ভয়াবহ বন্যায় বাংলাদেশ ৪টি জেলা

0
225
ফেনীর বন্যা পরিস্থিতি
ফেনীর বন্যা পরিস্থিতি

ফেনী, নোয়াখালী এবং কুমিল্লা জেলাসহ খাগড়াছড়ি চট্টগ্রামের কিছু অঞ্চলে বন্যায় ভয়াবাহ রূপ ধারন করেছে। ফেনীর ৭০ টির ও বেশি গ্রাম ডুবে যাচ্ছে পানির নিচে।

সম্প্রতি ভারতের আয়ত্বাধীন থাকায় ত্রিপুরা ডুম্বুর বাধ খুলে দিয়েছে ভারত। সেজন্য হঠাৎ পানি বেড়ে শুরু হয়েছে সাধারন মানুষের ভয়াবাহ দুরঅবস্তা। মুহুরী নদীর উপর দিয়ে বয়ে যাচ্ছে পানি। নদীর বিপদসীমী ভেদ করে পানি ঢুকে পরেছে লোকালয়ে।

ফনীর ভয়াবাহ অবস্থায় সেখানকার দুভিত্বদের উদ্ভার করাও প্রায় অসম্ভব হয়ে উঠেছে। সেখানকার মানুষের দেওয়া তথ্য অনুযায়ী ভয়াবাহ স্রোতের জন্য নৌকা টলার দিয়ে চলাচল অসম্ভব প্রায়। আর বড় ধরনের জাহাজ ও নদীর সীমার বাইরে নেওয়া সম্ভব নয়।

সেজন্য সেখানকার সাধারন মানুষকে উদ্ধার করতে হেলিকপ্টরের বিশেষ প্রয়োজন বলে জানিয়েছেন তারা।

এই বন্যা অল্প সময়ের মধ্যেই আরো ভয়াবাহ হয়ে আশে পাশের জেলায় প্রভাব ফেলবে খুব তারাতারি এমনটা ধারনা করা হচ্ছে। তাই এর কিছু একটা উত্তম ব্যবস্থা দাবী সকলের ই।

বাংলাভোরের সকল খবর পেতে আমাদের হোয়াটঅ্যাপে ফলো করে রাখুন। এবং গুগল নিউসে ফলো করে রাখার অনুরোধ রইল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here