Monday, December 2, 2024
No menu items!
HomeBanglaDesh News -বাংলাদেশের খবরভাইরাল খবরঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজে ভাঙচুর ১৪ কলেজের শিক্ষার্থীদের

ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজে ভাঙচুর ১৪ কলেজের শিক্ষার্থীদের

ড. মাহবুবুর মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিত হাওলাদারের শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজে ভাঙচুর ও তাণ্ডব চালিয়েছে ড. মাহবুবুর মোল্লা কলেজ সহ ১৪টি কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, হাসপাতালটির ভুল চিকিৎসায় ড. মাহবুবুর মোল্লা কলেজেরব এক শিক্ষার্থী অভিজিতের মৃত্যু হয়।

দুপুর ১ টার দিকে এই ভাঙচুর ঘটনার সূত্রপাত। শিক্ষার্থিরা আরও অভিযোগ করে, ১০ হাজার টাকায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার বিশেষ চেষ্টা চালিয়েছিল মেডিকেল কর্তৃপক্ষ।

দুপুর ১ টার দিকে ১৪ কলেজের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী ন্যাশনাল মেডিকেল কলেজের ওপর ক্ষীপ্ত হয়। হাসপাতালের গেইটের ব্যনারসহ কয়েকটি গেট ভাঙচুর করে তারা।

এই ঘটনাকে কেন্দ্রকরে ১৪টি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। তখন ৭ জনের মতো আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তখন পুলিশের পাশাপাশি সেনা সদস্যরা সেখানে অবস্থান করে।

কোতোয়ালি থানার পুলিশ অফিসার নাসির উদ্দিন প্রথম আলো সংবাদ মাধ্যমের কর্মিদের প্রশ্নোত্তরে বলেন, সম্প্রতি ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিত হাওলাদার ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

পরে এ কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা দুপুর ১টার দিকে ন্যাশনাল মেডিকেল হাসপাতালের সামনে অবস্থান করেন। এতে পুরান ঢাকার ব্যস্ত জনসন রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।

দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে হতাহতের সময়ে শহীদ সোহ্‌রাওয়ার্দী কলেজে আজ ব্যাপক ভাঙচুর চালিয়েছেন একদল শিক্ষার্থী। তিনি আরো বলেন, বেলা ২টার পর ন্যাশনাল মেডিকেল কলেজের ভেতরে ঢুকে শ্রেণিকক্ষসহ বিভিন্ন স্থানে ভাঙচুর চালানো হয়েছে।

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সাইফুল ইসলাম নামে শিক্ষার্থী প্রথম আলোর সাংবাদিককে বলেন, তাঁদের কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদার ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পরে ওই হাসপাতালে ভর্তি হয়। পরে ‘ভুল চিকিৎসায়’ অভিজিৎ মারা যায়।

মৃত্যর জন্য দায়ী ব্যক্তিদের বিচারের দাবিতে গত বৃহস্পতিবার তাঁরা মেডিকেলের সামনে বিক্ষোভ করেন। তখন সাইফুল ইসলাম আরো দাবি করেন, ওই দিন পুরান ঢাকার কয়েকটি কলেজের শিক্ষার্থীরা তাঁদের ওপর হামলা চালায়।

সেই হামলার প্রতিবাদে আজ তাঁরা ন্যাশনাল মেডিকেলের সামনে বিক্ষোভ শুরু করেন। এ সময় আবার পুরান ঢাকার সরকারি শহীদ সোহ্‌রাওয়ার্দী কলেজসহ আরো বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা তাঁদের ওপর হামলা চালিয়েছেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WhatsApp Group Join Now
RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর