অল্প বাজেটের মধ্যে হাইসেন্স টিভি কেন কিনবেন?

0
202
হাইসেন্স টিভি কেমন
হাইসেন্স টিভি কেমন

অল্প বাজেটের মধ‍্যে হাই সেন্স টিভি এক কথায় অসাধারন। যদিওবা এটি চায়নার অন‍্যতম হাইসেন্স গ্রুপ অফ কোম্পানির একটি বিশেষ মডেলের টিভি। হাইসেন্সের বিভিন্ন ধরনের মডেলের টিভি পাওয়া যায় তার মধ‍্যে হাই রেস‍্যুলেশনের কোয়ালেড টেকনোলজির টিভিই অন‍্যতম। এই টিভিটি সাধারণত আর্কষণীয় এবং কোয়ালিটি বেইসড ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেইসে তৈরি হয়ে থাকে। 

এক কথায়, হাই সেন্সের টিভিগুলো বাংলাদেশের বাজারে চলমান সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে বেশি বিক্রি হওয়া টিভিগুলোর মধ‍্যে একটি কেননা এতে থাকছে আর্কষণীয় সব ফিচার এবং হাইসেন্সের টিভি দামে কম। এর পাশাপাশি হাইসেন্সের টিভি কেনার অনেক সুবিধাও রয়েছে। চলুন তবে সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। 

যেসব কারণে হাই সেন্সের টিভি কিনবেন

নিচে হাই সেন্সের টিভি কেন কিনবেন সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো:

১. আর্কষণীয় মডেল
হাই সেন্স টিভি ব‍্যবহারের অন‍্যতম একটি সুবিধা হচ্ছে এর অনেকগুলো আর্কষণীয় মডেল এভেইলেবেল রয়েছে। এই কোম্পানিটি শুধু অন‍্যতম ফিচার নয়, বিভিন্ন ধরনের বাজেট ফ্রেন্ডলি টিভির মডেলও তৈরি করে থাকেন।

এটির হাজার হাজার মডেলের মধ‍্যে আপনি সহজেই বেছে নিতে পারবেন আপনার পছন্দসই স্ক্রিনের সাইজ যেমন ৩২ ইঞ্চি, ৪০ ইঞ্চি, ৪৩ ইঞ্চি, ৬৫-৮৫ ইঞ্চির স্ক্রিন সাইজেরও টিভি এভেইলেবেল রয়েছে। যার ফলে আপনি আপনার পছন্দ মতো যে কোন টিভির সাইজ সহজেই বাছাই করে নিতে পারবেন। 

২. এডভান্সড ডিসপ্লে’র টেকনোলজি
দ্বিতীয়ত, এই ফোনে পাচ্ছেন এডভান্সড ডিসপ্লে’র টেকনোলজি। টেকনোলজিতে সেরা হাইসেন্স টিভির মধ‍্যে থাকছে বিভিন্ন ধরনের এলইডি টেকনোলজি যেমন ইউলেড এবং কিউলেড এর ডিসপ্লে। এই ধরনের ডিসপ্লে থাকার অন‍্যতম কারণ হচ্ছে এটির কারণে টিভির ডিসপ্লে এবং ইমেজগুলো আগের চাইতেও অনেক বেশি স্বচ্ছ, ঝকঝকে, উজ্জ্বল ব্রাইটনেসের হয়ে থাকে। যার কারণে, আপনি এই টিভিতে আগের চাইতেও অনেক বেশি ভাইব্রেন্ট এবং ইমারসিভ ভিউয়িং এর অভিজ্ঞতা উপভোগ করতে সক্ষম হবেন। 

৩. স্মার্ট এবং এন্ড্রয়েড টিভির মতো উপকারী ফিচার

কাকলি ফার্নিচারের এডভারটিসমেন্টের মতো যদি দামে কম মানে ভালো টিভির খোঁজে আপনিও থেকে থাকেন তাহলে হাই সেন্স টিভি হতে পারে আপনার জন‍্যে একটি বেস্ট রেটের টিভি। কেননা এই টিভিতে থাকছে নেটফ্লিক্স, ইউটিউব, এ‍্যামাজন প্রাইম উপভোগের সুযোগ তাও সরাসরি টিভির স্ক্রিনে ঘরে বসেই।

এছাড়াও হাই সেন্সের টিভিতে থাকছে হাই ফ্রেশ রেইট, মোশন রেইট এবং রেসপন্স টাইমার যাতে করে আপনি এতে পাস্ট ফেইসড এ‍্যাকশন রেইট, স্পোর্টস এবং গেইমও খেলতে পারেন। বাংলাদেশের বাজারে হাই সেন্স টিভির দাম ১৯,০০০ টাকা থেকে ৩৬,০০০ টাকার মধ‍্যে যা মূলত টিভির স্ক্রিন সাইজ এবং টেকনোলজি, ফিচারের উপর নির্ভর করে থাকে। 

