Tuesday, January 21, 2025
No menu items!
Homeঅনলাইন ইনকামTelegram২৬ তারিখ কি হবে - কোটি কোটি টাকার হিসাব।

২৬ তারিখ কি হবে – কোটি কোটি টাকার হিসাব।

২৬ তারিখ কি হবে এমন প্রশ্ন জাগার পেছনে মুল কারন হলো বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই টিকটকের মতো সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দ্বায়ী। আজ বাংলা ভোর অনলাইন পত্রিকা থেকে আপনারা ২৬ তারিখ কি হবে সে সকল ঘটনা সমন্ধে জানতে পারবেন।

ক্রিপ্টোকারেন্সি হলো বিশ্বের সবচেয়ে বড় টাকার খেলার নাম। এখানে মানুষ পকেটের নগদ টাকার নোট দিয়ে ভার্চুয়াল বা কাল্পনিক টাকার সংখ্যা কিনে রাখে। যা সামান্য সময়ের মধ্যে কোটি কোটি টাকায় পরিনিত হতে পারে, আবার সামান্য মুহুর্তেই ভ্যানিশ হয়ে যেতে পারে।

ক্রিপ্টো কারেন্সি নামক টাকার খেলাটা যতটা লাভজনক ততটাই ভয়াবাহ। বিশ্বের প্রায় ৯০ ভাগ ধনী ব্যক্তি ই এই ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টো কয়েন নিয়ে কাজ করে, তাই তারা প্রতি মুহুর্তেই ধনি হতে পারে।

আপনি হয়তো কোখনো না কখোনো বিটকয়েন, লাইটকয়েন, নট কয়েন, টোন কয়েন সহ ইত্যাদি কয়েনের কথা শুনে থাকবেন। এগুলো আসলে ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টো কয়েনের কিছু প্রকারভেদ বা সহজ ভাষায় বলে চলে ক্রিপ্টোকারেন্সির কিছু কম্পানি।

এই ক্রিপ্টোকারেন্সির কম্পানির মাধ্যমেই মুলত টাকা লেনদেন করা হয় এবং কেউ লাভবান হয়, কেউ কেউ ক্ষতিগ্রস্ত বা লস করে।এই বিষয়ে আপনি আমাদের ক্রিপ্টোকারেন্সি নিয়ে লেখা সকল পোস্টগুলো দেখতে পারেন।

২৬ তারিখ কি হবে – 26 tarikh ki hobe

বলা চলে ২৬ তারিখ কোটি কোটি টাকার হিসেব নিকেস হবে। কারন ২৬ তারিখ নতুন একটি ক্রিপ্টোকারেন্সি কয়েন বা কম্পানি মার্কেটে আসতেছে। এখানে তারা ২৬ তারিখে সকল ক্রিপ্টোকারেন্সি অ্যাপে লিস্ট হবে এবং সেখানে সবাই লেনদেন করতে পারবে।

তবে এটি বাংলাদেশি কোন কম্পানি নয়। কিন্তু তবুও এই ২৬ তারিখ বাঙালিদের কাছে ঈদের দিনের মতো হয়ে গেছে। এটি সাধারনত টিকটক করে এমন সকল মানুষের ভিউ পাওয়ার কারন হয়ে দাড়িয়েছে। আপনারা আগেও দেখেছেন বাংলাদেশে ছোট ছোট ঘটনাকেও বাংলাদেশেরে টিকটকার গুলো বড় বিষয়ে প্রস্তুত করেছে।

আসলে যখন কোন ক্রিপ্টো কয়েন বা ক্রিপ্টো কম্পানি মার্কেটে লিস্ট হয়। তখন সেটি সবাইকে জানাতে এবং সেটি প্রচার করতে তারা বিভিন্ন আয়োজন করে থাকে। ঠিক তেমন ই এই কম্পানিটিও একটি বিশেষ আয়োজন করেছে।

