কাপ্তাই বাঁধ কোথায় অবস্থিত || বাধ খুললে কোথায় পানি বাড়বে?

0
201
কাপ্তাই বাঁধ কোথায় অবস্থিত
কাপ্তাই বাঁধ কোথায় অবস্থিত

কাপ্তাই বাঁধ কোথায় অবস্থিত এই বিষয়ে বাংলা ভোর অনলাইন পত্রিকার নতুন পোস্টে আপনাদের সবাইকে সাগতম।

আমরা অত্যান্ত দুখের সাথেই এই পোস্ট টা লিখতেছি। আমরা রিসার্স করার সময়ে দেখেছি মানুষের সেখানকার অবস্থা কতটা ভয়াবাহ হতে চলেছে।

আমরা সেখানকার মানুষের দুখের সমন্ধে জানলেও সেখানকার মানুষের জন্য বিশেষ কিছুই করতে সক্ষম নয়। সুধু শ্রস্টার কাছে তাদের ভালো প্রথনাই আমরা করতে পারি।

আমরা আশা করি, বাংলাদেশের সকল স্থান থেকে, বন্যায় ক্ষতিগ্রস্থ সকলের জন্য কম বেশি কিছু করার চেষ্টা করবেন। আর আমাদের এই পোস্টগুলো শেয়ার করে মানুষকে জানতে এবং বন্যার্ত মানুষের জন্য কিছু করার জন্য উৎসাহি করতে পারেন।

কাপ্তাই বাঁধ রংপুর জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত । এই উপজেলাটি ভারতের বডার ঘেষে অবস্থিত। সেখান থেকে বাধ খুলে দিলে, রংপুরের ওই কাপ্তাই উপজেলা সহ, আসেপাশের কয়েকটি উপজেলা বিপুল ক্ষতির সম্মুক্ষীন হবে। আজ বিকেলের দিকে সম্ভবত সেখান থেকে ১৬ টি বা তার অধীক বাধ খুলে দেওয়া হয়েছে।

রংপুরে আগেও প্রচুর পানি প্রবেশ করে, সেখানকার কয়েকশতাধীক গ্রামে ডুবিয়ে রেখেছে। তার সাথে লক্ষাধীক মানুষের ভয়াবাহ জীবন যাপনের দুর অবস্থা সৃষ্টি করেছে। এই মুহুর্তে আবার কাপ্তাই বাঁধ খোলার ঘটনা সেখানে প্রচুর প্রভাব ফেলবে।

তার উপর চট্টগ্রাম এই কাপ্তাই বাঁধ থেকে মাত্র ৬৫ কিলোমিটার বা ৪০ মাইলের মধ্যে অবস্তিত। চট্টগ্রামেও আগে প্রচুর ক্ষতির দৃশ্য দেখা গেছে, আর এই কাপ্তাই বাঁধ থেকে পানি যেতে সেখানে বেশি সময় নিবে না। তার মানে আরো ভয়াবাহ অবস্থা সৃষ্টি করতে চলেছে সেখানে।

এই মুহুর্তে মহান স্রষ্টার কাছে প্রথনা ছাড়া হয়তো সবার জন্য আর কোন পথ ই নেই। বন্যার উপরে ভারতের রিতিমত কয়েকটি বাধ খুলে দেওয়ার ভয়াবাহ দৃশ্য এবং ঘরবাড়ি হারা মানুষের খাবারের অভাব। পানিতে প্রতিনিয়তই বেড়ে চলেছে মৃত্যুর সংখ্যা। তার সাথে আবার বৃষ্টির প্রভাব বেড়েই চলেছে। অন্য দিকে যে কোন সময়ে নিম্মচাপ সৃষ্টি করে হতে পারে ঝরের আভাস।

লক্ষ লক্ষ টাকার ক্ষতিতে পরবে প্রতিটি পরিবার। তার সাথে দেশের ও আর্থিক বেশ দুর্বলতার দিকে চলে যাচ্ছে।

অন্যদিকে দেশের বিভিন্ন জেলার দিকে পানি গড়াচ্ছে। অধিকাংশ জেলার সুদুর গ্রামেও দেখা দিয়েছে এই পানির প্রভাব। বেড়ে যাচ্ছে নদী নালা খাল বিলের পানি। অতি বৃষ্টির কারনে পুকুর ডোবায় ও পানি বেড়ে উঠতে শুরু করেছে।

ক্ষতিগ্রস্থ এলাকাগুলোতে গবাদী পশু সহ কৃষি ক্ষেত্রে প্রচুর ক্ষতির প্রভাব ফেলেছে। তার সাথে ব্যবসা সহ অন্যান্য বিষয়ে ও ক্ষতির ভয়াবাহ অবস্থা দেখা যাচ্ছে।

আমরা রিতিমতই আমাদের এই বাংলা ভোর অনলাইন পত্রিকায় বন্য সহ সকল প্রকার আবহাওয়া বিষয়ে নিউজ লিখে থাকি, তাই আমাদের এই সাইটের সকল খবর সবার আগে পেতে আমাদের হোয়াটসঅ্যাপে ফলো করে রাখুন।

আমাদের গুগল নিউসেও ফলো করে রাখতে পারেন।

কাপ্তাই বাঁধ কোথায় অবস্থিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here