Saturday, January 25, 2025
No menu items!
Homeধর্ম২০২৫ সালের রমজান কত তারিখ এবং 2025 সালের রমজানের ক্যালেন্ডার

২০২৫ সালের রমজান কত তারিখ এবং 2025 সালের রমজানের ক্যালেন্ডার

রমজান মুসলমানদের ধর্মিয় একটা উচ্চতর আয়োজন এবং বিশেষ মাসের নাম। আসলে রমজান একটি আরবি মাসের নাম। তার সাথে মুসলমানদের বিশেষ আয়োজন মানে, এই মাস ইসলাম ধর্মের একটি ইবাদাতের মাস।

এই মাসের বিশাল ফজিলত বা গুন রয়েছে। তবে আজ আর আমরা সেই বিশেষ গুন সমন্ধে জানাচ্ছি না। আমাদের এই বাংলা ভোর অনলাইন পত্রিকার মধ্যে ই পাবেন। তাই আশা করি ইসলামিক সকল বিষয়ে নিউজগুলো পেতে আমাদের পত্রিকার নটিফেকেশনটি চালু করে রাখুন।

২০২৫ সালের রমজান কত তারিখ

রমজানের আশাটা মুসলমানদের কাছে অত্যান্ত খুশির একটা খবর। যা শোনার জন্য এক রমজান শেষ হওয়ার পরে থেকেই অন্য রমজানের জন্য অপেক্ষা করতে থাকে। তার সাথে আবার রমজানের আগমনে মুসলমান রা প্রচন্ড খুশি হয়ে থাকে।

সেই জন্য ই আমরা আপনাদের সাথে রমজানের সু খবরটা দিতেছি। ২০২৫ সালে আগমন রমান রয়েছে। যদিও আরবি আর ইংরেজি মাসের কিছুটা ব্যাবধান রয়েছে। ইংরেজি মাস সূর্যের ভিত্তিতে হয়, আর আরবী মাসটা চাদের ভিত্তিতে গননা হয়ে থাকে, এর ফলে প্রতি অর্ধ শতাব্দিতে ১ বছর বেড়ে যায় ফলে মুসলমান ধর্মে ইবাদাত করতে পারে।

২০২৫ সালের রমজান ২ মার্চ রবিবার থেকে শুরু হবে। এটা ১৪৪৬ হিজরি সনের রমজান মাস। এই রমজান যেহেতু চন্ড্র মাসের উপর ভিত্তি করে গননা হয়। তাই এখানে ১ দিনের আগ পাছ হতে পারে।

২০২৫ সালের রমজান ঈদ কত তারিখ

২০২৫ সালের রমজান ঈদ কত তারিখ তা ও সবাই জানতে চায়। তাইন আমরা ২০২৫ সালের রোজার সাথে আবার ২০২৫ সালের রমজান ঈদ কত তারিখ তাও উপস্তিত করলাম।

২০২৫ সালের রমজান ঈদ ৩১ শে মার্চ। তবে যেহেতু এটা আরবি মাসের উপর ভিত্তি করে গননা করা হয়। তাই এখনো পর্যন্ত ভিন্ন ভিন্ন ক্যালেন্ডারে ভিন্ন ভিন্ন ভাবে উপস্থাপিত রয়েছে। আমরা রমজানের নিকটবর্তি সময়ে আরো স্পস্ট করে তারিখটা জানিয়ে দিব। তাই আপনারা আমাদের গুগল নিউসে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলো করে রাখুন। হোয়াটসঅ্যাপ চ্যানেল।

এটা আবার ঈদ উল ফতর নামে পরিচিত। এই ঈদ উল ফিতর ২০২৫ সালের ৩১ সে মার্চে অনুষ্ঠিত হবে। তবে এটি চাদের উপরে নির্ভর্শীল। তাই এই তারিখের ২ – ১ দিন বেশি কম হতে পারে।

2025 সালের রমজানের ক্যালেন্ডার

2025 সালের রমজানের ক্যালেন্ডার
2025 সালের রমজানের ক্যালেন্ডার

রমজানের ক্যালেন্ডারটা আমাদের বিশেষ প্রয়োজন হয়। বিশেষ করে যারা রমজানের জন্য ক্যালেন্ডার প্রিন্ট করে তাদের বেশি দরকার হয়। তাই ইসলামিক পত্রিকা হিসেবে আমরা এটি প্রকাশ করতেছি। তবে এটি যেহেতু চাদের উপরে ভিত্তি করে গননা হয়, তাই এর নির্ধারিত তারিখ আপাতত সঠিক ভাবে দেওয়া সম্ভব নয়। ২-৩ দিন আগে পিছে হতেও পারে।