এই কম্পানিটি হলো hamster kombat আমি জানি না এই ওয়েবসাইট টা কি আসলেই এই কম্পানির কি না। তবে যা ই হোক। এরা সবাইকে অনেক দিন ধরে বিভিন্ন গেম খেলে বা অন্যান্য কাজ করে কিছু পয়েন্ট জমা করার সুযোগ দিয়েছিল। যা তারা তাদের কম্পানির প্রচার করার জন্য করেছিল।

এবং এই জমা করা কয়েন বা পয়েন্টের উপরে ভিত্তি করে বিশেষ কিছু hmster টোকেন দিবে। যা সাধারন জনগন পেলে সেটি বিক্রি করে কিছু পরিমানে ডলার নিতে পারবে।

বিশষটি অনেকটা নতুন বাড়ি, দোকান বা অন্যকিছু উদ্বোধন করলে মিষ্টি খাওয়ানোর মতোন। যাতে সেখানে মানুষের আনাগোনা বেশি হয়।

কিন্তু ২৬ তারিখে এই গেম খেলে পাওয়া পয়েন্টগুলো বিক্রি করে টাকা নিতে পারবেন। তবে আসলে তারা যেমন ভাবে কোটি পতি হওয়ার স্বপ্ন দেখতেছে, বিষয়টা তেমন কোটি পতি হওয়ার নয়। যদি আগে পাওয়া কম্পানিরগুলোর মতো হয়. তবুও একেক জন ১০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারে। কিন্তু পরিচ্ছিতি অনুযায়ী সেটা আরো অনেক কম হওয়ার সব্ভবনা রয়েছে।

তবে সাধারনত টিকটকে ভিডিও ক্রিয়েটর রা ভিউ কামানোর আশায় এমন সকল ধরনের ভিডিও প্রচার করে সাধারন মানুষকে বিভ্রান্ত করে থাকে। তাই এই ২৬ তারিখে কি হবে সেটি এখন মহান প্রশ্নে পরিনিত হয়েছে

কারা পাবে ২৬ তারিখে টাকা- আপনিও কি জয়েন করতে পারেন?

আসলে যারা এতোদিন ধরে গেম খেলে পয়েন্ট গুছিয়ে রেখেছে, তারাই এই কম্পানির দেওয়া টাকাগুলো পাবে। তবে এখন যদি কেউ নতুন করে জয়েন করে, সে টাকা পাবে বলে মনে করা হয় না। কারন কম্পানিটির দেওয়া সকল বিধি বিধান এই অল্প সময়ে পুরন করা সম্ভব নয়।

সাধারনত টিকটকার রা নিজেদের ফলো ধরে রাখতে বা আপনাকে এই কম্পানিতে জয়েন করিয়ে সে কিছু পয়েন্ট বোনাস পেতেই বর্তমানে আপনাকে এই কম্পানিতে জয়েন করতে বলবে। তবে এটি থেকে বিরত থাকতে পারেন।

সাধারনত কম্পানি থেকে টাকা কম দিলেও সেটি ডলারে দেওয়া হয়। তার পরে যখন আমাদের দেশের মুদ্রায় নেওয়া হয় তখন সেটি ভালো একটি পরিমানের রুপ ধারন করতে সক্ষম হয়।

আপনি চাইলে এই ধরনের আগামিতে যারা টাকা দিবে, সে সকল কম্পানিতে জয়েন করে রাখতে পারেন। তাহলে আগামি মাসে আপনিও ১০ হাজার থেকে ১ লক্ষ পর্যন্ত টাকা পেতে পারেন। তাছাড়াও এই মাসে সুধু ২৬ তারিখে নয়। আরো কয়েকটি কম্পানি টাকা দিচ্ছে, সেখানে ২৬ তারিখের থেকেও বেশি টাকা দিবে। তবে সেগুলো এটার মতো এতোটা লোভনীয় নয় তাই সাধারন টিকটকরারদের কাছে পৌছায় নাই।

তবে এগুলো সমন্ধে সকল আপডেট পেতে এবং মাসে ভালো পরিমানে ইনকাম করতে আমাদের সাথে থাকতে পারেন। আমরা সকল আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WhatsApp Group Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর

- Advertisment -