রাঙামাটি শহরে আগুন। ভয়াবাহ ভাবে পুড়লো ৫ টি ঘর। ০১ ডিসেম্বর রাতের দিকে রাঙামাটি শহরের হ্যাপির মোড় নামক এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। যানা গেছে এই আগুনের সুত্রপাত হয় রান্নাঘরের গ্যাসের চুলায় জ্বলা আগুন থেকে।
তখন আগুন নেভানোর কাজে রাঙামাটির ফায়ারসার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে, সাথে বিশেষ ভাবে পুলিশ, সেনাবাহিনী ও রেড় ক্রিসেন্টের ঘণ্টাখানেক চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণের আনতে সক্ষম হয়েছেন।
সেখানে থাকা লোকের কাছ থেকে জানা গেছে ,আক্তার হোসেন নামক এক লোকের রান্নাঘর থেকে আগুন দ্রুতই আশেপাশের ঘরগুলোতে ছেয়ে ফ। আশপাশে ঘরগুলো টিনের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে যায়।
রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, খবর পাওয়ার সাথে সাথে তিনটি ফায়ারসার্ভিসের ইউনিট গিয়ে ঘন্টাখানেকের চেষ্টাযর পরে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। এ সময় কয়েকটি ঘর পুড়ে গেছে।
এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের সুত্রপাত এবং ক্ষতির পরিমান এখনো সু নিশ্চিত করতে পারেনি। আর কোন লোকের আহত বা ক্ষতির খবর ও এখনো পাওয়া যায়নি।