এশিয়া মহাদেশের সবচেয়ে সবচেয়ে ছোট একটি দেশ মালদ্বীপ। এই দেশে বাংলাদেশের অনেক শ্রমিক কাজের জন্য প্রবাসী হিসেবে যায়। এজন্যই আমরা আপনাদের জন্য সহজে যেন জানতে পারেন মালদ্বীপের টাকার রেট সমন্ধে জেনে নিতে পারেন।
প্রতিদিনের বিভিন্ন দেশের টাকার সমন্ধে জানতে আমাদের এই সাইটের নটিফেকেশন চালু করে রাখতে পারেন। সেই সাথে নিচের হোয়াটসঅ্যাপেও ফলো করে রাখতে পারেন।
মালদ্বীপ টাকার মান কত
মালদ্বীপ টাকার মান মার্কিন ডলার হিসেবে হলো মালদ্বীপ 1 MVR ≈ 0.065 মার্কিন ডলার।
মালদ্বীপের টাকাকে মালদ্বীপিয়ান রুফিয়া (MVR)। যা সেখানকার নামের সাথে সদৃশ্য করে রাখা হয়েছে। এবং সেখানে এই নামেই পরিচিত ও ব্যাবহার করা হয়।
তাই মালদ্ধীপ এর টাকার মান বাংলাদেশেও সামান্য ব্যবধানে সর্বদা লেনদেন হয়ে থাকে। সেই অনুযায়ী বছরের বেশিরভাগ সময়েই স্থীর থাকা অবস্থা হলোঃ
মালদ্বীপিয়ান প্রতি রুফিয়া প্রায় ৭.৯১ বাংলাদেশি টাকার সমান। যা বিগত কয়েক বছর ধরে উপরের দিকে আসছে। বিগত পাঁচ বছরে মালদ্বীপিয়ান রুফিয়া বাংলাদেশের প্রতি ১ টাকায় ৫-৮ পর্যন্ত চলে এসেছে।
মালদ্বীপের ১ টাকা বাংলাদেশের কত টাকা
মালদ্বীপের ১ টাকা বাংলাদেশের ৮ টাকার সমান। যা স্থির নয়। বরং এটি প্রতিনিয়ত ওঠা নামা করতে থাকায় এর সঠিক মান জানতে হলে আপনাকে সেই দিনের টাকার মান জেনে নিতে হবে।
আর আপনারা আমাদের প্রতিদিনের লেখা টাকার রেটের মাধ্যমেও মালদ্বীপিয়ান রুফিয়া সমন্ধে জেনে নিতে পারেন। সেজন্য আমাদের নতুন পোস্টে দেখুন।
মালদ্বীপ টাকার মান
মালদ্বীপের মুদ্রার নাম হলো মালদ্বীপিয়ান রুফিয়া (MVR)। ১ রুফিয়া ≈ ৭.৯১ বাংলাদেশি টাকা।
মালদ্বীপের ১ টাকা বাংলাদেশের কত টাকা?
১ মালদ্বীপিয়ান রুফিয়া ≈ ৭.৯১ বাংলাদেশি টাকা।
মালদ্বীপের ১ ডলার বাংলাদেশের কত টাকা?
মালদ্বীপের ১ ডলার ≈ ১৫.৪ রুফিয়া। বাংলাদেশি টাকায় এটি প্রায় ১,৭০৩ টাকা।