Friday, November 7, 2025
No menu items!
Homeস্টাইল ও ডিজাইনবাংলালিংক ২ টাকায় ৩ মিনিট (যত ইচ্ছা তত বার)

বাংলালিংক ২ টাকায় ৩ মিনিট (যত ইচ্ছা তত বার)

- Advertisement -
- Advertisement -

বাংলাদেশে বাংলালিংক টেলিকম বা বাংলালিক নেটওয়ার্কের প্রচুর ব্যবহারকারী রয়েছে। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অফার পেতে পারে। বিশেষ করে ইন্টারনেট প্যাক ও মিনিট প্যাক এর অফারগুলো সবাই বেশি বেশি খুজে থাকে।

যারা বড় বড় মিনিট বা ইন্টারনেট প্যাক কিনতে চায়, তারা খুব সহজেই বিভিন্ন অফার দেখে বা বিভিন্ন ম্যাসেজ থেকে কোড সংগ্রহ করার মাধ্যমে কিনে নিতে পারে। কিন্তু যারা ছোট ছোট অনটাইমের অফার খুজে তাদের জন্য অফারগুলো পেতে বেশ কষ্টকর হয়ে যায়।

কারন সীম কোম্পানিগুলো তাদের খরচ বহন করে আবার ভ্যাট প্রদান করার পরে আমাদের ছোট অফার দিতে সক্ষম হয় না। তাই আমরা এই পোস্টের মাধ্যমে বেশ কিছু কম টাকার বাংলা লিংক সীমের অফার শেয়ার করে দিলাম। আশা করি অফারগুলো থেকে আপনারা ভালো উপকার পাবেন। তবে এই অফারগুলো বেশি দিন থাকে না। তাই নতুন নতুন অফার পেতে আমাদের সাইটের নটিফেকেশন চালু করে রাখতে পারেন।

আমাদের হোয়াটসঅ্যাপেও ফলো করে রাখতে পারেন। নিচের দিকে হোয়াটসঅ্যাপের লিংক দেওয়া রয়েছে।

বাংলালিংক মিনিট অফার ৭ দিন

সাত দিনের জন্য অল্প টাকার মিনিট অফার পাওয়া খুবই কঠিন। তবে বর্তমানে *121*4002# ডায়ালের মাধ্য়মে বেশ কিছু সিমে ২ টাকায় ৩ মিনিট অফারটি পাওয়া যাচ্ছে। আর প্রতিবার কেনার পরে কল করতে পারেন। তার পরে আবার ডায়াল করলেই আবার অফারটি অ্যাকটিভ হবে।

banglalink minute code

আরো অনেক গুলো প্রয়োজনীয় মিনিট অফারের কোড দেওয়া হলো। এগুলো থেকে নিজের বাজেটের সেরা অফারটি কিনে নিতে পারেন। নতুন সকল অফারের জন্য আমাদের আপডেটের অপেক্ষায় থাকুন।

মিনিট সংখ্যামূল্য (টাকা)মেয়াদসক্রিয়করণ কোড
৯ মিনিট১ দিন*166*206#
২৮ মিনিট১৭২ দিন*121*17#
৪৫ মিনিট২৭৩ দিন*121*27#
১২০ মিনিট৭৪৭ দিন*121*74#
৩০০ মিনিট১৯৭৩০ দিন*166*197#

মিনিট ব্যালেন্স চেক করতে: *121*1# ডায়াল করুন।

- Advertisement -
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
WhatsApp Group Join Now
Google News Follow Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর

- Advertisment -