Wednesday, January 15, 2025
No menu items!
Homeরিভিউওয়ালটন সকল মডেলের ফ্রিজ দাম

ওয়ালটন সকল মডেলের ফ্রিজ দাম

ওয়ালটন বাংলাদেশের বিশেষ একটি ইলেকট্রনিক কোম্পানি। এই কোম্পানী বাংলাদেশে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরি করে বিশেষ অবস্থান তৈরি করে বেশ সুনাম করে অবস্থান করেছে।

আপনারা হয়তো জানেন যে, এই কোম্পানি বিভিন্ন ধরনের পন্যের জন্য তারা বিভিন্ন বিদেশ থেকে প্রয়জনীয় সকল যন্ত্রাংশ আমদানী করা হয়। সেই সাথে সেগুলো বাংলাদেশে এগুলো কম্পিলিট ভাবে স্থাপন করে ব্যবহার যোগ্য করা হয়।

বাংলাদেশের এই গ্রহনযোগ্য কোম্পানির যে সকল প্রকার ভেদে ফ্রিজ পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হলোঃ

  • ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি
  • ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি
  • ওয়ালটন ফ্রিজ ৬ সেফটি
  • ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি
  • ওয়ালটন ফ্রিজ 10 সেফটি

আসলে এই প্রকারের ভেদগুলো আসলে ফ্রিজের ডিজাইন, ব্যবহার সুবিধা, সাইজ, বিদ্যুতের ব্যবহারসহ ইত্যাদির উপরে ভিত্তি করে দেওয়া হয়। তাই আমরা এই ফ্রিজগুলোর মডেল ও দাম সমন্ধে সবাইকে জানিয়ে দিচ্ছি।

ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি

ওয়ালটন ফ্রিজ ১১ সেফটি এর বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে, তার মধ্যে অন্যতম কিছু সুবিধার মধ্যে রয়েছে।১১ সেফটি ফ্রিজ বড় পরিবারের জন্য বেশ স্টোরেজ থাকে। তাই এখানে বেশি পন্য বা খাবার সংরক্ষণ করা যায়। অল্প বিদ্যুৎ খরচে দীর্ঘস্থায়ী সংরক্ষন করা সম্ভব।

বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ায় এটি আর্থিক সুবিধা করে থাকে। দির্ঘ্য দিন খাবার ভালো রাখা সম্ভব। তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য সহজ, এখানে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে সকল তথ্য দেখা যায়। সমানভাবে ঠান্ডা বাতাস সরবরাহ করে, ফলে কোন সময়ই ক্ষতিকর জীবানু আক্রমন করতে পারে না। স্টাইলিশ গ্লাস এবং ফিনিশ বিভিন্ন রঙে রঙিন। খুব কম শব্দে কাজ করে। ওজন হালকা এবং ওজোন স্তরের জন্য নিরাপদ। বড় আইস ক্রিম, মাংস এবং অন্যান্য পন্য ও খাবার সংরক্ষন করা যায়।

মডেল নম্বরক্ষমতা (CFT)বৈশিষ্ট্যআনুমানিক মূল্য (টাকা)
WFC-3E11-GD১১ CFTনন-ফ্রস্ট, এনার্জি সেভিং৳৪৫,০০০
WFC-3E11-XX১১ CFTডুয়াল কুলিং, LED লাইট৩৭,৫০০
WFC-3E11-BK১১ CFTস্মার্ট ইনভার্টার৩৯,০০০

তবে এই দামের সর্বোক্ষনিক পরিবর্তন হতে পারে। তাই এখানে পরিবর্তন দেখলে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে দিন। আমরা আপডেট করে দিব।

ওয়ালটন ফ্রিজ ৮ সেফটি

ওয়ালটনের বিশেষ একটি মডেলের মধ্যে অন্যতম এই ৮ সেফটি ফ্রিজ মডেলটি। এই মডেলটি খুব জনপ্রিয়তা পাওয়ার পেছনে কিছুটা বিশেষ কারন আছে। তার মধ্যে অন্যতম কারন হলো।

পৃথক কুলিং সিস্টেমের মাধ্যমে ফ্রিজের ফ্রিজিং ও রেফ্রিজারেটিং চেম্বার থাকার ফলে ভিন্ন ভিন্ন চেম্বারে তাপের পরিবর্তন ভিন্ন থাকে। এতে সেখানে ভিন্ন ভিন্ন খাবার মজুত করে রাখা যায়। ফলে অনেকটা সুবিধা হয়।

মডেল নম্বরক্ষমতা (CFT)বৈশিষ্ট্যআনুমানিক মূল্য (টাকা)
WFC-3E8-GD৮ CFTনন-ফ্রস্ট, এনার্জি সেভিং২৫,০০০
WFC-3E8-XX৮ CFTডুয়াল কুলিং, LED লাইট২৬,৫০০
WFC-3E8-BK৮ CFTস্মার্ট ইনভার্টার২৭,০০০
WFC-3E8-RR৮ CFTডিজিটাল ডিসপ্লে২৮,০০০
WFC-3E8-PF৮ CFTএক্সট্রা স্পেস, ফ্রস্ট ফ্রি৩০,০০০

