রবি সিমের সকল প্রকারের ইন্টার নেটের অফার সমন্ধে জেনে নিন। এবং রবি সিমের ২০২৫ সালের সেরা সকল প্রকারের এমবি অফার এবং সেগুলো কেনার কোড জেনে নিতে পারেন।
সাধারনত যেহেতু বেশিরভাগ এমবি বা ইন্টারনেট অফার সমুহ অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়। বা অল্প দিনেই সেটি কেনার সমন্ধে অফার থাকে, এবং এই নির্ধারিত সময় শেষেই সেটি অকার্যকারি হয়ে পরে। তাই এই পোস্টে আমরা নির্ধারিত সকল কোড ও অফার সমূহ আপডেট করে দিব।
রবি ইন্টারনেট অফার
এখানে ছোট বড় সকল প্রকারের সকল রবি ইন্টারনেট অফারের প্যাকগুলো দেওয়া হলো, এখান থেকে অল্প টাকার অফারগুলো দেখে নিতে পারেন। তবে অনেক সিমে এই অফারগুলো ইলেজাবল না হতে পারে। সেই সাথে এই
১ জিবি ইন্টারনেট (৫ দিন) অফারটি পেতে 21215# ডায়াল করুন বা ১৫ টাকা রিচার্জ করুন।
৩ জিবি ইন্টারনেট (২৪ ঘণ্টা) এই অফারটি একটিভ করতে 12338# ডায়াল করুন বা ৩৮ টাকা রিচার্জ করুন।
৩০ জিবি ইন্টারনেট (৭ দিন) অফারটি মাত্র ২৪৮ টাকায় 4248# ডায়াল করুন বা ২৪৮ টাকা রিচার্জ করুন।
৯০ জিবি ইন্টারনেট (৩০ দিন) অফারটি মাত্র ৭৯৮ টাকায় নিতে 4798# ডায়াল করুন বা ৭৯৮ টাকা রিচার্জ করুন।
১২০ জিবি ইন্টারনেট (৩০ দিন) অফারটি পেতে পারেন মাত্র ৮১৮ টাকায় 4818# ডায়াল করুন বা ৮১৮ টাকা রিচার্জ করুন।
রবি ইন্টারনেট অফার অল্প টাকায়
অল্প টাকায় রবি সিমের সকল প্রকারের অফার গুলো সমন্ধে জেনে নিতে পারেন এবং সেই অফারগুলো অল্প টাকায় কিনতে পারেন নিচের কোডগুলো দিয়ে।
১২ টাকায় ১ জিবি ৩ দিনের জন্য অফারটি পেতে ১২ টাকা রিচার্জ করুন।
৩ জিবি ইন্টারনেট ২ দিনের জন্য ৪১ টাকায় পেতে 123041# ডায়াল করুন।
১০০ টাকায় ১০ জিবি ৩০ দিনের জন্য পেতে 212900# ডায়াল করুন।
১৪৮ টাকায় ১৬ জিবি ১৫ দিন অফারের জন্য 123410# ডায়াল করুন।
৯ টাকায় ১ জিবি ১ দিন মেয়াদের জন্য এই অফারটি পেতে 123009# ডায়াল করুন।
রবি সিমের এই বিশেষ অফারগুলোর সকল তথ্য রবি সিমের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। এবং এখানে যে কোন সময়ে তাদের পরিবর্তন দেখা যেতে পারেন। তাহলে এখানে আমরা আপডেট করে দিব।
রবি মাসিক ইন্টারনেট অফার
অনেকেই পুরো মাসের জন্য বিভিন্ন ধরনের রবি ইন্টারনেট অফার কিনে থাকেন, তাদের জন্যই এক মাস মেয়াদী সকল প্রকারের রবি সিমের ইন্টারনেট অফারগুলো শেয়ার করা হলো। আর মিনিটের অফার পেতে বা মিনিট ও ইন্টারনেট অফার একত্রে পেতে আমাদের নটিফেকেশন চালু করে রাখতে পারেন।
- ২৬ জিবি + ৬০০ মিনিট ৩০ দিনের
- ৫৫ জিবি ইন্টারনেট ৩০ দিনের
- ৭৫ জিবি ইন্টারনেট ৩০ দিনের
- ৪৫ জিবি + ৮০০ মিনিট ৩০ দিনের
- ১০০ জিবি ইন্টারনেট ৩০ দিনের
এই বিশেষ অফারগুলো বাজার থেকে রিসার্সের মাধ্যমে কিনে নিতে পারবেন। এক্ষেত্রে বাজারে রিসার্সের দোকানে গিয়ে বললেই তারা এই অফারটি রিসার্স করে দিবে।