ফরসেজ বর্তমান সময়ের বাংলাদেশের একটি ক্ষুদ্র এবং বেশ জনপ্রিয় অ্যাপ। সম্ভবত এটি শুধু অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য ই ডিজাইন এবং প্রগ্রাম করা হয়েছে। এই অ্যাপ থেকে সামান্য ইনভেস্ট করেই মোটামুটি ভালো মানের ইনকাম করার বিশষ জানা যাচ্ছে।
তবে আজ এই পোস্টে আমরা বাংলাভোর পত্রিকার নতুন নিউজের মাধ্যমে জানবো, এখানে কাজ করে কি আসলেই টাকা আয় করা যাবে কি না। তার সাথে এটি স্কামার কি না বা প্রতারনা করবে কি না, সে সকল তথ্য সমন্ধে জানবো।
অনলাইন থেকে টাকা ইনকাম অ্যাপ
অনলাইন আমাদের জীবনের প্রতিটি শিরায় শিরায় ঢুকে পড়েছে। তার সাথে এই অনলাইনের ব্যবহার যেমন ব্যপক হয়ে উঠেছে, তেমন আবার আমরা এখান থেকে ক্ষতিগ্রস্থও হচ্ছি।
অনলাইন আমাদের জীবনের বিশেষ ভাবে প্রয়োজনীয় একটি জিনিস। তার সাথে আবার অনেকেই অনলাইনকে ব্যবহার করে লক্ষ লক্ষ টাকা রোজগার করতে শুরু করেছে।
সম্প্রতি দেখা যাচ্ছে, যারা অনলাই থেকে টাকা রোজগার করতে পারে, তারাই সমাজে সবচেয়ে বেশি টাকার মালিক হয়েছে। তারা সবচেয়ে ভালো ভাবে টাকা রোজগার করতে পারে। আর এটি অনেক সহজেই কাজ করে টাকা আয় করা যায়। তবে এখানেও কিছু বিশেষ ভাবে সমস্যার কারন হয়ে দাড়াচ্ছে।
আমরা বিশেষ ভাবে আমাদের এই অনলাইন পত্রিকায় অনলাইন ইনকামের সকল তথ্য শেয়ার করি। তাই আপনিও যদি অনলাইনে ইনকাম করতে ইচ্ছুক হন, তাহলে আমাদের ফলো করে রাখতে ভুলবেন না।
সম্প্রতি অনলাইনে অনেক প্রকারের ইনকামের উপায় ব্যপক সাড়া ফেলেছে। তার মধ্যে অন্যতম ফরসেজ, টেলিগ্রাম সহ ইত্যাদি। আমরা আগেই টেলিগ্রাম থেকে ইনকাম করার বিষয়ে আপনাদের জানানোর জন্য পোস্ট লিখেছি। আর এই পোস্টে ফরসেজ থেকে ইনকামের সকল কিছুই শেয়ার করার চেষ্টা করবো আমরা।
ফরসেজ কি Forsage io কিভাবে কাজ করে
ফরসেজ আসলে একটি মোবাইল অ্যাপ। এই অ্যাপে কিছু পরিমানের টাকা দিয়ে একাউন্ট নিবন্ধন করলে কিছু পরিমানের কাজ করতে পারবেন। এর ফলে আপনার কাজের ভিত্তিতে আপনাকে টাকা দেওয়া হবে। সাধারনত দেখা যায় প্রতি মাসে ২ থেকে ৩ হাজার পর্যন্ট টাকা এই অ্যাপের ব্যবহারকারীরা ইনকাম করতে পারে।
এটি সাধারন ভাবে অনেক জনে অনেক আপনাকে অনেক কিছু বুঝিয়ে দিতে চেষ্টা করবে। তার পরে আবার আপনাকে কিছু আজব আজব তথ্য দিয়ে তারা বোঝানোর চেষ্টা করবে। কারন এখানে প্রতিটি রেফারের জন্য বেশ ভালো পরিমানের একটা কমিশন দেওয়া হয়।
ফরসেজ কি স্ক্যাম সাইট
আসলে ইনভেস্ট করা মানে ই তারা আপনার টাকার উপর থেকে আপনাকে লাভ দেওয়ার চেষ্টা করে। তার মানে আপনি যদি কোথাও ইনভেস্ট করেন তাহলে সেখানে সাবধান হয়ে ইনভেস্ট করবেন। আমি বলি বা অন্য কেউ সুন্দর করে আপনাকে বুঝিয়ে বলুক, তাতে আপনি বিশ্বাস করবেন না। আপনি সেখানে ইনভেস্ট করার আগে নিশ্চিত হন যে কত টাকা, আর সেখানে প্রতিদিনের ইনকাম কত পরিমানে। সব শেষে আপনি হিসেব করবেন যে এই টাকা উঠাতে আপনার কত দিন পর্যন্ত সময় লাগবে।
যদি এমন হয় যে আপনার ইনভেস্ট করা টাকা তুলতেই আপনার কয়েকমাস পর্যন্ত কাজ করতে হবে, তাহলে দয়া করে সেখান থেকে দুরে থাকুন। কারন যতই বলুক সে স্কামার নয়। তবে সে যখন আপনার টাকার উপর থেকে আপনাকে ইনকাম দিতে ব্যর্থ হবে, তখন সেই কম্পানি স্কাম করতে বাধ্য।
