Wednesday, January 15, 2025
No menu items!
Homeশিক্ষা খবর১ থেকে ১০০ পর্যন্ত বানান শেখার জন্য

১ থেকে ১০০ পর্যন্ত বানান শেখার জন্য

আমরা আমাদের বাচ্চাদের জন্য এক থেকে একশত পর্যন্ত বিভিন্ন বই থেকে শেখাই। তবে সেখানে আমাদের বিশেষ যে সমস্যা দেখা যায়, তার মধ্যে অন্যতম একটি সমস্যা হলো, সেখানে আমরা পুরাতন বানানটি শিখিয়ে থাকি। কারন একটি বানান আজ সংশোধন করা হলেও আমরা সেটি সাধারন চটি বইয়ের মধ্যে পাই না। কারন বইগুলো কয়েক বছরের জন্য ডিজাইন করা হয় এবং সেখানে প্রিন্ট করা হয়ে থাকে।

যা শেষ না হলে একটি – দুটি বানানের জন্য তারা আপনার জন্য নতুন নতুন বই করে দিবে না। তাই দেখা যায় বাচ্চারে সেই পুরাতন বানানটি পড়তে থাকে আবার সেই সাথে অন্য কোন বাচ্চা সঠিক বানানে পড়তে পারলে, সেখানে আপনার বাচ্চাটি বেয়াকুব হতে পারে।

তার সাথে যখন স্কুলে গিয়ে তার শেখা বানানে লিখে দেয়, তখন সেটি ,সংশোধিত বানানের সাথে না মেলায় সেটি ভুল বলেই গন্য করা হয়। তাই আপনি আপনার শিশুর জন্য বাংলা ভোর অনলাইন পত্রিকাটি পছন্দ করে নিতে পারেন, এখান থেকে আপনি খুব সহজেই সংশোধিত সঠিক বানানটি পেয়ে যাবেন।

আমাদের এই নিউজ ওয়েবসাইটে ফলো করে রাখতে পারেন, আমরা শিক্ষা বিষয়ক বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে যাচ্ছি, সেখান থেকে আপনারা শিক্ষা বিষয়ক সকল পোস্ট সবার আগে পাবেন, এবং বিশেষ করে সকল ধরনের শিক্ষ বৃত্তি সমন্ধেও সবার আগে জানতে পারবেন।

আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক

1 থেকে 100 পর্যন্ত বানান বাংলা

যেহেতু অংকের শতকিয়া ১ থেকে শুরু করে ১০০ পর্যন্ত একক ভাবে গননা করা হয়ে থাকে, তাই এগুলোকে ভিন্ন ভিন্ন নামেও ডাকা হয় এবং এগুলো ভিন্ন ভিন্ন বানানে লেখা হয়। আর কিছু কিছু ক্ষেত্র বিশেষ কিছু বানানের বিশেষ পরিবর্তন ও হয়ে থাকে।

তার সাথে সাময়ের সাথে কিছু বানানের পরিবর্তন তো বিশেষ ভাবে লক্ষনীয় রয়েছেই। যা পরিবর্তন করা হয় এবং সেগুলোই পরবর্তিতে চলমান হিসেবে ধরে নেওয়া হয়।

অংকে সংখ্যাবর্তমান বানানপুরাতন বানান
এক
দুই
তিন
চার
পাঁচ
ছয়
সাত
আট
নয়
১০দশ
১১এগারোএগার
১২বারোবার
১৩তেরোতের
১৪চৌদ্দচোদ্দ
১৫পনেরোপনের
১৬ষোলোষোল
১৭সতেরোসতের
১৮আঠারোআঠার
১৯উনিশঊনিশ
২০বিশ
২১একুশ
২২বাইশ
২৩তেইশ
২৪চব্বিশ
২৫পঁচিশ
২৬ছাব্বিশ
২৭সাতাশ
২৮আটাশ
২৯ঊনত্রিশ
৩০ত্রিশ
৩১একত্রিশ
৩২বত্রিশ
৩৩তেত্রিশতেতত্রিশ
৩৪চৌত্রিশ
৩৫পঁয়ত্রিশ
৩৬ছত্রিশ
৩৭সাঁইত্রিশসাতত্রিশ
৩৮আটত্রিশ
৩৯ঊনচল্লিশ
৪০চল্লিশ
৪১একচল্লিশ
৪২বিয়াল্লিশবেয়াল্লিশ
৪৩তেতাল্লিশ
৪৪চুয়াল্লিশচুচল্লিশ- চৌচল্লিশ
৪৫পঁয়তাল্লিশপাঁচচল্লিশ
৪৬ছেচল্লিশছিচল্লিশ
৪৭সাতচল্লিশ
৪৮আটচল্লিশ
৪৯ঊনপঞ্চাশ
৫০পঞ্চাশ
৫১একান্ন
৫২বাহান্নবায়ান্ন
৫৩তিপ্পান্ন
৫৪চুয়ান্ন
৫৫পঞ্চান্ন
৫৬ছাপ্পান্নছিয়ান্ন
৫৭সাতান্ন
৫৮আটান্ন
৫৯ঊনষাট
৬০ষাট
৬১একষট্টি
৬২বাষট্টি
৬৩তেষট্টি
৬৪চৌষট্টি
৬৫পঁয়ষট্টি
৬৬ছেষট্টি
৬৭সাতষট্টি
৬৮আটষট্টি
৬৯ঊনসত্তর
৭০সত্তর
৭১একাত্তর
৭২বাহাত্তর
৭৩তিয়াত্তর
৭৪চুয়াত্তর
৭৫পঁচাত্তর
৭৬ছিয়াত্তর
৭৭সাতাত্তর
৭৮আটাত্তর
৭৯ঊনআশি
৮০আশি
৮১একাশি
৮২বিরাশি
৮৩তিরাশি
৮৪চুরাশি
৮৫পঁচাশি
৮৬ছিয়াশি
৮৭সাতাশি
৮৮আটাশি
৮৯ঊননব্বই
৯০নব্বই
৯১একানব্বই
৯২বিরানব্বই
৯৩তিরানব্বই
৯৪চুরানব্বই
৯৫পঁচানব্বই
৯৬ছিয়ানব্বই
৯৭সাতানব্বই
৯৮আটানব্বই
৯৯নিরানব্বই
১০০একশতএকশ

এখানে পোস্ট করার সময়ের সঠিক বানানটি দেওয়া হলো। আমরা যতেষ্ট চেষ্টা করবো পরবর্তিতে যদি এর মধ্যে পরিবর্তন করা হয়ে থাকে, তাহলে সেটিও এখানে আপডেট করে দেওয়ার জন্য। তবুও যদি কেউ এই পোস্টের কোথাও ভুল মনে করেন, তাহলে আপনি দয়া করে আমাদের সাথে যোগাযোগ করে জানানোর চেষ্টা করুন। এবং এই পোস্টে কমেন্ট করে রাখুন।

এই ধরনের শিক্ষামুলক সকল পোস্ট পেতে আমাদের এই ওয়েবসাইটে ফলো করে আমাদের সাথেই থাকুন। আমরা আপনাদের জন্য শতভাগ সত্য খবরগুলো আপনাকে জানিয়ে দিব।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WhatsApp Group Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর

- Advertisment -