শুধু তাই নয়, হাই সেন্সের প্রত‍্যেকটি টিভিতেই এন্ড্রয়েড অপশন সিস্টেম যুক্ত করা থাকে যার মাধ‍্যম‍ে আপনি এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম, ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেইস, এবং বেশি বেশি এন্ড্রয়েড এ‍্যাপ, গেইম উপভোগ করার সুযোগ পাবেন। এছাড়াও আরও উন্নত সব টেকনোলজি যেমন ইউএসবি এইচডিএমএল, ব্লুটুথ, ওয়াইফাই এবং ইথারনেটের কানেকশনও যুক্ত করা থাকে। অর্থাৎ এক কথায় হাই সেন্সের টিভি আপনার বিনোদনে যুক্ত করে থাকে অন‍্য আরেকটি মাধ‍্যম। 

৪. বাজেট-ফ্রেন্ডলি
হাই সেন্সের টিভিগুলো মূলত অনেকটাই বাজেট ফ্রেন্ডলি। বিশেষ করে যাদের বেশি দামী এন্ড্রয়েড টিভি কেনার সামর্থ্য নেই তারাই মূলত এই কোম্পানির টিভিগুলো কিনে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে থাকবেন। 

৫. এনার্জি ইফিশিয়েন্ট 
হাই সেন্সের টিভিগুলোর আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই টিভিগুলো অনেক বেশি এনার্জি ইফিশিয়েন্ট হয়ে থাকে। অর্থাৎ, এই টিভিগুলো ঠিক এমনভাবে ডিজাইন করা থাকে যাতে আপনার বাসার বিদ‍্যুৎ অনেকটা কম খরচ হয়। এই টিভিগুলো সাধারণত ৭৫ ওয়াট থেকে ২১০ ওয়াটের বিদ‍্যুৎ সাশ্রয় করে থাকেন। হাই সেন্সের টিভি চালু করার সাথে সাথেই এটি ০.৫ ওয়াটের বিদ‍্যুৎ কনসিউম করে এবং ত্রিশ সেকেন্ডের মধ‍্যেই টিভির সাউন্ড, ভিজ‍্যুয়লাইজেশন একজন গ্রাহক অবজার্ভ করার সুযোগ পান। 

৬. ওয়ারেন্টি এবং সার্ভিস 
হাই সেন্সের সব ধরনের মডেলের টিভিগুলোতেই অনেক বেশি বেশি ওয়ারেন্টি দেওয়া থাকে। সাধারণত এই কোম্পানির টিভিগুলোতে একজন গ্রাহক সর্বোচ্চ ৪-বছরের মতো ওয়ারেন্টি পেয়ে থাকেন সেই সাথে থাকছে ১০-বছরের ওয়ারেন্টি। এছাড়াও এই টিভির কোম্পানিটি অনেক ভালো সার্ভিসিং এর সুবিধা প্রদান করে থাকেন। যার কারণে টিভির মধ‍্যে কোন ধরনের অসুবিধা দেখা দিলে আপনি দ্রুত সেটির সমাধানও পেয়ে যাবেন। কোম্পানিটির নিজস্ব সার্ভিসিং সেন্টার থাকায় আপনার টিভির যে কোন সমস‍্যার দ্রুত সমাধান নিশ্চিত করতে হাই সেন্স সবসময়ই সোচ্চার এবং বদ্ধপরিকর। 

উপসংহার 

হাই সেন্সের টিভিগুলো যদিওবা বাংলাদেশে তৈরি না হলেও এ ধরনের টিভি কম বাজেটের মধ‍্যে অপনাকে সর্বোচ্চ সেবা প্রদানের নিশ্চয়তা প্রদান করে থাকে।

এই কোম্পানির টিভি গুলোর দাম টিভির স্ক্রিন সাইজ এবং রেস‍্যুলেশনের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন হয়ে থাকেন। যার কারণে আপনি আপনার পছন্দসই টিভিটি আপনার বাজেট অনুযায়ী দ্রুত নির্বাচনেরও সুযোগ পেয়ে যাচ্ছেন। এক কথায়, হাই সেন্সের টিভিগুলো গুণে ও মানে অন‍্যান‍্য স্মার্ট টিভির ব্র‍্যান্ডগুলো থেকে আলাদা এবং অন‍্যন‍্য। আর এসব কারণেই আমি মনে করি আপনার যদি বাজেট একেবারেই টাইট থাকে তাহলে অবশ্যই হাই সেন্স এর টিভি আপনার কেনা উচিৎ। 

আমাদের সাথে আপনার লেখা শেয়ার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে। এবং সকল আপডেট প্রযুক্তির তথ্য পেতে আমাদের সাইটের নটিফেকেশন চালু করে রাখতে পারেন, নিচের হোয়াটসঅ্যাপে জয়েন করে রাখতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here