breaking olympics 2024 সম্পুর্ন বাংলায়

0
250
breaking olympics 2024
breaking olympics 2024

জনপ্রিয় অলিম্পিক ২০২৪ সালে ফ্রান্সের প্যারিয়ে আয়োজিত হয়েছে। এখনো চলমান এই অলিম্পিক সমন্ধে আপনারা আজ বাংলা ভাষায় জানতে পারবেন। তার সাথে বলে রাখা ভালো, বাংলা ভোর অনলাইন পত্রিকায় আমরা সকল ধরনের সকল নতুন নতুন খবর প্রতিনিয়ত ই প্রকাশ করার চেষ্টা করি। তাই আমাদের সাইটের ফলো বাটন ক্লিক করে রাখুন। এবং আমাদের সকল খবর পেতে আমাদের হোয়াটসঅ্যাপে ফলো করে রাখতে পারেন।

Paris Olympics 2024 New Games প্যারিস অলিম্পিকে বড় বদল, যোগ হচ্ছে ৪ নতুন খেলা!

গত ২৬ জুলাই থেকে শুরু হয়েছে প্যারিস অলিম্পিক্স। তবে এবারের প্রতিযোগিতায় চারটে নতুন খেলা সংযোজন করা হয়েছে। এই খেলাগুলো হল – ব্রেক ডান্স, স্কেট বোর্ডিং, সার্ফিং এবং স্পোর্টস ক্লাইম্বিং। যদিও এই ইভেন্টে কোনও ভারতীয় অ্যাথলিট অংশগ্রহণ করছেন না।

১৮৯৬ সাল থেকে শুরু হয়েছিল খেলার মহাযজ্ঞ। আর গত ২৬ জুলাই থেকে শুরু হয়েছে ১৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস। এবারের অলিম্পিক টুর্নামেন্টে বেশ কয়েকটি বদল নিয়ে আসা হয়েছে । প্যারিসে আয়োজিত অলিম্পিক গেমসকে আরও স্পেশাল করার জন্য ১০ বছর আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। প্রসঙ্গত, আগামী ২৬ জুলাই থেকে শুরু হতে চলেছে ২০২৪ প্যারিস অলিম্পিক টুর্নামেন্ট।
শেষ হবে আগামী ১১ তারিখ। এবারের অলিম্পিকে বেশ কয়েকটি বদল করা হচ্ছে। নতুন কী কী তালিকায় সংযোজিত হচ্ছে, আসুন দেখে নেওয়া যাক।

নদীর উপর উদ্বোধনী অনুষ্ঠান

২০২৪ প্যারিস অলিম্পিক শুধুমাত্র স্পেশালই হচ্ছে না, এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানেও থাকছে যথেষ্ট চমক। ২০২৪ প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান নদীর উপর আয়োজন করা হবে।
সেরি নদীর উপরে এই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে। হাজার-হাজার অ্যাথলিট নৌকায় চেপে নদী পারাপার করবেন এবং আইফেল টাওয়ারের দিকে যাবেন। ইতিপূর্বে কোনও একটি বিশাল মাঠ কিংবা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হত।

কিন্তু, এই প্রথমবার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান কোনও নদীর উপর আয়োজন করা হচ্ছে।
সেইদিক থেকে প্যারিস অলিম্পিক অন্য মরশুমের থেকে একেবারেই আলাদা হতে চলেছে।

পদকে থাকবে আইফেল টাওয়ারের বিশেষ পদক

২০২৪ প্যারিস অলিম্পিকের পদকও যথেষ্ট স্পেশাল হতে চলেছে। এই পদকের ডিজাইনও যথেষ্ট ভালো হবে, আশা করা যায়। পাশাপাশি, প্রতিটা পদকেই আইফেল টাওয়ারের লোহা থাকতে পারে বলে শোনা যাচ্ছে। পদকের ডিজাইন এমন করা হচ্ছে, যা ফ্রান্সের সংহতিকে প্রতিফলিত করবে। প্রতিটা পদকই আইফেল টাওয়ারের অরিজিনাল লোহা দিয়ে তৈরি হবে। সোনার পদকের ওজন ৫২৯ গ্রাম, রুপোর পদকের ওজন ৫২৫ গ্রাম এবং ব্রোঞ্জ পদকের ওজন ৪৫৫ গ্রাম হবে।

প্যারিস অলিম্পিকে চারটে নতুন খেলা

logistx

প্যারিস অলিম্পিক টুর্নামেন্টে চারটে নতুন খেলা সংযোজিত হতে চলেছে। এই প্রথমবার অলিম্পিকে ব্রেক ডান্সের ডেবিউ হচ্ছে। সেইসঙ্গে তালিকায় রয়েছে স্কেট বোর্ডিং, সার্ফিং এবং স্পোর্টস ক্লাইম্বিং। পাশাপাশি কয়েকটি খেলা আবার টোকিও অলিম্পিকে ছিল, কিন্তু এবারের তালিকা থেকে বাদও দেওয়া হয়েছে। সেগুলো হল ক্যারাটে, বেস বল, এবং সফটবল। প্যারিস অলিম্পিকে যে চারটে নতুন খেলা সংযোজন করা হয়েছে, তার একটাতেও ভারতীয় অ্যাথলিটরা কোয়ালিফাই করতে পারেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here