সম্প্রতি বাংলাদেশ আর ভারতের সম্পর্ক তেমন ভালো নেই। আমরা আজ এই নিউসে তেমন কিছু বিষয়ে আলোচনা করতে চলেছি।
বাংলাদেশের জন্য একটা ভালো পত্রিকা বানাতে চাচ্ছি আমরা। তাই দয়া করে আমাদের সকল নিউজ পড়তে আমাদের হোয়াটসঅ্যাপে ফলো করে রাখুন। আমাদের সকল খবর পড়লে আমরা টিকে থাকতে পারবো। আর না পড়লে আমরা সময়ের সাথে হারিয়ে যেতে পারি।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সাথে ভারতের বিশেষ ভাবে বানিজ্য গড়ে তুলেছিলেন। তার সাথে বাংলাদেশের বুক চিরে ভারতের ট্রেন চলাচলের সুযোগ করে দিতে চাইছিলেন। যদিও সেখানে বাংলাদেশের অধিকাংশ মানুষ রাজী ছিল না।
তবে সম্প্রতি বাংলাদেশের ছাত্র আন্দোলন এর বিশেষ কারনে সাবেক প্রধানমন্ত্রি শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যায় । কয়েকটি দেশে তাকে রাখতে চায় না ফলে সে ভারতেই অবস্থান করতে বাধ্য হয়। তবে তার কিছুদিন পরেই বাংলাদেশে বিশেষ ভাবে সরকার গঠন করা হয়।
তার পরে আবার বিশেষ ভাবে ভারতের বাধ খুলে বাংলাদেশকে তলিয়ে দেওয়া হয়। সে সকল বিষয়ে ভারতের কিছু মিডিয়া বাংলাদেশের খারাপ সময় নিয়ে সমালোচনা করে।
তার কেন্দ্র করে বলা চলে, বাংলাদেশ এবং ভারতের আগামী সম্পর্ক তেমন ভালো হবে না। সার সাথে আবার বাংলাদেশের হিন্দুদের বিষয়ে নিরাপত্তার দাবী তুলে থাকলেও, এখন পানির তলে ডুবে আছে সেই হিন্দু ধর্মের মানুষ ও মন্দির। সেখানে তাদের বিশেষ কোন উদ্দোগও নেই।
সেখানেও বলা চলে, বাংলাদেশের হিন্দুরা তাদের বিশেষ ধর্মের স্থান ভারতকে ভালোবাসলেও ভারতের কিছু মানুষকে খুবই ঘৃনা করতে শিখবে এই ঘটনার পরে। বাংলাদেশ নিয়ে ভারতের করা অপমানের জন্য বাংলাদেশের মানুষও ভারতের পতাকা সহ সকল বিষয়ে প্রচুর পরিমানে অপমান করতে শুরু করেছে। সেজন্য ভারতের পতাকারও অবস্থা খারাপ।
আমাদের সকল খবর পেতে আমাদের গুগল নিউসে ফলো করে রাখুন।
Great post.
Liink echange iis nothing ese howwever iit is just placng the other person’s web site link onn your page at suktable plsce and other person will also doo same in favor
of you.
Hellpo there! Thiis rticle couldn’t be writyen any better!
Going through this poist remines mme of mmy previous roommate!
He constanly kept talking about this. I’ll forward this post too
him. Fairpy ccertain he’s going to havbe a goood read.
Many tthanks foor sharing!