ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া ও সময়সূচী

5
2213
ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া
ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া

আপনারা জানেন যে ঢাকা বাংলাদেশের রাজধানী। আর দেশের মানুষ রাজধানী মুখী হবে এটাই সাভাবিক বিষয়। তবে সকল স্থানে ট্রেন চলাচল থাকে না বা সকল স্থান থেকে ট্রেনে চলাচল করা যায় না। তবে রাজধানীতে যাওয়ার ট্রেন প্রায় সকল স্থানেই থাকে।

এদিকে, চট্টগ্রাম বাংলাদেশের অতি পুরোনো এবং ঐতিহ্যবাহী একটি স্থান। বর্তমান বাংলাদেশের একটি বিশেষ উল্লেখযোগ্য বিভাগও এই চট্টগ্রাম। তবে আমরা আজ পুরো চট্টগ্রাম সমন্ধে আজ পোস্ট করবো না। আজ শুধুমাত্র চট্টগ্রামের একটি বিশেষ উল্লেখযোগ্য স্থান বা উল্লেখযোগ্য জেলা কক্সবাজারের ট্রেনের ভাড়া ও সময়সূচি সমন্ধে জানাবো।

চট্টগ্রামের অন্যতম স্থান কক্সবাজার জেলা। এদিকে এই জেলার সাথে রয়েছে বানিজ্যিক বিশেষ অবস্থান। আবার এই কক্সবাজারে বেশ অনেক ফেক্টরিও আছে, তাই সেখান থেকে মানুষের চলাচল তো বেশ রয়েছেই। তার উপরে দেশের সবচেয়ে বড় একটি পর্যটনক্রেন্দ্র এই কক্সবাজার।

কক্সবাজারে দেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত রয়েছে। সেই সাথে পৃথিবীর ও অন্যতম স্থানে এই সমুদ্র সৈকতের অবস্থান। তাই দেশি ও বিদেশি প্রচুর পরিমাণে পর্যোটক আসা যাওয়া থাকে এখানে।

ঢাকা টু কক্সবাজার ট্রেন ভাড়া ও সময়সূচী

এই কক্সবাজারে ট্রেনে করে আসা যাওয়া সম্ভব। ট্রেনে আসা যাওয়ার ফলে যেমন তারাতারি চলাচল করা সম্ভব। তেমন ই ট্রেনে ভাড়া কম লাগে। অন্যদিকে আনন্দটাও বেশি থাকে। তাই কক্সবাজারের সকল ট্রেন স্টেশনের তালিকা দেওয়া হলো, এবং সেখানকার সকল টিকেট মুল্য দেওয়া হলো।

  • ঢাকা (কমলাপুর রেলওয়ে স্টেশন)
  • ঢাকা বিমানবন্দর স্টেশন
  • চট্টগ্রাম রেলওয়ে স্টেশন
  • কক্সবাজার রেলওয়ে স্টেশন
  • সাতকানিয়া স্টেশন
  • চকরিয়া স্টেশন
  • রামু স্টেশন

সাধারনত উপরের দেওয়া স্টেশনগুলোতে ঢাকা কক্সবাজারের চলতি ট্রেন বিরতি নিয়ে থাকে। তাই এই স্টেশনগুলোতে যাত্রি ওঠা নামা করে থাকে। এই স্টেশনগুলোর ট্রেন ভাড়ার তালিকা হলোঃ

শ্রেণিভাড়া (টাকা)
২য় (সাধারণ) শ্রেণি১২৫
মেইল ট্রেন১৭০
শোভন চেয়ার৫০০
এসি বার্থ১,৭২৫

বিভিন্ন সময়ে বিভিন্ন শ্রেনির মানুষ বিভিন্ন ট্রেনে বা বিভিন্ন দামের টিকেট কিনে থাকে। এই দামের মধ্যে বিশেষ করে সেখানকার ট্রেনের বগি, ট্রেনের ভেতরের ব্যবস্থাপনা ও সেখানাকর পরিবেশের উপর নির্ভর করে।

