Sunday, November 10, 2024
No menu items!
Homeঅনলাইন ইনকামডায়রেক্ট লিংকে ১০০০+ ভিউ সোর্স প্রতিদিন online income bangladesh

ডায়রেক্ট লিংকে ১০০০+ ভিউ সোর্স প্রতিদিন online income bangladesh

আমরা অনেকেই টাকা আয় করতে চাই অনলাইনে কাজ করে। তবে সঠিক গাইড না পেয়ে আমরা অনলাইন থেকে আয় করতে সক্ষম হই না। তাই আমি আমাদের এই অনলাইন বাংলা পত্রিকা বাংলা ভোর এর নিয়মিত অলাইন ইনকাম বিষয়ের পোস্ট থাকবে। আমাদের নিয়মিত পোস্টগুলো পেতে আমাদের সোস্যাল মিডিয়ায় ফলো দিয়ে রাখুন এবং গুগল নিউসে ফলো দিন।

আমাদের প্রতিদিনের অনলাইন ইনকাম সমন্ধে সকল পোস্ট পেতে চাইলে আমাদের সাইটের নটিফেকেশন চালু করে রাখতে পারেন। আমি আশা করি এই নটিফেকেশন চালু করে রাখলে আপনাদের অনেক অনেক উপকার হবে।

অনলাইন থেকে অনেক উপায়া আয় করা যায়। তবে আমি এই পোস্টে খুবই সহজ একটা টপিক শেয়ার করবো। আমি আজ ও পর্যন্ত বাংলাদেশে কোন অনলাইন পত্রিকা বা ব্লগে কোউকে এই বিষয়ে কথা বলতে দেখি নাই। কিন্তু আমরা এই গোপন ট্রিকস টা শেয়ার করতেছি, আশা করি এখান থেকে অনেক ভালো পরিমানে ইনকাম করতে পারবেন।

ইনকামের প্রথম ধাপ

আমরা টাইটেলে ই বলে রেখেছি, আমরা আজ যে ভাবে আয় করার বিষয়ে জানতে চলেছি, সেখানে ডায়রেক্ট লিংক থেকে ইনকাম হবে। কিন্তু এই ডায়রেক্ট লিং কোথায় পাবে, বা কোন কম্পানির থেকে নিলে ভালো হবে আর কি কি স্টেপ ফলো করতে হয়।

ডায়রেক্ট লিংক হলো এমন এক ধরনের লিংক, যেটার আমরা সাধারন লিংকের মতোই দেখি, তবে এর মধ্যে একটি সাইট বা পেজে লোড হওয়ার পরিবর্তে একেক সময় একেক লিংক ওপেন হয়। আর এটাই আমদের ইনকাম এর কারন। সাধারনত ডায়রেক্ট লিংক বলতে কোন লিংক থেকে অটোমেটিক অন্য লিংকে চলে যাওয়াকে বোঝায়।

তবে আমরা যে লিংক দিয়ে ইনকাম করবো, এখানও অটোমেটিক কম্পানি থেকে আমাদের শেয়ার করা লিংকের মধ্যে বিভিন্ন কম্পানির বিজ্ঞাপন লিংক শেয়ার করবে। তখন আমাদের লিংকে শেয়ার করলে পরে আমাদের লিংক থেকে অন্য বিজ্ঞাপন লিংকে নিয়ে যাবে এবং আমরা সেখান থেকে আমাদের অ্যাড একাউন্টে টাকা পেয়ে যাবো।

এখানে একটা কথা বলে রাখা ভালো. আমাদের সাইটে লেখক নেওয়া হবে। আমাদের সাইটে কাজ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের হোয়াটস্যাপে জয়েন করুন।

আমাদের ডায়রেক্ট লিংক থেকে ইনকাম করার জন্য আমাদের বিশেষ একটা পথ অবলম্বন করতে হয়। আমাদের কোন একটা কম্পানির সাহায্য নিয়ে সেখান থেকে আমরা সহজেই লিংক নিতে পারি, এবং আমরা সেই লিংক শেয়ার করলেই হবে। আমরা লিংক সেয়ার করলে সেখান থেকে ক্লিক করলে বাকি কাজ কম্পানি করে দিবে। আর আমাদের কমিশন আমাদের একাউন্টে জমা হয়ে যাবে।

আমাদের এই ডায়রেক্ট লিংক নিয়ে অনেক কম্পানি কাজ করার সুযোগ দিয়ে থাকে। আমাদের কাছে সাধারনত ২ টা কম্পানি অনেক অনেক জনপ্রিয়। আর আমাদের সাথে যারা কাজ করে তারা সবাই ই আমাদের এই ২ টি রিকমোন্ট সাইট থেকে আয় করে। আমাদের রিকমেন্ট সাইট হলোঃ

