আমরা আমাদের সান বাড়াতে বা শরীরের দুর্গন্ধ দুর করে শরীর থেকে সু ঘ্রান আসার জন্য বিভিন্ন প্রকারের পারফিউম বা স্প্রে ব্যাবহার করি। তবে সাধারনত বেশির পারফিউমে অ্যালকহোল মিশ্রিত হয়। এই ঘ্রান বেশি সময় রাখার জন্য এবং ভালো রাখার জন্য ই এই ক্ষতিকর দ্রবন ব্যবহার করা হয়।
এই অ্যালকহোল যেমন ক্ষতিকর, তেমন এটি ইসলাম ধর্মে ব্যাবহার বিধী রয়েছে। তাই আমরা চাইলেই যে কোন ধরনের অ্যালকহোল যুক্ত পারফিউম ব্যবহার করতে পারি না।
তাছাড়াও স্প্রে গুলোতে বিভিন্ন গ্যাসিয় দ্রবন ব্যবহার করা হয়, কেননা সেটি ক্ষুদ্র কনায় পরিনীত হয়ে বাতাসে ভেসে বেড়ায়। এই ক্ষুদ্র কনায় পরিনীত হওয়ার জন্য সকল পানি কাজ করতে পারে না, তাই এই পারফিউমের সাথে রাসায়নিক প্রক্রিয়ায় বিভিন্ন গ্যাস মেশানো হয়।
আবার এই গ্যাস বেশি দিন থাকার কারনে আবার নষ্ট হয়ে যেতে পারে। তার উপরে আবার সবার কাছে এই ধরনের পারফিউম ভালো লাগে না।
সাধারনত পারফিউম গুলো বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রবনের ব্যবহারে তৈরি করা হয়। যা আমাদের কাজে লাগলেও আমাদের জন্য ক্ষতিকর। আবার বিশেষ করে, গর্ববতি মহিলা এবং ছোট শিশুদের জন্য বিশেষ ভাবে ক্ষতির কারন হয়ে উঠতে পারে।
তাই আমরা অনেকেই বিভিন্ন পারফিউম ছেড়ে বিভিন্ন আতরের ব্যবহার করে থাকি। তাই বাংলা ভোর অনলাইন পত্রিকায় এর বিশেষ কিছু আতরের নাম এবং তার মুল্য দিয়ে রাখলাম। বাংলা ভোর থেকে আরো এই ধরনের সকল তথ্য পেতে বা প্রতিদিনের সকল খবর পেতে আমাদের ফলো করে রাখতে পারেন।
আতরের নাম ও দাম
এখানে জনপ্রিয় ১০ টি আতরের নাম এবং তার মুল্য দেওয়া হলো। আশা করি এই মুল্য দেখে বাজার থেকে কিনে নিতে পারেন। আর এগুলো অনলাইন থেকে কিনলেও সমস্যা নেই। তবে প্রথম বারের নিজে গিয়ে বাজার থেকে দেখে কেনার চেষ্ট করুন।
কারন বেশির ভাগ সময়ে হতে পারে এই ১০ টা আতরের মধ্যে কোনটা আপনাদের ভালো লাগতে পারে বা কোনটা ও ভালো না লাগতে পারে। তাই নিজে চেক করে কিনলে সেক্ষেত্রে ভালো হলে কিনতে পারেন, খারাপ হলে কিনবেন না অন্যটা চেক করতে পারেন।
আতরের লিস্টগুলো হলোঃ
আতরের নাম | বাজার মুল্য |
জপি আতর | ২০০ টাকা |
আমির আল উদ আতর | ২০০ টাকা |
রয়েল মিরাজ আতর | ২০০ টাকা |
সাদা আতর | ২২০ টাকা |
বেলি আতর | |
কাঁচা বেলি আতর | ২০০ টাকা |
ওপেন ব্লাক আতর | ১৮০ টাকা |
ব্লাক আতর | ১৫০ টাকা |
রাশা আতর | ১২০ টাকা |
এই বক্সে দেওয়া সকল আতরের নির্ধারিত বোতলের মুল্য দেওয়া হয়েছে। তবে বিভিন্ন ধরনের বোতল পাবেন এই আতরগুলোর। তাছাড়াও বাজারের উদ্ধগতির কারনে সেখান থেকে যে কোন সময়ে ই দাম বেড়ে যেতে পারে। তাই দাম নিয়ে তেমন বেশি কঠরতা নিবেন না।
তবে আপনারা দামের তারতম্য বেশি দেখলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা সেখান থেকে যাচাই করে পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করবো। আর আমরা নিজেরাও প্রতিনিয়ত এখানে আপডেট করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাবো।
তবে এই আতরগুলোর আসল দাম ঠিক রেখে কিনতে চাইলে আমাদের দেওয়া এই লিংক থেকে অনলাইন থেকে কিনতে পারেন। আমরা এগুলোর অরজিনাল আতরের লিংক দিচ্ছি। এবং এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন কমিশন পেতে পারেন, সেজন্য আমাদের সাইটের নটিফেকেশন চালু রাখতে পারেন। তাহলে আমাাদের পোস্ট সবার আগে আপনি পেয়ে জাবেন।
আলিফ আতর এর সকল পন্য অল্প দামে কিনুন
আপনারা যারা বিভিন্ন আতর ব্যবহার করে থাকেন, তারা জানেন যে বাংলাদেশের জনপ্রিয় একটা আতরের কম্পানি আলিফ আতর। তবে আমরা যখন সাধারন বাজার থেকে বিভিন্ন সময়ে আতর কিনে থাকি, তখন বাজারের দোকান ওয়ালা, বেশি সময় আতর ঘরে রাখে তার জন্য দাম বেশি তে বিক্রি করে।
আর খোলা বাজার থেকে যদিও কমে কেনা যায়, তবে সেখানে অনেক প্রকারের ভেজাল মেশানো থাকে বা আসল আতর পাওয়া কঠিন হয়ে থাকে। সেজন্য আপনারা আলিফ আতর এর সকল পন্য রকমারির এই আলিফ স্টোরের থেকে নিতে পারেন।
আলিফ স্টোরে যেতে এখানে ক্লিক করুন।
There is definately a lot to find out about this subject. I like all the points you made