আমরা আমাদের বাচ্চাদের জন্য এক থেকে একশত পর্যন্ত বিভিন্ন বই থেকে শেখাই। তবে সেখানে আমাদের বিশেষ যে সমস্যা দেখা যায়, তার মধ্যে অন্যতম একটি সমস্যা হলো, সেখানে আমরা পুরাতন বানানটি শিখিয়ে থাকি। কারন একটি বানান আজ সংশোধন করা হলেও আমরা সেটি সাধারন চটি বইয়ের মধ্যে পাই না। কারন বইগুলো কয়েক বছরের জন্য ডিজাইন করা হয় এবং সেখানে প্রিন্ট করা হয়ে থাকে।
যা শেষ না হলে একটি – দুটি বানানের জন্য তারা আপনার জন্য নতুন নতুন বই করে দিবে না। তাই দেখা যায় বাচ্চারে সেই পুরাতন বানানটি পড়তে থাকে আবার সেই সাথে অন্য কোন বাচ্চা সঠিক বানানে পড়তে পারলে, সেখানে আপনার বাচ্চাটি বেয়াকুব হতে পারে।
তার সাথে যখন স্কুলে গিয়ে তার শেখা বানানে লিখে দেয়, তখন সেটি ,সংশোধিত বানানের সাথে না মেলায় সেটি ভুল বলেই গন্য করা হয়। তাই আপনি আপনার শিশুর জন্য বাংলা ভোর অনলাইন পত্রিকাটি পছন্দ করে নিতে পারেন, এখান থেকে আপনি খুব সহজেই সংশোধিত সঠিক বানানটি পেয়ে যাবেন।
আমাদের এই নিউজ ওয়েবসাইটে ফলো করে রাখতে পারেন, আমরা শিক্ষা বিষয়ক বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে যাচ্ছি, সেখান থেকে আপনারা শিক্ষা বিষয়ক সকল পোস্ট সবার আগে পাবেন, এবং বিশেষ করে সকল ধরনের শিক্ষ বৃত্তি সমন্ধেও সবার আগে জানতে পারবেন।
1 থেকে 100 পর্যন্ত বানান বাংলা
যেহেতু অংকের শতকিয়া ১ থেকে শুরু করে ১০০ পর্যন্ত একক ভাবে গননা করা হয়ে থাকে, তাই এগুলোকে ভিন্ন ভিন্ন নামেও ডাকা হয় এবং এগুলো ভিন্ন ভিন্ন বানানে লেখা হয়। আর কিছু কিছু ক্ষেত্র বিশেষ কিছু বানানের বিশেষ পরিবর্তন ও হয়ে থাকে।
তার সাথে সাময়ের সাথে কিছু বানানের পরিবর্তন তো বিশেষ ভাবে লক্ষনীয় রয়েছেই। যা পরিবর্তন করা হয় এবং সেগুলোই পরবর্তিতে চলমান হিসেবে ধরে নেওয়া হয়।
অংকে সংখ্যা | বর্তমান বানান | পুরাতন বানান |
১ | এক | |
২ | দুই | |
৩ | তিন | |
৪ | চার | |
৫ | পাঁচ | |
৬ | ছয় | |
৭ | সাত | |
৮ | আট | |
৯ | নয় | |
১০ | দশ | |
১১ | এগারো | এগার |
১২ | বারো | বার |
১৩ | তেরো | তের |
১৪ | চৌদ্দ | চোদ্দ |
১৫ | পনেরো | পনের |
১৬ | ষোলো | ষোল |
১৭ | সতেরো | সতের |
১৮ | আঠারো | আঠার |
১৯ | উনিশ | ঊনিশ |
২০ | বিশ | |
২১ | একুশ | |
২২ | বাইশ | |
