞ্জাপন দিয়ে থাকি। সেগুলো সবার আগে পেতে আমাদের সাইটের নটিফেকেশন চালু করে রাখতে পারেন। আর আমাদের এই লেখকরা নিয়োগ হওয়ার পরে আমরা প্রতিদিনের চাকরির খবর প্রতিদিন পোস্ট করা হবে, তাই আমাদের হোয়াটস্যাপ বা গুগল নিউসের প্রফাইলে ফলো দিন।