মিম বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কিছু মেয়েদের নামের মধ্যে অন্যতম একটি নাম। তার উপরে আবার অনেকে বলে মিম নাকি সবার কাছে খুব জনপ্রিয় হয়।
তাই আপনিও হয়তো আপনার মেয়ের নাম রাখতে চান মিম। অথবা আপনার পছন্দের মেয়েটির নাম মিম, সেখানে তার আচার আচারন কেমন সেই সমন্ধে জানতে চাইতে পারেন।
মিম নামের অর্থ কি?
তিতে, তিক্ত আবার কিছু ক্ষেত্রে এটি সমুদ্র।
মিম একটি আরবি অক্ষর। তবে নামের ক্ষেত্রে আর সেই অক্ষরের ব্যবহার হয় না। নামের ক্ষেত্রে আরবি বানানের প্রয়োজন হয়। মিম নাম লেখার জন্য শুধু আরবি অক্ষর মিম লিখে রাখলেই হয় না, সেখানে বেশ কয়েকটি অক্ষর ব্যবহার করতে হয়।
তাই মিম যখন কোনো নাম হিসেবে ব্যবহার করেতে হবে, তখন আর আরবি হরপ থাকবে না। তার সাথে এর ও একটি অর্থ প্রকাশ করা যায়।
মিম নামের অর্থ তিতে, তিক্ত আবার কিছু ক্ষেত্রে এটি সমুদ্র হিসেবে প্রকাশ পায়।
তবে এই শব্দটি নিয়ে কিছুটা বিধাদন্দ আছে, অনেকে ধারনা করে মিম – মিরিয়াম নামের সংক্ষিপ্ত রূপ। তার সাথে এটি হিব্রু ভাষার একটি শব্দ। যা সমুদ্র অর্থ প্রকাশ করে। আর অনেক ক্ষেত্রে এটি তিক্ত বা তিতা স্বাদের অর্থ ধারন করে।
আরবি বানান ميم
মিম নামের মেয়েরা কেমন হয়
আসলে নামের উপরে কখনোই মানুষের সভাব বোঝা যায় না। না কখনো কোন ধর্মে এমটা বলা আছে, না কি বিজ্ঞানে এমন কোন বিষয়ে কোন আবিষ্কার আছে।
তার সাথে বলা চলে নামের সাথে কখনোই কর্মের সাথে মিলবে না। তার সাথে আবার সাদা কালার বিবরন ও নমের উপরে করা যায় না।