দাদ হলে কি খাওয়া নিষেধ

0
61
দাদ হলে কি খাওয়া নিষেধ
দাদ হলে কি খাওয়া নিষেধ

দাদ বা দাউদ বিভিন্ন এলাকা ভিত্তিক নামের পার্থক্য লক্ষ্য করা যায়। ইতোমধ্যে আমরা দাদের চিকিৎসা সমন্ধে পোস্ট লিখে রেখেছি। সেখানে দাদ ভালো করার বিভিন্ন ওষুধ ও ঘরোয়া চিকিৎসা সমন্ধে জেনে নিতে পারেন।

এই বিশেষ দাদ রোগের চিকিৎসা হওয়ার সাথে সাথে দাদের ক্ষেত্রে যে সকল খাবারের ফলে দাদের সংক্রোমন বেড়ে যেতে পারে সেগুলো থেকে দূরে থাকাই উচিৎ। এজন্য আপনাদের জানানো। এই পোস্টে দাদের রোগের ক্ষতিকর এবং নিষিদ্ধ খাবারের তালিকা দেওয়া হলো।

দাদ হলে কি খাওয়া নিষেধ

দাদ হলে কিছু কিছু খাবার খাওয়ার মাধ্যমে দাদের সংক্রোমণ বেড়ে যেতে পারে। কেননা কিছু কিছু খাবারে ভেতরে থাকা বিশেষ উপাদানের কারনে চুলকানি ও এলার্জি সমস্যা বেড়ে যায় ফলে দাদেও চুলকানি বাড়ে এবং এটি ধীরে ধীরে ছড়িয়ে পড়তে পারে।

  • মিষ্টি ও চিনি ছত্রাকের বৃদ্ধি করে
  • দুধ ও দুগ্ধজাত খাবার ছত্রাক সংক্রমণ বাড়ায়
  • ফাস্ট ফুড ও প্রক্রিয়াজাত খাবার
  • অ্যালকোহল ও কার্বোনেটেড ড্রিংকস
  • বেশি তৈলাক্ত ও ভাজাপোড়া খাবার

দাদ রোগের জন্য উপকারী খাবার কি কি

দাদ রোগের ক্ষেত্রে কিছু কিছু খাবার বেশ উপকারী। এই সকল খাবার খাওয়ার মাধ্যমে দাদ রোগের সংক্রোমণ কমাতে পারে। এবং এই দাদের জীবানুগুলো ধংশ করতে পারে।

  • রসুন
  • টক দই
  • সবুজ শাকসবজি
  • তুলসি ও হলুদ
  • বেশি পানি পান করা

দাদ রোগের থেকে মুক্তির উপায় কি

দাদ বিষয়ে বেশ তথ্যমূলক পোস্ট আমাদের সাইট থেকে পেতে পারেন। সার্সে দাদ লিখে পোস্টটি পেতে পারেন। আর দাদের বিষয়ে লেখা পোস্টের মাধ্যমে আপনি দাদের ভালো চিকিৎসা পেতে পারেন।

সেই সাথে দাদের জন্য ডাক্তারের সাথে পরামর্শ করে ভালো চিকিৎসা করাই সব থেকে উত্তম। সেই সাথে বিশেষ কিছু প্রয়োজনিয় অ্যাকশ নেওয়া উচিৎ।

  • আক্রান্ত স্থান শুষ্ক ও পরিষ্কার রাখুন
  • ব্যাক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখুন
  • অ্যান্টিফাঙ্গাল ওষুধ ব্যবহার
  • কাপড়ে সুস্থ ও অসুস্থ্য দের ভিন্ন রাখুন
  • সংক্রোমিত স্থান সুস্থ দেহ ও অপরদের থেকে দূরে রাখুন
  • খাবারের তালিকা সঠিক করুন
  • অনুপোযোগি ওষুধ ও অন্যান্য ক্রিম ,সাবান এড়িয়ে চলুন

এই সকল স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমাদের সাইটোর নটিফেকেশন চালু করে রাখতে পারেন। এবং নিচের হোয়াটসঅ্যাপে ফলো করে রাখতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here