নতুন সাধীনতার সুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের অনলইন বাংলা পত্রিকা Bangla vor এর নতুন পোস্ট শুরু করলাম। আমরা আমাদের এই পোস্টে আপনাদের সাথে ফ্রিল্যান্সিং বিষয়ে আলোচনা করবো। আমাদের আজকের টপিক ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো ।
আমরা প্রতিনিয়ত ই আমাদের এই ওয়েবসাইটে অনলাইন ইনকাম এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়ের পোস্ট এবং নিউস দিয়ে থাকি। তাই আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের এই সাইটের নটিফেকেশন চালু করে রাখাবেন। আর আমাদের সকল পোস্ট সবার আগে পেতে আমাদের হোয়াটঅ্যাপে ফলো করে রাখুন।
আজ যেহেতু আমরা ফ্রিল্যান্সিং বা আমাদের দেশের কিছু মানুষের আবেগময় ক্যারিয়্যার নিয়ে পোস্ট করবো, তাই এই বিষয়ে সম্পুর্ন বিষয় তুলে ধরতে চাইবো। তাই পোস্ট টা একটু বড়ো হতে পারে। তবে আশা করি এই পোস্টটা শেষ পর্যন্ত পড়লে আপনার আর কোন কিছু জানার বাকি থাকবে না। ফ্রিল্যান্সিং শেখার আগে ফ্রিল্যান্সিং কি সে বিষয়ে জানতে হবে।
ফ্রিল্যান্সিং কি
ফ্রিল্যান্সিং একটি ইংরেজি শব্দ। আমরা এই শব্দকে বুঝে থাকি অনলাইন থেকে ইনকাম করার কোন একটা বিষয়। তবে ফ্রিল্যান্সিং অর্থ মুক্ত পেশা। এর আভিধানিক অর্থে বোঝালে, আপনি নিজের ইচ্ছে মতো কাজ করবেন নিজের মতো আয় করবেন। আপনার কোন কম্পানি বা সরকারের আয়ত্বাধীন থাকতে হবে না তার সাথে আপনার উপর কেউ কাজের জন্য চাপ প্রয়োগ করতে আসবে না। নিজের কাজ নিজের মনের মতো নিজে ই করবেন নিজের ইনকাম নিজের কাছেই থাকবে।
তবে আমরা অর্থ আর আভিধানিক অর্থে ফ্রিল্যান্সিং সমন্ধে জানলেও আমাদের কাছে মুল বিষয়টা অনুপস্থিত। আমি যদি আমার ভাষায় আপনাদের ফ্রিল্যান্সিং কি তা বলে বোঝাই তাহলে আপনারা ভালো ভাবে বুঝতে পারবেন। আমার ভাষায় হলো, আপনা কোন না কোন একটি কাজে খুব দক্ষ। আপনি আপনার দক্ষতা অনুযায়ী অন্য কারো কাজ করে দিবেন এবং কাজের বিনিময়ে আপনাকে টাকা দেওয়া হবে। বিষয় টা কিছুটা শ্রমিক বা কৃষকের মতোন।
আপনি শ্রমিক হয়ে থাকলে, আপনি যে কাজটা ভাল দক্ষতা রাখেন, ভালোভাবে করতে পারেন, সেই কাজটা যার করানো প্রয়োজন সে আপানাকে দিয়ে কাজটি করিয়ে নিবে এবং পতিশ্রুতি হিসেবে আপনাকে টাকা দিবে। আবার কৃষক বিষয়ে ধরলেও, কোন একজন কৃষক অন্য জনের জমিতে কাজ করে দেয় কাজ শেষে জমির মালিক কৃষকের কাজের বিনিময়ে টাকা দিয়ে থাকে। ঠিক ফ্রিল্যান্সিং ও এমন ভাবে ই কাজ করে।
তবে অনলাইনে আমরা যে কাজ করি, এটি আমরা ফ্রিল্যান্সিং হিসেবে চিনে থাকি। এটি সাধারনত কম্পিউটার বিষয়ক কোন না কোন কাজকে বোঝায়। আমাদের কাছে ফ্রিল্যান্সিং এর অনেকগুলো কাজ আছে। যে কাজগুলো করে আমরা ফ্রিল্যান্সিং করতে পারি বা অনলাইন থেকে আয় করতে পারি।
