বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল সিমের মধ্যে বাংলালিংক অন্যতম অবস্থানে রয়েছে। তাই আমাদের দেশে বাংলালিংকে বেশ দারুন দারুন সব অফার পাওয়া যায়, এজন্য দেশের বিভিন্ন শ্রেনীর মানুষের কাছে বাংলালিংক সিম বেশ জনপ্রিয় হয়ে অবস্থান করে নিয়েছে।
বাংলালিংক সিমের এই জনপ্রিয়তার ফলে তার সমন্ধে সাধারন মানুষের বিশেষ অনেক ধরনের তথ্য জানতে হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে মিনিট দেখার ও বিভিন্ন ধরনের মিনিট প্যাক কেনার কোড। আর আজকের বাংলা ভোর অনলাইন পত্রিকার মাধ্যমে আমরা আপনাদের বাংলালিংক মিনিট সংক্রান্ত সকল তথ্য শেয়ার করবো।
banglalink minute check
বাংলিংক সিম যারা ব্যবহার করেন তাদের জন্য অনেক ভালো ভালো মিনিটের অফার থাকে। দেশের পরিচ্ছিতি ও কারনে টাকা বা মূল ব্যালেন্স দিয়ে কথা বলতে গেলে অনেক বেশি পরিমাণে খরচ হয়ে থাকে। এজন্য মিনিটের অফার কিনতে হয়।
বাংলালিংক সিমে যখন আপনি মিনিট কিনবেন, তখন সেই মিনিটের হিসেব রাখতে বা সেই মিনিটের ব্যালেন্স সমন্ধে জানতে সরাসরি মাই বাংলালিংক অ্যাপে যেতে পারেন, সেখান থেকে খুব সহজেই মিনিটের ব্যালেন্স সহ সকল ব্যালেন্স সমন্ধে জেনে নিতে পারবেন।
এছাড়াও বাংলালিংক সিমের মিনিট চেক করার জন্য বিশেষ কিছু কোড ব্যবহার করতে পারেন। তার মধ্যে সবচেয়ে হেল্পফুল কোড হলো *121*100# এই কোডের মাধ্যমে আপনি বাংলালিংক সিমের সকল ব্যালেন্স ও ব্যলেন্স তথ্য পেয়ে যাবেন।
banglalink balance check code
বাংলা লিংকের টাকার ব্যালেন্স চেক করার জন্য সরাসরি *124# ডায়াল করতে পারেন। একই সাথে বাংলালিংকের মিনিট ব্যালেন্স, ইন্টারনেট ব্যালেন্স ও টাকার ব্যলেন্স সমন্ধে জানতে *121*100# ডায়াল করতে পারেন। কারন এই এক কোডে বাংলালিংকের সকল প্রকারের ব্যালেন্স জানতে পারবেন।
banglalink minute offer
বাংলা লিংকের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ছোট বড় মিনিট ও ইন্টারনেট অফার থাকে, সেগুলো সমন্ধে আমরা জানতে না পারায় সেই অফারগুলো আমরা কিনতেও পারি না আর ব্যবহার করতেও পারি না।
এজন্য বাংলালিংকের সেরা কিছু মিনিট অফার শেয়ার করা হলো, এই অফারগুলো আপনিও ব্যবহার করতে পারেন। অফারগুলো একটিভ করার প্রয়োজনীয় কোডসহ দেওয়া হয়েছে।
বাংলালিংক মিনিট অফার
বাংলালিংক সিমের সেরা কিছু মিনিটের অফার সমন্ধে জানিয়ে দেওয়া হলো। আশা করি এই মিনিট অফারগুলো পেয়ে আপনারা অনেক খুশি হবেন।
অফার | মেয়াদ | মূল্য |
---|---|---|
২০ মিনিট | ২৪ ঘণ্টা | ১৪ টাকা |
৭০ মিনিট | ৪ দিন | ৪৭ টাকা |
১৫০ মিনিট | ৭ দিন | ৯৭ টাকা |
৪৫ মিনিট | ২ দিন | ২৭ টাকা |
৯০ মিনিট | ৫ দিন | ৫৭ টাকা |
১৬ মিনিট | ২৪ ঘণ্টা | ১২ টাকা |
১৭৫ মিনিট | ৭ দিন | ১০৭ টাকা |
৫০ মিনিট | ৩ দিন | ৩৭ টাকা |
১৯০ মিনিট | ১০ দিন | ১১৭ টাকা |
৩০ মিনিট | ২ দিন | ১৯ টাকা |
৯০ মিনিট | ৭ দিন | ৬৬ টাকা |
এছাড়াও আরো মিনিট অফারের জন্য সরাসরি আপনার মোবাইলে মাই বাংলালিংক অ্যাপে গিয়ে লগইন করে দেখে নিতে পারেন। সেখানে আপনার সিমের স্পেশাল অফার সহ সকল প্রকারের সিমের অফার দেখতে পাবেন।
সরাসরি *1100# ডায়ালের মাধ্যমেও আপনি খুব সহজে আপনার সীমের মিনিট অফারগুলো দেখতে পারেন। তার সাথে *888# ডায়াল করার মাধ্যমে আপনার সিমের স্পেশার মিনিট ও ইন্টারনেট অফারগুলো দেখতে পারেন।
বাংলালিংক সিম সহ সলকল প্রকারের সিমের ইন্টারনেট ও মিনিট অফার সমন্ধে সবার আগে আপডেট পেতে আমাদের সাইটের নটিফেকেশন চালু করে রাখতে পারেন। এবং নিচের হোয়াটসঅ্যাপেও ফলো করে রাখতে পারেন।
এই অফারগুলো পরিবর্তনশীল। তাই আমরা সর্বদা আপডেট করার চেষ্টা করি। কোন অফারে কাজ না করলে কমেন্টের মাধ্যমে জানালে সেটি আমরা আপডেট করে দিব।