পনি লাগবে পানি পানি! পানি ওয়ালা মুগ্ধ মরেনি বাংলাদেশ থেকে। বেচে আছে কোটি বাঙালির বুকের মধ্যে। একজন সফল ফ্রিল্যান্সার, একজন মেধাবী ছাত্র, একজন সফল সমাজ সেবক, একজন সফল আন্দোলনকারী ছেলে। নির্বিচারে অন্যায়হীন পুলিসের টার্গেটিক গুলিতে মারা গেছে।
তবে মরে যায়নি কোটি বাঙালির হৃদয় থেকে। এখনো বেচে আছে আমাদের সবার মাঝে। সকল সত্যের সৈনিকের কাছে, যারা দেশের জন্য লড়াই করতেছে। আমরা সবাই চিরদিন তাকে মনের মধ্যে রেখে দিতে বাধ্য। সারা জীবন এক পানিওয়ালা ,এক পানির ফেরিওয়ালাকে আমাদের ইতিহাসে যায়গা করে দিব।
সম্প্রতি আন্দোলনের কোন এক অংশে এক আলেম পানির বোতল সহ কিছু বিস্কুট নিয়ে রিক্সায় করে ঘুরে বেড়াচ্ছে আর সবার কাছে ডেকে ডেকে বলতেছে, “আমি মুগ্ধ পানি লাগবে কারো পানি পানি” যা আমাদের মনের ভেতর এখনো বেজে ওঠে।
কেউ কেউ শুনেই মুগ্ধের সৃতি নিয়ে উতপ্ত হয়ে ওঠে। শেষের জন্য অপেক্ষা করে। ইনশা আল্লাহ এই লড়াইয়ে মুগ্ধের দলই তাদের সুলক্ষে পৌছাবে। আর চিরদিন মানুষ পানি নিয়ে বিতরন করার সময় ডেকে ডেকে বলে উঠবে “আমি মুগ্ধ পানি লাগবে কারো পানি পানি” আমরা এটি সুনবো।
সফল তো তারাই হয়, যারা সত্যের সাথে থাকে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে। আমরাও সবাই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে চাই।
আমাদের মুল লক্ষ জমুনা টিভির মতো, আল জাজিরার মতো সবার কাছে সত্য তুলে ধরা। তাই সবাই আমাদের ফেসবুক সহ সকল সোস্যাল মিডিয়ায় ফলো দিয়ে সাথে থাকুন। এবং আমাদের গুগল নিউজ প্রফাইলেও ফলো দিয়ে রাখুন।