Sunday, November 10, 2024
No menu items!
HomeBanglaDesh News -বাংলাদেশের খবরবাংলাদেশের ১নম্বর FTP সার্ভার icc ftp server নতুন ভার্সন

বাংলাদেশের ১নম্বর FTP সার্ভার icc ftp server নতুন ভার্সন

আপনারা যারা ওয়াইফাই ইন্টারনেট ব্যাবহার করেন, আমি আশা করি প্রায় সকলেই FTP সার্ভারের সাথে পরিচিত আছেন। যারা Ftp সার্ভার চিনেন না, তাদের ও বলে দিব এই সুবিধা যনক সার্ভার সমন্ধে, তাই পুরো পোস্টটি শেষ পর্যন্ত পড়তে থাকুন।

ftp server

FTP সার্ভার এক ধরনের ওয়েবসাইটের নাম বলা চলে, আর যারা অনলাইন সমন্ধে, বিভিন্ন ওয়েবসাইট ও সার্ভার সমন্ধে জানেন তাদের ভালো করে বোঝানো সম্ভব। প্রতিটি ওয়াইভাই প্রভাইটর কম্পানি ই তাদের ইউজারদের বিশেষ সুবিধা দেওয়ার জন্য নিজেদের একটা সার্ভার বা ওয়েবসাইট তৈরি করে।

যারা সার্ভার সমন্ধে ভালো জানে, তাদের বলি, ওয়াইফাই কম্পানিগুলো তাদের নিজস্ব একটা কম্পিউটার এর মাধ্যমে একটা অফলাইন স্টোরেজ শুধু মাত্র তাদের ওয়াইফাই লাইনের আয়ত্বাধীন করে মাইক্রোটিক ব্যাবহার করে ইউজারদের সুবিধা দিয়ে থাকে।

নিজস্ব সার্ভার বা কম্পিউটার থেকে ডেটা বা ফাইল শেয়ার করার জন্য বিশেষ সুবিধা তাদের কম্পানির ইউজার রা পেয়ে থাকে। বিশেষ করেঃ

  • দ্রুত লোডিং
  • বেশি বা ভাল স্পিডে ডাউনলোড
  • শুধু নিজস্ব ব্যাবহারকারী ছাড়া অন্য কোন কম্পানি বা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে প্রবেশ করতে না পারায় লোডিং কম হয়
  • বিনা খরচেই সব ধরনের জিনিস পাওয়া যায়
  • নতুন পুরান মুভি খুব সহজেই পাওয়া যায়
  • কম্পানির নিজস্ব সার্ভারে থাকায় কপিরাইট জনিত ঝামেলা মুক্ত থাকে
  • আরো ইত্যাদি বিষয়ে

আমরা আগামিতে পোস্ট করে দিব দেশের সকল নেটওয়ার্কের ftp সার্ভার নিয়ে। তবে আজ শুধু এই icc ftp server নিয়ে পোস্ট করার কারন হলো , এই সার্ভারটা বেশি জনপ্রিয় এবং প্রতিনিয়ত সকল আপডেট পাওয়া যায় তাই এটি নিয়ে আমাদের বিশেষ ওয়োজন।

আমি আশা রাখি, আপনাদের সবার কাছে, এই পোস্টটি খুব ই ভালো লাগবে। আর এটি থেকে আপনারা অনেক বেশি উপকারী হবেন। আর এই ধরনের সকল নিউজ বা পোস্ট পেতে আমাদের সোস্যাল মিডিয়ায় জয়েন করে রাখুন।

icc ftp server new update

আপনারা জানেন যে, সকল ftp server তাদের নিজস্ব নেটওয়ার্ক ছাড়া ব্যাবহার করা যায় না। তবে আজ আমাদের নতুন এই আপডেট সমন্ধে বলবো। তার আগে যানা দরকার হলো, ftp সার্ভারে কিন্তু শুধু মুভি , সিরিজ নয় সাথে আরো কিছু সুযোগ পাওয়া যায়। তবে ২০২৪ এ এসে আমাদের দুনিয়া এতোটা উন্নত যে, আমাদের ftp সার্ভারের মুভি সিরিজ ছাড়া আর কিছু ই লাগে না।

তাই আজ আমরা আমাদের কাঙ্খিত জিনিস টা নিয়ে আপনাদের আপডেট টা জানিয়ে দিব। আশা রাখি আপনারা অনেক উপকৃত হবেন। আজকের কাঙ্খিত বিষয় হলো ICC নতুন মুভি সার্ভার। এই সার্ভারটি কিন্তু যে কোন নেটওয়ার্ক ব্যাবহার করেই চালানো যাবে।

Icc Ftp New Server https://zflixco.com/

এই সার্ভারটি সকল নেটওয়ার্ক থেকে চালানো যাবে, তবে icc নেটওয়ার্ক দিয়ে ব্যাবহার করলে অনেক ভালো ফলাফল পাবেন। তার সাথে দ্রুত ভিডিও প্লে এবং দ্রুত ডাউনলোড হবে।

এবং যদি আপনি icc পুরাতন সার্ভার ব্যাবহার করতে চান, তাহলে আপনি http://10.16.100.244/ এটি ব্যাবহার করতে পারেন। তবে এই লিংক বা IP টি শুধু icc নেটওয়ার্কের আয়ত্বাধীন থাকলেই ব্যাবহার করতে পারবেন।

আপডেট FTP সার্ভারের আরো কিছু সুবিধা

এই নতুন সার্ভারটি ব্য়াবহার করে, টিভিতে মুভি টিভি শো প্লে করতে পারবেন। মোবাইলে প্লে করেও টিভির সাথে কানেক্ট করে চালাতে পারবেন। পুরাতন সার্ভারটি অনেক বেশি লোড নিতো, যা এই সার্ভারে সমাধান পাবেন।

এখানে মুভি বা যেকোন ভিডিও প্লে করলে মোবাইল হ্যাক করবে না। অনেকগুলো ফর্মেটে ভিডিও প্লে করা যায়। 4K, 8K, 1080px, 720px, 420px সাইজের। সাথে বিভিন্ন ভাষায় ডাবিং করা ও পাবেন। এই সকল সাইজ এবং ভাষায় ডাউনলোড করতে পারবেন।

বিশেষ করে, আগের সার্ভারে ভিডিওগুলো অনেক বেশি ভারি বা ফাইল সাইজ বড় হইতো। যা এখন কম্পাস করে ছোট করে দেওয়া হয়েছে। আগে ৫-৭ জিবি প্রতিটি মুভি ছিল, যা এখন ১-২ জিবিতে নামানো হয়েছে। তবে ফাইল এর রেজুলেশন কোন পরিবর্তন হয়নাই।

আগে ভিডিওগুলো সকল প্লেয়ারে সাপোর্ট করতো না। তবে এখন এটি ডাউনলোড করে সকল প্লেয়ারে ই সাপোর্ট করবে এবং প্লে করা যাবে। তাই নিশ্চিন্তে ই এই নতুন সার্ভার ব্যাবহার করতে পারেন।

এই সার্ভারে মুভির জন্য আবেদন করা যাবে। এবং প্রায় ১০ হাজারেরও বেশি মুভি আমি দেখেছি। খুব দ্রুত ই এই সার্ভারে কাজ শেষ করতেছে এই কম্পানি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর

Recent Comments