এখান থেকে যে কোন সময়ে বাজার মূল্য পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। সেজন্য আমাদের বিশেষ দক্ষ টিম কাজ করে থাকে। কিন্তু তার পরেও যদি কখনো এই বিষয়ে কোন আপডেট পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন।

ওয়ালটন ফ্রিজ ৬ সেফটি

ফ্রিজের মোটরে অতিরিক্ত চাপ পড়লে স্বয়ংক্রিয় পদক্ষেপ নিতে সক্ষম। ভোল্টেজ ওঠানামার জন্য যে কোন সমস্যা থেকে পর্যাপ্ত সুরক্ষা। পরিবেশবান্ধব গ্যাস এর বিশেষ ব্যবহার হয়েছে। বিদ্যুৎ না থাকলেও ঠাণ্ডা তাপকে অধিক সময়ে ধরে রাখতে সক্ষম। যে কোন প্রকারের অগ্নি সংযোগ থেকে রোধ করতে সক্ষম।

এই ৬ সেফটি ফ্রিজের বিভিন্ন মডেল ও দামের তালিকা দেওয়া হলোঃ

মডেল নামধারণক্ষমতামূল্য
WFD-1D4-GDEL-XX157 লিটার৳29,790
WFD-1D4-GDEH-XX157 লিটার৳30,190
WFD-1G0-GDSH-XX170 লিটার৳34,890

এই মূল্যে পরিবর্ন দেখা যেতে পারে। তবে আমাদের বিশেষ টিম এটি আপডেট দেওয়ার কাজ করে যাবে। তার পরেও কোন সমস্যা চোখে পড়লে কমেন্টে জানিয়ে দিন।

ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি

ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দেশে বেশ জনপ্রিয় মডেল। এই মডেলের সকল প্রকারের ফ্রিজেগুলো দেশে খুব ভালো জনপ্রিয় হয়েছে। এর বিশেষ কিছু বিশেষত্ব আছে, তার মধ্যে অন্যতম কিছু হলোঃ

  • ওভারলোড প্রটেকশন
  • ভোল্টেজ ফ্লাকচুয়েশন প্রোটেকশন
  • ফায়ার রেসিস্ট্যান্ট ক্যাবিনেট
  • এন্টি-ব্যাকটেরিয়াল গ্যাসকেট
  • ইকো-ফ্রেন্ডলি রেফ্রিজারেন্ট
  • কুলিং রিটেনশন টেকনোলজি
  • ইনভার্টার টেকনোলজি
  • ডোর লক সিস্টেম
  • স্ট্রং শেলফ ডিজাইন
  • স্ট্যাবিলাইজার ফ্রি অপারেশন
  • ইনসুলেটেড কন্ডেনসার
  • লো নয়েজ অপারেশন
মডেল নামধারণক্ষমতামূল্য
WFC-3D8-GDEH-DD (Inverter)348 লিটার৳45,261
WFC-3A7-GDXX337 লিটার৳40,990
WFB-2B3-GDEL213 লিটার৳26,700
WFA-2A3-GDEL-XX213 লিটার৳31,790
WFD-1B6-GDEL-XX132 লিটার৳25,990
WFD-1B6-GDSH-XX132 লিটার৳26,990

আপডেট করে দেওয়ার জন্য বিশেষ কিছু লোক রয়েছে। তার সাথে যদি আপনার কাছে কোন তথ্য থাকে, তাহলে কমেন্টে জানিয়ে দিতে পারেন।

ওয়ালটন ফ্রিজ 10 সেফটি

ফ্রিজের মোটরে অতিরিক্ত চাপ পড়লে তা অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যায়। ভোল্টেজ ওঠানামার সকল দূর্ঘটনা থেক বাচা যায়। ফায়ার রেসিস্ট্যান্ট উপাদান ব্যবহারে কোন অগ্নি দূর্ঘটনা থেকে বাচায়। ব্যাকটেরিয়া রোধে যথেষ্ট ভূমিকা রাখে। বিদ্যুৎ সাশ্রয়ী ও শক্তিশালী পারফরম্যান্স। ভারী খাদ্যসামগ্রী রাখার জন্য বেশ সুবিধা।

মডেল নামধারণক্ষমতামূল্য
WFD-1F3-RDXX-XX283 লিটার৳26,990

এই ধরনের সকল প্রকারের তথ্য পেতে আমাদের সাইটের নটিফেকেশন চালু করা রাখতে পারেন। আর এই সাথে নিচের হোয়াটসঅ্যাপেও ফলো করে রাখতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WhatsApp Group Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর

- Advertisment -