কেননা কেউ ই আপনাকে তার পকেটের টাকা দিতে রাজি নয়। তাই যদি মনে করেন যে সপ্তাহক্ষানি সময় কাজ করতে পারলেই আপনি আপনার মুলধন হাতে নিতে পারবেন, তাহলেই আপনি সেখানে ইনভেস্ট করতে পারেন।
তবে যদি এক সপ্তাহের মধ্যেও কোন ধরনের স্কামের শিকার হতে হয় কখনো। তাহলে সেটা মেনে নিবেন, আর পরবর্তি কোথাও থেকে হিসেব করে সেই টাকা তুলবেন এবং মুলধনের সাথে যোক করে নিবেন। ব্যবসার মানেই সেখানে মুলধন ঠিক রাখা জরুরি।
ফরসেজ কি স্ক্যাম সাইট কিনা সেটা আর নতুন করে বলতে বাকি রইল না। তবে সেখানেও আপনি সারা জিবন কাজ করতে পারবেন না। তাই ইনভেস্ট করতে পারেন, তবে সেই টাকা প্রথম সপ্তাহের মধ্যে উশুল করে নিতে হবে, তার জন্য সারাদিন কাজ করা লাগলেও করবেন।
ফরসেজ থেকে ইনকাম
ফরসেজ থেকে ইনকাম হয় তিন প্রকারের। এখানে বিভিন্ন প্রকারের প্লান কিনে নিতে হবে। আমার জানামতে বেশি টাকার প্লান কিনলে এখানে বেশি ইনকাম করা সম্ভব। আর কম টাকার প্লানে কাজ করে করে অল্প অল্প টাকা আয় করা যায়।
উল্লেখ্য আমরা আমাদের এই অনলাইন পত্রিকায় কাউকে প্রমোট করার জন্য কখনোই কোন নিউজ প্রকাশ করি না। আমরা শুধু আপনাদের জানানোর জন্য সকল নিউস শেয়ার করে থাকি।
তাবিজ বিক্রেতা
সাধারনত এই সকল কাজকে অনলাইনের বড় ইনকাম সোর্স থেকে তাবিজ বিক্রেতার নামে পরিচয় দেওয়া হয়ে থাকে। কেননা একবার একজনে এখানে একাউন্ট করে ফেললে তার প্রায় ৩ হাজার টাকার মতো খরচ করতে হয়। যা তার উশুল করতে প্রায় কয়েক বছর সময় যেতে পারে।
তবে এখান থেকেইনকামের অন্যতম মাধ্যম হলো রেফার লিংক মার্কেটিং করা। অর্থাৎ আপনাকে তারা একটা বিশেষ লিংক দিবে, যেটা ব্যবহার করে আপনি কাউকে এই অ্যাপে টাকা ইনভেস্ট করাতে পারলেই আপাকে সেখান থেকে কিছু টাকা কমিশন হিসেবে দেওয়া হবে।
আর যখন আপনি এই রেফার লিংক মার্কেটিং করা শুরু করবেন, আপনার ইনভেস্ট করা ৩ হাজার বা তারচেয়ে বেশি টাকার উশুল করতে, তখন আপনাকে ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, হোয়াটঅ্যাপ সহ বিভিন্ন সোস্যাল মিডিয়ায় তাবিজ বিক্রেতাদের মতো পোস্ট করতে হবে এবং যারা আপনার দেওয়া সত্য বা মিথ্যা প্রশংশায় ভেসে আপনার লিংকে একাউন্ট করবে এবং সেখানে ইনভেস্ট করবে, তার উপর থেকে আপনি কিছু টাকা কমিশন পাবেন।
আপনি কষ্ট করে, মানুষ খুজে খুজে তাদের সাথে কথা বলবেন, তার পরে তাদের সত্য- মিথ্যা বুঝিয়ে বুঝিয়ে ফরসেজ অ্যাপে ইনভেস্ট করাতে আগ্রহী করবেন এবং সেই মানুষগুলো আপনার লিংক ব্যবহার করে ইনভেস্ট করবে। সেখান থেকে আপনি সামান্য মাত্রায় কমিশন পাবেন আর বাকি টাকা কম্পানি কাজ না করেই ইনকাম করে নিবে।
এজন্যই এই বিশেষ ভাবে চালাকি করার প্রশংসা ফরসেজ কম্পানিকে অন্যান্য কম্পানি করে থাকেন। তাই বলা হয় এটি বিশ্বের সেরা কিছু চালাক এবং অল্প কাজে ইনকামের সেরা মাধ্যম।
যা ই হোক অনলাইনে অনেক ভালো ভালো ইনকামের সাইট পাওয়া যায়। সে সকল সাইটে আপনি কোন রকম ইনভেস্ট ছাড়াই ইনকাম করতে পারবেন। বিশেষ করে টেলিগ্রাম থেকে আমাদের গ্রুপের সবাই ১০ হাজার থেকে ১ লক্ষ পর্যন্ত টাকা আয় করতে সক্ষম হয়েছে।
আপনারা আমাদের অনলাই ইনকামের সকল খবর পেতে আমাদের সাইটে ফলো করে রাখতে পারেন। তাহলেই আপনি সকল অনলাইন ইনকামের খবর পাবেন। আমাদের হোয়াটঅ্যাপে ফলো করুন।
Minhas