আপনারা জানেন যে বাংলাদেশে একটি ডলার সাপোর্টেড মাস্টার কার্ড কতটা হ্যাসালের পরে পাওয়া যায়। তার সাথে টাকা ছাড়া তো পাওয়া ই কঠিন। তার সাথে আবার ৫ ডলার দিয়ে কার্ড কিনে নিতে হয়।
সব শেষেও সেটি কি বিশ্বস্ত কিনা সেটিও বড় চ্যালেন্জ হয়ে যায়। তাই আজ আমরা একটা বিশ্বস্থ কোম্পানির মাস্টার কার্ড নিয়ে আলোচনা করবো। আর এখানে বিশেষ কিছু অফার ও থাকে যা আপনারা আমাদের এই সাইটের সাথে থাকলেই যেনে নিতে পারবেন।
কিভাবে একটি মাস্টার কার্ড পাওয়া যায়
মাস্টার কার্ড পেতে অবশ্যই আপনাকে কোন একটি ব্যাংকের সাথে সম্পর্কিত হতে হবে। সেটি হোক অনলাইন বা ফিজিক্যাল। তবে আজ আমরা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কোম্পানিগুলোর মধ্যে একটি বাইবেট সমন্ধে কথা বলবো।
প্রথমেই আপনি বাইবেটে চলে যান এই লিংক থেকে https://www.bybit.com/invite?ref=J1Y8Y3K
কারন এই লিংকটি ব্যবহার করলে প্রথম কার্ডের পেমেন্টের কারনে ১০ ডলার থেকে ১০০ ডলার পর্যন্ত বোনাস পেতে পারেন।
এর পরে অ্যাপটি ডাউনলোড করুন, বা ওয়েব সাইটে অ্যাকাউন্ট করে নিন। সেই সাথে অবশ্যই পরিচয়পত্র দিয়ে ভেরিফাই করে নিন। তার পরে ১০ মিনিটের মধ্যেই ভেরিফাই হয়ে যাবে।
আর যদি আপনার আগেই অ্যাকাউন্ট করা থাকে, তাহলেও লগইন করে নিন। এবং নিচের ধাপগুলো পর্যায় ক্রমে অতিক্রোম করুন।
ধাপ ২
অ্যাকাউন্ট কম্পিলিট করা হলে, সরাসরি এই লিংকে ক্লিক করে নিন https://www.bybit.com/cards?source=referral&campaignId=1686258086857150464&ref=J1Y8Y3K তার পরে আপনার কাছে বিশেষ কিছু তথ্য চাইতে পারে। তবে অনেক সময়ে সেটি চাইবে না। যা ই হোক, এখানে তেমন কোন ঝামেলার তথ্য চাইবে না। দিয়ে দিয়ে সামনে এগিয়ে যাবেন। তার পরে কিছু প্রশ করা হবে, কিন্তু সেই প্রশ্নের উত্তরে যে কোনটি সিলেক্ট করতে পারেন।
শেষ পর্যন্ত গেলে আপনাকে অপেক্ষা করতে বলবে, কিন্তু সাধারন ভাবে ১০ মিনিটের মধ্যেই আপনাকে দেওয়া হবে। সেখান থেকে আপনি খুব সহজেই সেটি সকল ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
ফিজিক্যাল কার্ড কিভাবে পাবেন
উপরে আমরা ভার্চুয়্যাল কার্ডের ব্যাপারে কথা বলেছি। তবে এখানের কার্ডটি সরাসরি ফিজিক্যাল ভাবে পেতে পারি। এজন্য এই কার্জে ৫০০০০ টাকার মতো লেনদেন করতে হবে। এবং সেক্ষেত্রে এই কার্ডের জন্য ডেলিভারির কোন চার্জ নেওয়া হবে না।
কি কি কাজে এই কার্ড ব্যবহার করতে পারেন
আসলে এই কার্ডের ব্যবহার করে সকল প্রকারের অনলাইনে লেনদেন করা থেকে শুরু করে অফলাইনের সকল কাজ করা যাবে। এই কার্ডে বিভিন্ন ক্রিপ্টো কারেন্সি সাপোর্ট করায় আপনি যে কোন কোম্পানিতেই লেনদেন করতে সক্ষম হবেন। তার মধ্যে অন্যতম হলোঃ
- কেনাকাটা
- ডোমেইন হোস্টিং সহ সকল পেমেন্ট
- বুস্টিং ও ক্যাম্পেইন
- লেনদেন
- মোবাইল রিসার্চ
- পে বিল
- বিকাশে লেনদেন সহ সকল মোবাইল ব্যাংকে লেনদেন
- সাধারন অর্থে সকল প্রকারের লেনদেনেই কার্যকর
গুগল প্লে কনসোলেও এটি ব্যবহার করতে পারেন। তবে এটি ফিজিক্যাল না নিয়ে প্লে কনসোলে ব্যবহার করতে পরালে কিন্তু সমস্যায় পড়তে পারেন।
ডলার কেনার উপায় কি
এখানে সরাসরি বিকাশের মাধ্যমে p2p মার্কেটের মাধ্যমে পেতে পারেন। সেই সাথে সমস্যা হলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আমরাও কম দামে দিতে পারবো।
এছাড়াও আপনি যে কোন কারেন্সি বা ডলার এখানে সরাসরি রাখতে পারেন। তাই এখানে ডলার লোড করাও খুবই সহজ।
১০ ডলার কিভাবে ফ্রি পাবেন
এখানে প্রথম লেনদেনের জন্য ১০ থেকে ১০০ ডলার পর্যন্ত বোনাস পেতে পারেন, সেজন্য অবস্যই উপরের লিংকগুলো থেকে জয়েন করতে হবে। বা কোন প্রোমো কোড ব্যবহার করতে হবে।
সেই সাথে কিছু দিন পর্যন্ত আপনি প্রতি পেমেন্টের জন্য ১০ পার্সেন্ট বোনাস পাবেন, যা এই কার্ডের থেকে পাবেন। আর যদি সেলারের কোন অফার থাকলে সেটি তো পাবেন ই।
আরো অনেক সময়ে অনেক অফার থাকে, যা আমরা আমাদের এই সাইটের বিভিন্ন পোস্টে জানিয়ে দিব। তার জন্য নটিফেকেশন চালু করে রাখতে পারেন। আর নিচের হোয়াটসঅ্যাপেও জয়েন করতে পারেন।