Tuesday, January 21, 2025
No menu items!
Homeঅনলাইন ইনকামTelegramhamster kombat ২৬ তারিখ কি হবে জানতে পারেন সংক্ষেপে। scam done!

hamster kombat ২৬ তারিখ কি হবে জানতে পারেন সংক্ষেপে। scam done!

অনেকেই ধারনা করতেছে ২৬ তারিখে hamster kombat এর টাকা দেওয়ার কথা ছিল তবে তারা স্কাম করবে। বিষয়টা যদি আমরা ভালোভাবে লক্ষ করি, তাহলে দেখা যাবে কোন কম্পানি নিজেদের লস করতে ইচ্ছুক নয়।

hamster kombat এর বিষয়ে দেখা যাচ্ছে, তারা মুলত তাদের ক্রিপ্টো টোকেন নিয়ে মার্কেটে এসেছে। নতুন এই ক্রিপ্টো টোকেন থেকে কম্পিনিটি এখনো ব্যয়বহুল খরচ করেছে, তবে এখানে তাদের মুল উদ্দেশ্য থেকে কোন রকমের ইনকাম এখনোই হয় নাই। তারা মুলত এই টোকেনে ইনভেস্টের উপর থেকে লাভবান হবেন। কিন্তু যদিও এই hamster kombat এর উপরে অনেকে ইনভেস্ট করতে চাচ্ছে, তবে তারা তেমন বেশি ইনভেস্ট এখনো করেনি। তার সাথে আবার এখানে যাও ইনভেস্ট করেছে, সেখান থেকে hamster kombat বা ইনভেস্টরগন কোন প্রকারে লাভ পায়নি।

এবার ভাবতেপারেন, কম্পানিটি কি তবে শুধু লস ই করে যাচ্ছে। বিষয়টি তেমন নয়। তারা ইউটিউব, টেলিিগ্রাম, টুইটার বা অন্যান্য প্লাটফর্ম থেকে তাদের ব্যয়বহুল খরচের নির্ধারিত অংশ উশুল করতে সক্ষম হচ্ছে। তবে যথেস্ট টার্গেটে পৌছাতে পারে নাই। তার সাথে আবার দেখা যাচ্ছে যদি তারা তাদের টোকেনটি মার্কেটে নিয়ে না আসে, তাহলে এভাবে তাদের সবাই ফলো করে রাখবে না। এবং তাদের ইনকাম ও কমতে থাকবে।

তাই তাদের প্রয়োজন তাদের টোকেনটি মার্কেটে নিয়ে আসে বা ক্রয় বিক্রয়ের জন্য সোকল সুযোগ সুবিধা করে দেওয়া। তবে এটা ততটাও সহজ নয়। এরজন্য এক্সেন্জার কম্পানিগুলোর সাথে যোগাযোগ করতে হবে, এবং তাদের দেওয়া বিধি বিধান পুরন করতে হবে। সেজন্য প্রয়োজন প্রথম বারের মতো অনের গ্রাহক। তাই এই টোকেন কম্পানিগুলো ফ্রিতে সাধারন জনগনকে কিছু অর্থ দিয়ে থাকে, যেটা তারা ওই টোকেনের উপর , লিস্ট করা এক্সেন্জারের মাধ্যমে বের করতে পারে। ফলে তাদের কিছু গ্রাহক হয়ে যায়। এবং এক্সেন্জারের শর্ত পুরন হয় ফলে এক্সেন্জার কম্পানিগুলো তাদের লিস্ট করে দেয়।

hamster kombat এর কথা চিন্তা করতে গেলে, তারাও ঠিক এমন ভাবেই সবাইকে সামান্য টাকা দিতে চাইছিল। তবে দুরভাগ্য বসত তারা সেখানে মার্কেটিং করতে কিছু ভুল করে ফেলে, পরে সেখানে টিকটক গ্রহের প্রানিগুলো ঢুকে পরে। এর ফলে হিউজ ইউজার হয়ে যায়। যাদের টাকা দেওয়া অসম্ভব প্রায় তাই এটি তখন স্থগিত করা হয়েছি। পুনরায় আবারও চালু করলে সেই মহান সমস্যার দেখা মেলে।

তবে বেশি মানুষের কাছে পৌছালে তো ভালোই। কিন্তু টকটকারদের কাছে পৌছালে কম্পানি তাদের থেকে জীবনেও কোন লাভ আশা করতে পারে না। এজন্য এবারও ক্ষতিগ্রস্থ হচ্ছে কম্পানিটি। তবে এবার যে চুড়ান্ত অবস্থায় পৌছেছে, তাতে তারা আর স্থগিত করতে পারবে না। তাই সবাইকে সামান্য অর্থ দেওয়ার অঙ্গিকার করেছে। আর ২য় রাউন্ডের আশা দিয়েছে।

তবে আরো অনেক অনেক কম্পানি থেকে টাকা দিচ্ছে। তাই আপনি সেগুলোতে কাজ করতে চাইলে আমাদের সাথে থাকতে পারেন। আমরা সকল আপডেট জানিয়ে দিব।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WhatsApp Group Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর

- Advertisment -