ঢাকা থেকে কক্সবাজারের ট্রেনের সময়সূচি

ঢাকা থেকে কক্সবাজারের মধ্যে ২ টি ট্রেনের চলাচল রয়েছে। তার মধ্যে রয়েছে ১. কক্সবাজার এক্সপ্রেস ২. পর্যোটক এক্সপ্রেস।

সপ্তাহিক এই ২টি ট্রেন বিশেষ ২ দিন বন্ধ থাকে। তার মধ্যে কক্সবাজার এক্সপ্রেস বন্ধ থাকে মঙ্গলবার। আর পর্যোটক এক্সপ্রেস বন্ধ থাকে রবিবার।

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সময়সূচি

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহিক শুধু মঙ্গলবার বন্ধ থাকে। আর বাকি ৬ দিন চলাচল করে। কক্সবাজার এক্সপ্রেসের চলাচলের সময়সূচি ও চলাচলের পথ সমন্ধে তালিকা দেওয়া হলো।

চলাচলের পথট্রেন ছাড়ার সময়যাত্রাবিরতি পৌঁছানোর সময়
ঢাকা থেকে কক্সবাজাররাত ১০:৩০ঢাকা বিমানবন্দর: ১০:৫৩ – ১০:৫৮সকাল ৭:২০
কক্সবাজার থেকে ঢাকাদুপুর ১২:৩০চট্টগ্রাম: ৩:৪০ – ৪:০০রাত ৯:১০

পর্যটক এক্সপ্রেস ট্রেনের সময়সূচী

পর্যটক এক্সপ্রেসের জন্য শুধু সপ্তাহিক রবিবার বন্ধ থাকে। এছাড়া বাকি সপ্তাহিক ৬ দিন চলাচল করে। আর এই পর্যটক এক্সপ্রেসের সময়সূচি ও পথ সমন্ধে তালিকায় দেখুন।

ট্রেনের পথট্রেন ছাড়ার সময়যাত্রাবিরতি ট্রেন পৌঁছানোর সময়
ঢাকা থেকে কক্সবাজারসকাল ৬:১৫ঢাকা বিমানবন্দর: ৬:৩৮ – ৬:৪৩বিকেল ৩:০০
কক্সবাজার থেকে ঢাকারাত ৮:০০চট্টগ্রাম: ১০:৫০ – ১১:১৫ভোর ৪:৩০

নিয়মিত আমাদের সকল আপডেট তথ্য পেতে আমাদের এই সাইটের নটিফেকেশন চালু করে রাখতে পারেন। এবং নিচের গ্রুপে জয়েন করে রাখতে পারেন।

5 COMMENTS

      • আসসালামু আলাইকুম,, স্যার একটু হেল্প লাগবে,,,
        ঢাকা থেকে কক্সবাজার ট্রেন ছাড়ার সময় কখন, আর বিমান বন্দর থেকে সরাসরি ট্রেন পাওয়া যায় নাকি, একটু জানাইলে উপকৃত হতাম,

  1. আসসালামু আলাইকুম,, স্যার একটু হেল্প লাগবে,,,
    ঢাকা থেকে কক্সবাজার ট্রেন ছাড়ার সময় কখন, আর বিমান বন্দর থেকে সরাসরি ট্রেন পাওয়া যায় নাকি, একটু জানাইলে উপকৃত হতাম,

    • ঢাকা থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন প্রতিদিন রাত ১০:৩০ টায় কমলাপুর থেকে ছাড়ে এবং সকাল ৭:২০ টায় কক্সবাজারে পৌঁছায়। এটি সপ্তাহে ৬ দিন চলাচল করে, সোমবার বন্ধ।

      আপনি বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকেও এই ট্রেনে উঠতে পারবেন, কারণ এটি সেখানে যাত্রাবিরতি দেয়।

      ভাড়া ৬৯৫ টাকা (শোভন চেয়ার) থেকে শুরু হয়ে ২,৩৮০ টাকা (এসি বার্থ) পর্যন্ত হতে পারে। সর্বশেষ তথ্য জানতে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা স্টেশনে যোগাযোগ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here