সম্প্রতি সোস্যাল মিডিয়ায় এখটি ভাইরাল ইস্যু হয়ে এসেছে বিভিন্ন সত্য মিথ্যা খবর চালিয়ে দেওয়া। সাধারন মানুষের বুঝতেও কষ্ট হয় যে কোনটা সত্য আর কোনটা মিথ্যে। তবে আমরা আপনাকে সহজেই জানাতে পারি যে কোনটি সত্য আর কোনটি মিথ্যে নিউস। আপনারা আমাদের সাথে থাকতে আমাদের হোয়াটসঅ্যাপ এবং গুগল নিউসে ফলো করে রাখুন।
আপনারা হয়তো সবাই কম বেশি দেখে থাকবেন, যে সোস্যাল মিডিয়ায় একটি তথ্য খুব ভাইরাল হয়েছে, সেখানে বলা হচ্ছে, আগামি ৭ দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগ পত্র জমা দিতে বাংলাদেশ সেনা বাহিনীর কাছে বিশ্ব জাতিসংঘ থেকে চিঠি পাঠানো হয়েছে।
আর ৭ দিনের মধ্যে এই পদত্যাগ পত্র জমা না দিতে পারলে, শেখা হাসিনাকে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে বা না দিতে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ ভাবে নিষিদ্ধ করা হবে। আরো এমন কিছু কিছু বিষয়ে গুজব দেখা যাচ্ছে।
আর এই গুজবগুলো সব আল জাজিরা সংবাদ থেকে এই বিষয়ে জানানো হয়েছে- এমন টা দাবি করা হচ্ছে। তবে আসলে আল জাজিরা এমন কোন সংবাদ প্রচার করেনি।
তাছাড়া শেখ হাসিনা যে পদত্যাগ করেছে, এমন কোন বিষয়েও আমরা ভেরিফাই করতে পারি নাই। তাই শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে আমরা নিশ্চিত কোন বিষয়ে জানি না।
তবে গুজব ছড়ানো বা গুজব নিয়ে বিশ্বাস করা থেকে বিরত থাকুন। এটি ধর্মের থেকে যেমন নিষিদ্ধ। তেমন আবার এটি সমাজ এবং ব্যাক্তি জীবনের সমস্যার কারন হয়ে দাড়াতে পারে।
Hello friends, iits wonderfu post about teachingand fully explained, kep iit upp alll thee time.