সালাতুল হাজত নামাজ ইসলাম ধর্মে অন্যতম একটি ইবাদাত। তাই আমরা এই বিশেষ ইবাদাত সমন্ধে আপনাদের প্রয়োজনীয় তথ্য শেয়ার করলাম। আর উপযুক্ত সময় সমন্ধেও বলে দিলাম।
সালাতুল হাজত নামাজ
সালাতুল হাজত নামাজ বিশেষ কোনো প্রয়োজন বা অভাব পূরণের জন্য আল্লাহর সাহায্য কামনায় আদায় করা হয়। এটি সুন্নত নামাজ এবং একজন মুসলিম এই সালাতুল হাজত নামাজ নির্দিষ্ট নিয়ম মেনে নির্ধারিত সময়ে আদায় করতে পারেন।
এক কথায় বলা চলে, এই নামাজ একটি ওয়াদা পালন করে কোন কিছু আবেদন করার মতো। আবার সংক্ষিপ্ত কথায় বলতে এটি মান্নতের মতোই একটি ইবাদাত। এই নামাজ সাধারন ভাবে বিশেষ কিছু সময়ের ব্যবধান জেনে এবং নিয়ম মেনে আদায় করতে হয়।
বিপদ থেকে মুক্তির নামাজ
বিপদে পড়লে কিন্তু সাধারন নামাজের মধ্যে এই সালাতুল হাজত নামাজ বেশি প্রচল রয়েছে। যা নামাজের মান্নত করে রাখতে হয়। যা এই বিপদ মুক্তির পরে আদায় করতে হয়।
সালাতুল হাজত নামাজের সঠিক সময়
সালাতুল হাজত নামাজের সঠিক সময় বলতে বিশেষ কোন সময় নির্ধারন করা নেই। তবে এই নামাজ আপনি যে কোন সময়ে আদায় করতে পারেন। তার মধ্যে খেয়াল রাখতে হবে, ফরজ নামাজের সময় হলে ফরজ নামাজ শেষ না করে এই নামাজ পড়বেন না। সেই সাথে নামাজেের ৩ টি নিষিদ্ধ সময়ে এই নামাজ আদায় করা যাবে না।
এই তিনটি সময় ছাড়া আর ফরজ নামাজের সময় হলে নামাজ শেষ না করে এই নামাজ পড়া যাবে না। তা ছাড়া দিন রাতের বাকি সময়ে এই সালাতুল হাজত নামাজ আদায় করতে পারেন।
নামাজের নিষিদ্ধ ৩ টি সময় হলোঃ
- সূর্যোওঠার সময়: সূর্য ওঠার সময় থেকে ১০-১৫ মিনিট পর্যন্ত সকল নামাজ পড়া নিষেধ।
- সূর্য আকাশে ঠিক মাথার উপরে থাকা সময়: ঠিক যোহরের আগে, যে কোন ধরনের নামাজ পড়া হারাম।
- সূর্যাডোবার সময়: সূর্য ডোবার ঠিক আগে সকল প্রকারের নামাজ পড়া সম্পুর্ন নিষেধ।
সালাতুল হাজত নামাজের নিয়ত বাংলায়
সালাতুল হাজত নামাজের নিয়ত সমন্ধে জেনে নিতে হবে। কারন প্রতিটি নামাজ ই নিয়্যাতের উপরে নির্ভর করে। সেজন্য এই সালাতুল হাজত নামাজের জন্যেও নিয়ত করতে হবে। তাই নামাজ পড়ার জন্য এই নিয়াত শিখে নিতে পারেন। তবে আপনি যদি আরবি বা বাংলা যে কোনটা করেন, তাতেই নামাজ হবে। কিন্তু আরবি না পাড়লে বাংলায় বলুন।
কারন আরবি যদি ঠিক না হয়, তাহলে নামাজ না ও হতে পারে। অন্যদিকে বাংলায় বললেও নামাজ হবে। বাংলা বা অন্য যে কোন ভাষায় নামাজের নিয়ত করা যায়। তাই এই নামাজের নিয়াত বাংলায় ও বলা যায়।
সালাতুল হাজত এর আরবি নিয়াত
نَوَيْتُ أَنْ أُصَلِّيَ سُنَّةَ الْحَاجَةِ رَكْعَتَيْنِ لِلَّهِ تَعَالَى خَالِصًا لِوَجْهِهِ الكَرِيمِ اللَّهُ أَكْبَرُ
সেই সাথে বাংলা ভাষায় এই সালাতুল হাজতের নামাজের নিয়াত করা যায়, বাংলায় সালাতুল হাজতের নিয়ত
আমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে দুই রাকাত সালাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করছি।
সালাতুল হাজত নামাজের নিয়ম
সালাতুল হাজত আল্লাহর তালার সাহায্য চাওয়ার একটি বিশেষ ইবাদত। এই নামাজ অত্যান্ত সহজ। এটি মাত্র দুই রাকাত নফল নামাজ। এই সালাতুল হাজত জীবনের যে কোনো বিশেষ প্রয়োজন বা সমস্যা সমাধানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে আদায় করা হয়।
এই সালাতুল হাজতের জন্য তেমন বিশেষ কোন নয়ম কানুন নেই। তাই নিচের নিয়মগুলো সাধারন নামাজের মতো পর্যায়ক্রমে আদায় করতে হবে।
- অযু বা গোসল প্রয়োজন হলে তা সম্পুর্ন করে পবিত্র হয়ে নিন
- মনে মনে নিয়ত করে নিন। যা উপরে দিয়েছি
- সাধারন নফল নামাজের মতোই দুই রাকাত নামাজ আদায় করে নিন।
এই নামাজ অন্যান্য নামাজ থেকে শুধু নিয়তের মাধ্যমেই ভিন্নতা প্রকাশ করে। এই নামাজের রয়েছে বিশেষ অনেক প্রকারের ফজিলত। এই ফজিলত সমন্ধে আমরা আগামীতে জানিয়ে দিব।
ধর্মিক আরো বিভিন্ন ধরনের ইবাদাত সমন্ধে জেনে নিতে আমাদের এই সাইটে নটিফেকেশন চালু করে রাখতে পারেন। এবং নিচের হোয়াটসঅ্যাপে ফলো করে দিতে পারেন।