diganta tv দিগন্ত টিভি সমন্ধে সবকিছু জানুন

0
292
diganta tv
diganta tv

দিগন্ত টেলিভিশন নামে একটা বাংলাদেশের একটি সংবাদ ভিত্তিক গন মাধ্যম ছিল গত ১২ বছর আগে। আজ বাংলা দেশের অনলাইন পত্রিকা বাংলা ভোরে আমরা দিগন্ত টেলিভিশন নিয়ে বিস্তারিত জানাতে চলেছি। আশা করি আপনারা আমাদের সকল খবরগুলো পেতে আমাদের এই বাংলা ভোর অনলাইন পত্রিকায় ফলো দিয়ে রাখবেন।

২০০৮ সালে জন্ম দিগন্ত টিভি নামক এই গনমাধ্যমের। এটি দিগন্ত টেলিভিশন নামেই তখন পরিচিত ছিল। বেশ কয়েক বছর সম্মানের সাথেই সম্প্রচার করে যায় এই মিডিয়াটি। এর পরে ২০২৩ সালের ৬ মে এই টিভি চ্যানেলটি বাংলাদেশ থেকে প্রচার করা বন্ধ করে। প্রাইম চ্যানেলের তথ্য অনুযায়ী তখন BTRC থেকে ক্ষমতাশীল সরকারের অধীনে এই মিডিয়ার সকল সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল।

উইকিপিডিয়া থেকে পাওয়া তথ্যসুত্রে যানা যায়, এটি স্যাটালাইট এবং ব্রাডব্যান্ড ক্যাবলের মাধ্যমে বাংলা ভাষায় বাংলা দেশ ভিত্তিক প্রচার করা হতো, এখানে সময় উপযোগী সকল বিষয়ে আলোচনা করা হতো। তার সাথে প্রতিদিনের কয়েকটা নির্ধারিত সময়ে এই চ্যানেলে দেশ বিদেশের নানান খবর প্রচার করা হতো।

২০১৩ সালে বন্ধ হওয়ার পর থেকে অনলাই ভিত্তিক ও তাদের কোন আয়োজন আর দেখা মেলেনি। যদিও পুরানো কিছু ভিডিও এখনো বিভিন্ন লোকাল চ্যানেলে ইউটিব থেকে দেখা মেলে। তবে এদেশের নতুন প্রজন্ম থেকে যেন সম্পুর্ন ই আড়ালে পড়ে আছে এই জনপ্রিয় সংবাদ মাধ্যমটা।

সময়ের সাথে সাথে এদেশে লক্ষ লক্ষ মিডিয়ার উত্থান ঘটেছে, তার সুদুরে হারিয়ে গিয়েছিল দিগন্ত টিভি নামক মিডিয়াটি। তবে ২০২৪ সালের ছাত্র এবং সাধারন জনতার বিশেষ আন্দলোন ঘীরে সরকার পদত্যাগের দাবী আসে, ফলে সরকার পদত্যাগ করার পরে দিগন্ত টিভির সাংবাদিকরা আবার ও সেখানে ফিরেছে বলে জানা যায়। এমনটা বলা হয় তখন, দিগন্ত টেলিভিশন আবার পনঃরুত্থান করবে। আবারও তারা সংবাদ সহ সকল অনুষ্ঠান প্রচার করবে।

ইন্টারনেটের বিভিন্ন স্থান থেকে পাওয়া তথ্য সুত্রে জানা যায়, দিগন্ত টিভি বাংলাদেশের একটি রাজনৈতিক দলের অধীনস্থ কোন মালীকের দ্বারা পরিচালিত, সেজন্য সরকারের দোষ ত্রুটি এই মিডিয়ায় প্রচার করা একটি সাভাবিক বিষয় হয়ে উঠে। এই সুত্রে সরকার বিভিন্ন ভাবে এই টেলিভিশনের প্রচার বন্ধ করার উপায় খুজে এবং ছোট খাটো কোন বিষয়ে ভিত্তি করে বন্ধ করে দেওয়া হয় এই মিডিয়াকে।

গত এক যুগের মতো সময় ধরে এই মিডিয়াটি মানুষের আড়ালে পড়ে ছিল। ছিল না এর কোন চালক, আর হতো না এখানে দর্শকের জন্য কোন প্রকার আয়োজন। নিস্তব্ধতায় ছেয়ে ছিল এই মিডিয়া। যা বাংলাদেশের আওয়ামীলিগ সরকারের পদত্যাগ এবং দেশ ছেড়ে যাওয়ার পরে আবার প্রচার শুরুর ঘোষনা পায়।

এখানে স্যাটালাইট এর মাধ্যমে তার বিহিন সাধারনত ঢিস টিভি বা বর্তমান আকাশ টিভির মতো যন্ত্রের সাহায্যে পরিচালিত হতো, এবং তখনকার তারের মাধ্যমেও অনলাইন ভিত্তিক মিডিয়া পরিচালিত হতো, তার সাথে তখনকার সময়ে ঢিস এর জন্য বিশেষ ভাবে তার দিয়ে অনেক দুরে দুরে লাইন নেওয়া হতো। আর এই মিডিয়াটি মুলত এই ভাবেই পরিচালিত হয়েছিল। কিন্তু এর একটি দেশিয় সরকার ভিত্তিক সেন্টার থাকে, সেখান থেকে সকল সুবিধা অসুবিধা এবং কোনটি চলবে আর কোনটি চলবে না তা নির্ধারন করা হয়।

বাংলাদেশেও BTRC নামক সেই সংস্থা রয়েছে। তবে বিশ্বের অন্যান্য দেশে সেগুলো বিশেষ কারন ছাড়া বন্ধ বা চালু করার বিষয় লক্ষ করা না গেলেও, বাংলা দেশে ছোট ছোট বিষয় এবং সরকারের বিরোধী দলের বিরুদ্ধে অবস্থান করায় বন্ধ বা চালু করার বিষয়টা খুবই লক্ষনীয়।

উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী দিগন্ত টিভি বাংলাদেশের কোন এক মালীকাধীন গনমাধ্যম, তবে এই গনমাধ্যমের মালিক বিশেষ ভাবে বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামাতে ইসলাম এর সাথে জড়িত। এই বিষয়ের উপর ভিত্তি করে সরকারের বিরুদ্ধে তাদের অনেক খবর প্রচার হতো, সেখান থেকে বাচার জন্যই সরকার এই মিডিয়ার প্রচার বন্ধ করেছিল। বিগত ১৫ বছরের মতো সময় সরাকার এই দেশের শাসনাধীন অবস্থায় থাকায় এটি আর চালু করা সম্ভব হয় নাই।

তবে শেষ কথা, আমরাও দেশের নিরপেক্ষ সংবাদ প্রচারের অঙ্গিকার বদ্ধ। তাই বলতে বাদ রাখে না যে, আমাদের সংবাদেও অনেক সময় সরকারের বিরুদ্ধে আসতে পারে, তবে সেজন্য কি বন্ধ করে দিতে হবে। আর আমরাও চাই দেশের সকল মিডিয়াগুলো সত্য খবর প্রচার করতে সাধীনতা পাক। কারো উপর কোন চাপ প্রয়োগ না করা হোক। আমাদের পরবর্তি সকল খবর পেতে আমাদের নোটিফেকেশন চালু করে রাখুন বা আমাদের গুগল নিউসে ফলো করে রাখতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here