Friday, November 7, 2025
No menu items!
Homeধর্মসুরা মুলক আরবী - বাংলা উচ্চারণ এবং অর্থসহ PDF

সুরা মুলক আরবী – বাংলা উচ্চারণ এবং অর্থসহ PDF

- Advertisement -
- Advertisement -

সুরা মুলক হচ্ছে কুরআন শরীফের শেষ ২ পারার মধ্যে থাকা একটি বিশেষ সূরা। এটি কুরআন শরীফের ২৯ তম পারার শুরুতে অবস্থিত রয়েছে। এই সুরাটি মক্কায় নাযিল হয়েছিল। ৩০ টি আয়াত এবং ২ টি রুকু নিয়ে এই সুরাটি গঠিত।

সুরা মুলকের বিশেষত্ব

এই সূরা মুলকের মাধ্যমে বিশেষ রহস্য প্রকাশ করা হয়েছে। মুলক শব্দটি দ্বারা একটি বিশেষ পাখিকে প্রকাশ করা হয়েছে বা পরিচিত করা হয়েছে। এই পাখিটি মানুষ কখনোই হয়তো দেখেনি। এটি একটি বিশাল দেহের পাখি। যা মৃত্যুর পরবর্তি জিবনের সাথে সম্পর্কিত থাকবে।

তাছাড়াও সৃষ্টি কুলের বিশেষ বিশেষ রহস্য এই সুরা মুলকের মাধ্যমে প্রকাশিত হয়েছে। আপনি চাইলে সুরা মুলকের আলোচোনা দেখে বুঝে নিতে পারেন এই সুরার বিশেষ সকল বিষয়গুলোর ব্যাপারে।

সুরা মুলক আরবি pdf

সুরা মুলকের আরবি উচ্চারণ এবং অর্থসহ পিডিএফ ভিউ দেওয়া হলো। আপনি এখান থেকে পিডিএফটি দেখে পড়তে পারবেন এবং এটি ডাউনলোড করে পরবর্তি সময়ের জন্য সংরক্ষণ ও করতে পারবেন।

এখানে ভালোভাবে পড়ার জন্য অরজিনাল পিডিএফ দেওয়া হলো। এবং এখান থেকে ডাউনলোড করেও নিতে পারবেন খুব সহজেই।

সূরা মুলক বাংলা উচ্চারণ সহ pdf

অনেকে আরবি ভাষা পড়তে পারেন না। তাদের জন্য সহজ বাংলা উচ্চারণ সহ পিডিএফ দেওয়া হলো। এখান থেকে খুব ভালো করে দেখে দেখে পড়ে নিতে পারবেন। তবে এখানে লেখাগুলো কিছুটা ঝাপসা হওয়ায় কারো কারো সমস্যা হতে পারে। তবে অনলাইনে কোথাও এর থেকে ভালো স্পস্ট পিডিএফ নাই।

তবে যদি আপনি অল্প পরিমাণেও আরবি যেনে থাকেন, তাহলে আপনি বার বার চেষ্টা করার মাধ্যমে আরবি পড়ার চেষ্টা করতে পারেন। কারন বাংলায় আরবির সকল উচ্চারণ করা সম্ভব হয় না। তাই আমাদের প্রয়োজন আরবি থেকে পড়া, নাহলে সেটি ভুল রূপে আমরা উচ্চারণ করতে পারি।

আরবি পড়তে না জানলে কি করা উচিঁৎ

আরবি পড়তে না পারাটা মুসলমান হিসেবে একটি খারাপ লক্ষণ। তবে যদি না পারেন তাহলে বসে থাকবেন না , অনলাইন বা অফলাইনের বিভিন্ন ক্লাসের মাধ্যমে পড়া শিখে নিবেন। আমাদের কমেন্ট করে জানালে আমরা আপনাদের জন্য ফ্রিতে আরবি শেখার ক্লাসের সন্ধান করে দিতে পারবো। যেখান থেকে ফ্রিতে সম্পুর্ন বেসিক ভাবে আরবি শিখে নিতে পারবেন।

তবে বাংলা উচ্চারণ লেখা দেখে পড়াটা বেশ কঠিন এবং একটি খারাপ দিক। কেননা বাংলায় আরবি ভাষার সঠিক উচ্চরণ পাওয়া কঠিন। তাই বাংলা ভাষায় লেখা উচ্চরণ লেখা এড়িয়ে চলা উঁচিৎ।

এর পরিবর্তে সুরা মুলকের ভিডিও অথবা অডিও থেকে শোনার মাধ্যমেও আমল করা যেতে পারে। তাই আমরা সুরা মুলকের একটি বিশেষ ভিডিও আমনাদের সাথে শেয়ার করে দিলাম। এই ভিডিও থেকে আপনারা সুরা মুলকটি শুনে নিতে পারেন। শোনার মাধ্যমেও আমল হবে এবং সোয়াব পাওয়া যাবে।

সুরা মুলকের ভিডিও এবং অডিওসহ শুনলেও আপনি সোয়াব পাবেন এবং আমল করা হবে।

সুরা মুলক

সুরা মুলক ২৯ তম পারার একটি বিশেষ রহস্য় প্রকাশ করা সুরা। এই সুরার রয়েছে বিশেষ কিছু গুণাগুণ। এই সুরাটি প্রতি রাতে তেলাওয়াত করার মাধ্যমে একটি বিশেষ আমলা সম্পুর্ন হয়।

হাদিস থেকে পাওয়া যায় এই সুরা মুলক যদি প্রতি রাতে তেলাওয়াত করা হয় বা আমল করা হয় তাহলে তার জন্য একটি বিশেষ আমল সম্পুর্ন হবে। এই আমলটি প্রতিনিয়ত করার ফলে তার মৃত্যুর পরে যখন ফেরেস্তাগন তার কাছে প্রশ্ন করতে আসবে, তখন এই মুলক নামক পাখিটি মৃতদেহের উপরে মা পাখির মতো বসে থাকবে। এবং পাখিটি তার পাখা ব্যবহার করে মৃতদেহকে সম্পুর্ন রূপে ঢেকে রাখবে। ফলে তাকে প্রশ্ন করতে পারবে না ফেরেস্তাগন।

আবার যখন হাসরের দিন হিসাব নিকাশের জন্য সয়ংক আল্লাহর কাছে যাবে তখন ও এই পাখিটি মাথার উপরে থাকবে। আর আল্লাহকে বলবে “আপনি তো আমাকে ক্ষমতা দিয়েছেন একজন মানুষকে জান্নাত পর্যন্ত পৌছে দেওয়ার জন্য, তাহলে আজ আমার ক্ষমতাকে নিয়ে নিন অথবা আমাকে আমার ক্ষমতা কাজে লাগাতে দিন।” পরবর্তি সময়ে আল্লাহ তার দেওয়া কথা অনুযায়ী এই সুরা (পাখিটির) ক্ষমতা কাজে লাগাতে দিবে ফলে লোকটি জান্নাতে যেতে সক্ষম হবে।

সুরা মুলকের আমল কখন করতে হয়

সুরা মুলক যে কোন সময় পড়া যেতে পারে। তবে এটি ঘুমাতে যাওয়ার আগে আমল করার কথা বলা হয়েছে। তাই রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে এই সুরাটি পড়তে হবে। পড়তে না পারলে বা সময়ের অভাব পড়লে মন দিয়ে ভালো করে শুনলেও এটি আমল করা হয়। তবে সেক্ষেত্রে মন দিয়ে শোনাটি গুরুত্বপূর্ন।

- Advertisement -
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
WhatsApp Group Join Now
Google News Follow Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর

- Advertisment -