ফ্রিল্যান্সিং কত প্রকার
সর্বপরি ফ্রিল্যান্সিং ১ প্রকার। আমরা অনেকে আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং এর মধ্যের পার্থক্য না বুঝে ২টোকে এক করে ফেলি। তবে ফ্রিল্যান্সিং আমি উপরে বুঝিয়ে দিয়েছি। আর আউটসোর্সিং হলো, আমরা যে কাজ করে ইনকাম করবো, সেই কাজ যিনি করাবেন তার এই করানোর মাধ্যমকে ই আউটসোর্সিং বলে। মানে যদি কৃষকের উদাহরনে যাই, আমরা যে জমিতে কাজ করলাম, সেই জমির মালিক হলো আউটসোর্সার, আর আউটসোর্সার যে কাজটা আমাদের দিয়ে করিয়ে নিলেন, সেই কাজটাই আউটসোর্সিং।
তবে যদি ফ্রিল্যান্সিং কাজ কত প্রকার বিষয়ে জানতে চান, তাহলে সেটা বলা অসম্ভব প্রায়। কারন কয়েক হাজার কাজ আমরা ফ্রিল্যান্সিং প্লাটফর্মে দেখে থাকি। তবে আপনাদের সুবিধার জন্য জনপ্রিয় কিছু কাজের লিস্ট দিলাম।
ফ্রিল্যান্সিং কাজ কত প্রকার ও কি কি
শত শত বা হাজার হাজার কাজ ফ্রিল্যান্সিং প্লাটফর্মে পাওয়া যায়। কিন্তু সহজে করা যায় এবং ভালো ইনকাম এমন কাজ ই সবাই করতে চায়। তার উপর নতুন অবস্থায় যে কাজ বেশি বেশি পাওয়া যায় সে সকল কাজ শেখাই ভালো।
আর বিশেষ করে আমাদের বাংলাদেশ সহ ভারত, পাকিস্তানের যে সকল ফ্রিল্যান্সারগন আছে, তারা সবাই যে সকল কাজ সহজে করা যায় বেশি বেশি কাজ পাওয়া যায় এবং ভালো ইনকাম সে সকল কাজ করে থাকেন। আর আমিও সে সকল কাজের বিষয়ে আপনাদের কাছে লিস্ট দিলাম। তবে এই পোস্টের পরবর্তি পর্বে আমরা আপনার ক্যারিয়্যারে যে সকল কাজ শিখলে ভালো হবে, সে সকল কাজ নিয়ে আলোচনা করবো। সে জন্য আমাদের সোস্যাল মিডিয়া সহ আমাদের গুগল নিউস এবং সাইটের নটিফেকেশন চালু করতে পারেন। তাহলেই সবার আগে পোস্টগুলো পেয়ে জাবেন।
সবচেয়ে জনপ্রিয় এবং সহজে করা যায় বেশি বেশি ইনকাম করতে পারে, এমন সকল ফ্রিল্যান্সিং কাজের লিস্ট বা ফ্রিল্যান্সিং প্রকারভেদ এই লিস্টে থাকছে।
- প্রগ্রামিং
- গ্রাফিক্স ডিজাইন
- কন্টেন্ট রাইটিং
- ভিডি এডিটিং
- মার্কেটিং
- এস ই ও
- ওয়েব ডিজাইন
- ক্যাম্পেইন ও অ্যানালাইজ
- এনিমেশন তৈরি
- ভয়েস ওভার
তবে এখানেই শেষ নয়। এর প্রতিটি ক্যাটাগরি বা বিষয়ের মধ্যে আরো শত শত ভাগ আছে। আজ এই পোস্টে আপনাদের মুল টপিক দেখে নিজের মনের কাছ থেকে জেনে নিবেন যে কোন কাজটি আপনার পছন্দের আর আপনি করতে চান। এর পরের পোস্টগুলোতে এই সকল বিষয়ের মধ্য আরো গভিরের আলোচনা করবো, সেখান থেকে আপনার কাজটি শুরু করতে পারবেন। আর আগামী সকল পোস্টে একটা একটা বিষয়ে আলোচনা করা হবে।
মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো
মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শেখার বিষয়ে অনেকে জানতে চায়। তবে তাদের বলে রাখা ভালো, আপনি চাইলে মোবাইলটি বিক্রি করে সেই টাকার মধ্যে আরো ভালো একটা ল্যাপটপ পেয়ে জাবেন। তাহলে আর কেন মোবাইল দিয়ে করতে যাবেন। আর এটা তো সত্য যে, মোবাইল দিয়ে যদিও ফ্রিল্যান্সিং করতে পারবেন তবে তা ল্যাপটপ বা পিসি দিয়ে করার মতো কখনোই হবে না। আর যতটুকু পারবেন তা ও কঠিন হয়ে যাবে।
আপনি যদি কোন কারনে মোবাইল বিক্রি করতে না পারেন বা পিসি ল্যাপটপ কিনতে সক্ষম না হন, তাহলে আপনি মোবাইল দিয়ে অন্যান্য কাজ করে আয় করতে পারেন। কেননা আপনি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শিখতে গেলে কষ্ট ও বেশি করবেন আবার ভালো ফলাফল ও পাবেন না। কাজ পেতেও কঠিন হয়ে যাবে।
অনেক সময় দেখা যায় অনেকে মোবাইলের উপর নির্ভর করে কাজ করার চেষ্টা করে। কিন্তু কঠিন বোধ করে কিছুদিনের মাথায় হাল ছেড়ে দিতে বাধ্য় হয়। তাই মোবাইলের যোগ্য কাজটি মোবাইল দিয়ে করাই ভালো, যা করা যায় না তা নিয়ে ব্যার্থ হওয়ার কারন বেরে যেতে পারে।
মোবাইল দিয়ে ভিডিও দেখে ইনকাম করার জন্য আমাদের অন্য পোস্ট আছে এবং মোবাইল দিয়ে ডায়রেক্ট লিংক শেয়ার করে আয় করার পোস্ট ও দেখতে পারেন।
তার পরেও যদি আপনি মোবাইল দিয়ে শিখতে চান, বা পরে পিসি ল্যাপটপ কিনে কাজ করতে চান, তাহলে আপনি গ্রাফিক্স বা আরো কিছু কাজ করতে পারেন। এই মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করার বিষয়ে আমি আগামিতে পোস্ট করার চেষ্টা করবো। তাই আমাদের সাথেই থাকুন।
ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো
আপনাকে সু সাগতম বাংলাদেশে। বাংলাদেশ ,ইন্ডিয়া, পাকিস্তানের মানুষ ই প্রায় ফ্রিল্যান্সিং জগৎটা দখল করে রেখেছে। তবে সম্প্রতি বাংলাদেশে ফ্রিল্যান্সারের সংখ্যা বেশি হয়ে গেছে তাই কোর্সের ব্যাবসাটা ভালোই জমিয়ে তুলেছে। আমি তেমন কিছু এই বিষয়ে এখন বলবো না, এই বিষয়ে লম্বা আলোচনা করা দরকার তাই আগামীতে ভালো করে আলোচনা করবো।
তবে বলে রাখা ভালো, আমাদের সাইটের সকল পোস্ট পড়লে, আপনি সহজে বুঝতে পারবেন যে, কি কাজ কোন একাডেমি থেকে শিখলে ভালো ফলাফল পাবেন আর কোন কম্পানি বা একাডেমির কোর্স শুধু টাকা নিয়ে ই ব্যবসা মাত্র। চাইলে নিজের টাকা খরচ করার আগে আমাদের পোস্টগুলো একটু পড়ে নিতে পারেন।
এই পোস্টে বিশেষ করে আমি বিশেষ কোন কম্পানি কে রেফার করলাম না, কেননা আপনি কি ধরনের কাজ করবেন সেই ধরনের কাজ কোন কম্পানি থেকে অর্থ এবং কাজের যোগ বিয়োগ করে ভালো ফলাফল পাওয়া যাবে সেই কাজের জন্য আমরা ভালো একাডেমি সাজেস্ট করবো। তার উপর বলে রাখা ভালো, বেশি বেশি ব্লগ পোস্ট করেন আর লং ভিডিওগুলো দেখুন, সেখান থেকে ভাল কিছু শিখতে পারেবেন।
I very delighted to find this internet site on bing, just what I was searching for as well saved to fav