  1. adsterra
  2. monitag

আমি আশা করি এই সাইট ২ টি থেকে আপনারাও আমাদের টিমের মতো ইনকাম করতে সক্ষম হবেন। আমাদের সকল সাহায্য এবং আপডেট পেতে আমাদের হোয়াটস্যাপে জয়েন করে রাখতে পারেন।

কিভাবে লিংকে ভিসিটর নিবেন

গত একটা পোস্টে আমরা আমাদের অনলাইন থেকে ইনকাম করার একটা বিশেষ পোস্ট করছিলাম। সেখানে বিশেষ একটা সাইট শেয়ার করেছিলাম। আমাদের সেই পোস্টে teaserfast.ru এই সাইট টি আমরা ১ নম্বারে রেখেছিলাম। তবে আপনি এই ধরনের যে কোন PTC সাইট নিয়ে কাজ করতে পারেন।

আপনারা চাইলে এই সাইটে আপনি পে করতে পারেন ভিসিটর পেতে, তবে আমি সেটা কখনোই সাজেশন দেব না। আমি বলবো, প্রতিদিন মাত্র ৫-১০ টা ছোট ছোট ভিডিও দেখলেই কয়েক রুব ইনকাম হয়ে যাবে। আর প্রতি রুব দিয়ে ১০ টা করে ভিউ নিতে পারবেন। ভিউ নেওয়ার জন্য usa, uk, canada, germany সহ বেশি CPC, CPM দেয় যে সকল দেশ সেই সকল দেশ টার্গেট করে ক্যাম্পেইন চালু করে রাখবেন।

প্রতিদিন ১০-২০ রুব দিয়ে ক্যাম্পেইন চালু করে রাখলেই আপনি ১০০-২০০ ভিউ পাবেন, তাতে ২০ ডলার সিপিসি থাকলে আপনি ১-৫ ডলার ইনকাম করতে সক্ষম হবেন। তবে প্রথম ৫-৭ দিন কম থাকে , তাই প্রথম দিকে কম দেখে হার মেনে গেলে হবে না। আর অবশ্যই কমপক্ষে ৫-১০ রুব দিয়ে প্রতিদিন ক্যাম্পেইন করবেন। কারন কম কম ভিউ হলে বেশি সিপিএম পাবেন না। আর ১-২ দিন বাকি পরলেই কিন্তু আবার কমে যেতে পারে।

বিশেষ সতর্কতা হিসেবে বলে রাখা ভালো, অবশ্যই ডায়রেক্ট লিংকগুলো কোন একটা লিংক শর্টনার দিয়ে লিংকটা কাস্টমাইজ করে শর্ট করে দিবেন। শর্ট করার জন্য Short URL ব্যবহার করতে পারেন।

তবে আমি adsterra নিয়ে কাজ করতে শাজেস্ট করি। কারন এই সাইটে বেশি ইনকাম বেশি আর ঝামেলা কম। এই সাইটের বিশেষ একটি ভালো দিক হলো, এই সাইটে ৫ ডলার হলেই পেমেন্ট নিতে পারবেন। তাছাড়াও আমরা ১২ ডলার থেকে ৭৬ ডলার পর্যন্ত প্রতি হাজার ভিউর থেকে পেয়ে থাকি। এতো বড় এমাউন্ট আর কোন সাইট থেকে পাওয়া যায় না, অন্য সকল সাইট থেকে মাত্র ৩০ ডলার সর্বোচ্চ পাওয়া যায়।

এবং এই সাইটগুলো নিয়ে কাজ করতে যদি আপনাদের বিশেষ কোন সমস্যা হয়ে থাকে, তাহলে আমাদের সাথে হোয়াটঅ্যাপে – যোগাযোগ করুন। আমরা আপনাদের সর্বোচ্চ সাহায্য করবো। এবং আমাদের সকল সোস্যাল মিডিয়ায় ফলো দিয়ে রাখতে পারেন। আমাদের সাথে থাকলে আমরা বিভিন্ন সময়ে আমাদের টিমে নিয়োগ দিয়ে থাকি, সেখানে কাজ করার সুযোগ পাবেন।

আগামি পোস্টে এই সাইটের থেকে ইনকামের আরো বড় একটা সিক্রেট বিষয় শেয়ার করবো। আমি সেখান থেকে অনেক বেশি টাকা আয় করেছি। তাই সেই পোস্ট পেতে চাইলে আমাদের সাইটে ফলো করে রাখুন, আমাদের গুগল নিউসে ও ফলো করে রাখতে পারেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর

Recent Comments