Sunday, November 10, 2024
No menu items!
HomeBanglaDesh News -বাংলাদেশের খবরবিকাশ থেকে অমুক বলছি! বন্যা ব্যবসায়ী

বিকাশ থেকে অমুক বলছি! বন্যা ব্যবসায়ী

আন্দোলনের খবর
আন্দোলনের খবর

হ্যা ঠিক ই ধরেছেন। বিকাশ থেকে বলা ইউটিউবারদের নিয়ে আমাদের এই খবরটি প্রকাশ। যখন দেশে রক্তের বন্যা বয়ে যায়, তখন তারা বিকাশ থেকে বলে না। অথচ যখন পানির বন্যা বয়, রখন সব মানবতার ফেরিওয়ালা হয়। মনে হয় এদের মানবতার ফেরিওয়ালা বলে ভুল করলাম। এরা তো আসলে মানবতার ব্যাবসাওয়ালা।

যেখানে আন্দলনে ঝাপিয়ে পড়া তো দুরের কথা। একটা প্রতিবাদি পোস্ট দিতেও ভয় পাচ্ছে, তাদের আবার জাতি ভুলে যেতে পারে নাকি। আমরা এই আন্দোলনকে ঘিরে নতুন একটা সমাজ চিনতে পারছি। আমরা জানতে পেরেছি কে মানবতা ওয়ালা আর কে বন্যা ব্যাবসায়ী। পকেটের টাকা তো দুরের কথা, মানুষকে ডোনেট করার কথা বললেও এই অন্দোলনে কোটি মানুষ কোটি কোটি টাকা ডোনেট করতো। যা এই শিক্ষার্থীদের খাবর ও চিকিৎসার কাজে ব্যাবহার করতে পারতো।

কিন্তু আমরা পরিচ্ছিতি উল্টো দিকে যেতে দেখেছি। আমি যানি না তারা কি আসলে ভয় পায় , না কি তারাও কোটা নিয়ে ইউটিউবে সফল হয়েছে। আমার খুব জানতে ইচ্ছে করে, এরা কি মনে করে কোটা বিরোধী আন্দোলন কোন সরকার বিরোধী বা কোন সরকার পন্থি আন্দোলন। খুব অবাক লাগে যেখানে সকল সাধারন মানুষ নিজেদের বিলিন করে দিচ্ছে, সেখানে তারা একটা কথা বলতেও সাহস পাচ্ছে না।

এখন এখানে আমাদের করনীয় আছে, আমরা জানতে চাই যে, তাদের সরকার বা তাদের কোন বাপ দাদা আছে কি না, যারা ফলো করে রাখলে তাদের ভিডিওতে ভিউ হবে, তাদের ফলো দিয়ে ই মিলিয়ন ফলোর মালিক হবে। আমরা জানতে চাই বন্যার টাকা কি তাদের নেতারা দিচ্ছে কি না, না কি সাধারন মানুষের ডোনেট করা টাকা ছিল সেগুলো।

যা ই হোক, আমদের মিশন শুরু করতে হবে। শুধু রক্তের মিসিল নিয়ে রাজপথে থাকলেই হবে না। থাকতে হবে অনলাইনেও। রাখতে হবে রেমিটেন্স বন্ধ। হতে হবে সোচ্চার। আমরা এখন থেকে নতুন করে, দেখে দেখে সেই সকল ইউটিউবারদের এবং মিডিয়াকে আন ফলো করবো, যারা আমাদের পক্ষে নেই। যারা চুপ করে আছে।

মনে রাখতে হবে, জালিমের সময়ে চুপ থাকা মানে জালিমের পক্ষে থাকা। আমরা মানুষ চিনতে আগে ভুল করে থাকলেও, নতুন করে আর ভুল করতে চাই না। সেজন্য আনফলো সাথে ব্লক মিশন শুরু করতে হাবে।

আর সেই সাথে বলে দেওয়া উচিৎ, বাংলাদেশ সরকার থেকে এখন ক্ষমা চাওয়া হচ্ছে। সরকারের প্রধান মন্ত্রি ও আলোচনায় বসতে চাইছে, তবে তা কোটা বিরধী আন্দোলনের সম্বনায়করা প্রত্যাক্ষান করেছে। সামনে আরো অনিদৃষ্ট সময়ে চলতে পারে এই আন্দোলন। জানি না দেশের কত পরিমান ক্ষতির সম্মুক্ষীন হতে হবে, আর কত হাজর ছেলে কে হারাতে হবে।

তবে যা ই হোক, কঠিন পরিক্ষায় জয়ো হয়েছি। আশা রাখি এর একটা ভালো ফলাফল সয়ং স্রষ্টা দিবেন। আর সাথে আমাদের সকল খবরগুলো সবার আগে পেতে আমাদের গুগল নিউজ প্রফাইলে ফলো করে রাখর অনুরোধ করলাম। ফলো করতে এখানে ক্লিক করুন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর

Recent Comments