২৩ | তেইশ | |
২৪ | চব্বিশ | |
২৫ | পঁচিশ | |
২৬ | ছাব্বিশ | |
২৭ | সাতাশ | |
২৮ | আটাশ | |
২৯ | ঊনত্রিশ | |
৩০ | ত্রিশ | |
৩১ | একত্রিশ | |
৩২ | বত্রিশ | |
৩৩ | তেত্রিশ | তেতত্রিশ |
৩৪ | চৌত্রিশ | |
৩৫ | পঁয়ত্রিশ | |
৩৬ | ছত্রিশ | |
৩৭ | সাঁইত্রিশ | সাতত্রিশ |
৩৮ | আটত্রিশ | |
৩৯ | ঊনচল্লিশ | |
৪০ | চল্লিশ | |
৪১ | একচল্লিশ | |
৪২ | বিয়াল্লিশ | বেয়াল্লিশ |
৪৩ | তেতাল্লিশ | |
৪৪ | চুয়াল্লিশ | চুচল্লিশ- চৌচল্লিশ |
৪৫ | পঁয়তাল্লিশ | পাঁচচল্লিশ |
৪৬ | ছেচল্লিশ | ছিচল্লিশ |
৪৭ | সাতচল্লিশ | |
৪৮ | আটচল্লিশ | |
৪৯ | ঊনপঞ্চাশ | |
৫০ | পঞ্চাশ | |
৫১ | একান্ন | |
৫২ | বাহান্ন | বায়ান্ন |
৫৩ | তিপ্পান্ন | |
৫৪ | চুয়ান্ন | |
৫৫ | পঞ্চান্ন | |
৫৬ | ছাপ্পান্ন | ছিয়ান্ন |
৫৭ | সাতান্ন | |
৫৮ | আটান্ন | |
৫৯ | ঊনষাট | |
৬০ | ষাট | |
৬১ | একষট্টি | |
৬২ | বাষট্টি | |
৬৩ | তেষট্টি | |
৬৪ | চৌষট্টি | |
৬৫ | পঁয়ষট্টি | |
৬৬ | ছেষট্টি | |
৬৭ | সাতষট্টি | |
৬৮ | আটষট্টি | |
৬৯ | ঊনসত্তর | |
৭০ | সত্তর | |
৭১ | একাত্তর | |
৭২ | বাহাত্তর | |
৭৩ | তিয়াত্তর | |
৭৪ | চুয়াত্তর | |
৭৫ | পঁচাত্তর | |
৭৬ | ছিয়াত্তর | |
৭৭ | সাতাত্তর | |
৭৮ | আটাত্তর | |
৭৯ | ঊনআশি | |
৮০ | আশি | |
৮১ | একাশি | |
৮২ | বিরাশি | |
৮৩ | তিরাশি | |
৮৪ | চুরাশি | |
৮৫ | পঁচাশি | |
৮৬ | ছিয়াশি | |
৮৭ | সাতাশি | |
৮৮ | আটাশি | |
৮৯ | ঊননব্বই | |
৯০ | নব্বই | |
৯১ | একানব্বই | |
৯২ | বিরানব্বই | |
৯৩ | তিরানব্বই | |
৯৪ | চুরানব্বই | |
৯৫ | পঁচানব্বই | |
৯৬ | ছিয়ানব্বই | |
৯৭ | সাতানব্বই | |
৯৮ | আটানব্বই | |
৯৯ | নিরানব্বই | |
১০০ | একশত | একশ |
এখানে পোস্ট করার সময়ের সঠিক বানানটি দেওয়া হলো। আমরা যতেষ্ট চেষ্টা করবো পরবর্তিতে যদি এর মধ্যে পরিবর্তন করা হয়ে থাকে, তাহলে সেটিও এখানে আপডেট করে দেওয়ার জন্য। তবুও যদি কেউ এই পোস্টের কোথাও ভুল মনে করেন, তাহলে আপনি দয়া করে আমাদের সাথে যোগাযোগ করে জানানোর চেষ্টা করুন। এবং এই পোস্টে কমেন্ট করে রাখুন।
এই ধরনের শিক্ষামুলক সকল পোস্ট পেতে আমাদের এই ওয়েবসাইটে ফলো করে আমাদের সাথেই থাকুন। আমরা আপনাদের জন্য শতভাগ সত্য খবরগুলো আপনাকে জানিয়ে দিব।