তবে এই ক্যালেন্ডার আমরা সময়ের সাথে বার বার আপডেট করবো, সেই আপডেট তারিখ সমন্ধে জানতে শুধু মাত্র আমাদের হোয়াটস্যাপে জয়েন করুন। সেখানেই সকল আপডেট পেয়ে জাবেন। আমাদের হোয়াটসঅ্যাপ।

রমজানের সময় সূচি 2025

রমজানের সময় সূচি 2025 এখানে দেওয়া হলো। এটি বাংলাদেশের ঢাকা শহরের অনুযায়ী দেওয়া হয়েছে। আপনি যদি বিশেষ ভাবে রমজানের সময় সূচি 2025 আপনার শহরের জন্য প্রয়োজন মনে করেন, তাহলে দয়া করে এখানে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা আপনার শহরের উপর ভিত্তি করেও রমজানের ক্যালেন্ডার প্রকাশ করবো।

তবে ঢাকা শহরের সাথে সারা বাংলাদেশের ভিন্ন ভিন্ন শহরে মাত্র কয়েক মিনিট কমালে বা বাড়ালেই হবে। উক্ত নির্ধারিত মিনিট সমন্ধে নিচের অংশে তথ্য পেয়ে যাবেন।

রোজাতারিখবারসেহরী শেষইফতার
১ রমজান১ মার্চশনিবার০৫ঃ০১০৬ঃ০৫
রবিবার০৫ঃ০০০৬ঃ০৫
সোমবার০৫ঃ০০০৬ঃ০৬
মঙ্গলবার০৪ঃ৫৯০৬ঃ০৬
বুধবার০৪ঃ৫৮০৬ঃ০৬
বৃহঃবার০৪ঃ৫৭০৬ঃ০৭
শুক্রবার০৪ঃ৫৬০৬ঃ০৭
শনিবার০৪ঃ৫৫০৬ঃ০৮
রবিবার০৪ঃ৫৪০৬ঃ০৮
১০১০সোমবার০৪ঃ৫৩০৬ঃ০৯
১১ রমজান১১ মার্চমঙ্গলবার০৪ঃ৫২০৬ঃ০৯
১২১২বুধবার০৪ঃ৫১০৬ঃ১০
১৩১৩বৃহঃবার০৪ঃ৫০০৬ঃ১০
১৪১৪শুক্রবার০৪ঃ৪৯০৬ঃ১১
১৫১৫শনিবার০৪ঃ৪৮০৬ঃ১১
১৬১৬রবিবার০৪ঃ৪৭০৬ঃ১২
১৭১৭সোমবার০৪ঃ৪৬০৬ঃ১২
১৮১৮মঙ্গলবার০৪ঃ৪৫০৬ঃ১২
১৯১৯বুধবার০৪ঃ৪৪০৬ঃ১৩
২০২০বৃহঃবার০৪ঃ৪৩০৬ঃ১৩
২১ রমজান২১ মার্চশুক্রবার০৪ঃ৪২০৬ঃ১৩
২২২২শনিবার০৪ঃ৪১০৬ঃ১৪
২৩২৩রবিবার০৪ঃ৪০০৬ঃ১৪
২৪২৪সোমবার০৪ঃ৩৯০৬ঃ১৪
২৫২৫মঙ্গলবার০৪ঃ৩৮০৬ঃ১৫
২৬২৬বুধবার০৪ঃ৩৬০৬ঃ১৫
২৭২৭বৃহঃবার০৪ঃ৩৫০৬ঃ১৬
২৮২৮শুক্রবার০৪ঃ৩৪০৬ঃ১৬
২৯২৯শনিবার০৪ঃ৩৩০৬ঃ১৭
৩০৩০রবিবার০৪ঃ৩১০৬ঃ১৭
উপরক্ত সময়টি ঢাকা জেলার ভিত্তিতে দেওয়া হয়েছে। তবে এর সাথে সামান্য সময় বাড়িয়ে বা কমিয়ে নিলেই আশেপাশের জেলাগুলোর সময় পেয়ে জাবেন। সেজন্য নিচের ছকটি লক্ষ্য করুন।

আমরা খুব তারাতারি আমাদের সোস্যাল মিডিয়ায় রমজানের সময়সুচি দিয়ে তৈরি করা ক্যালেন্ডার শেয়ার করবো। তাই সাথে থাকার বিশেষ অনুরোধ রইল।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WhatsApp Group Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর

- Advertisment -