সাইয়েদুল ইস্তেগফার ধর্মের একটি অন্যতম দোয়া। যা একটি বিশেষ ইস্তেগফার হিসেবে পরিচিত। আর ইস্তেগফার বলতে ক্ষমা প্রাথনা করার দোয়া বা পাপ থেকে নিষ্পাতি পাওয়ার আল্লহ তালার কাছে প্রাথনা করার আরবি বাক্যকে বলা হয়।
যাই হোক, আমরা আজ ইসলামের পাপ মোচন করার অন্যতম একটি দোয়া সাইয়েদুল ইস্তেগফার সমন্ধে সম্পুর্ন তথ্য জানবো। তাই আপনিও ইসলাম ধর্মের কেউ একজন হলে আপনি এই পোস্ট টি গুরুত্বপূর্ন তথ্য সমন্ধে জেনে নিতে পারেন।
সাইয়েদুল ইস্তেগফার
সাইয়েদুল ইস্তেগফার পড়ার সঠিক সময় আর সঠিক উচ্চারন সমন্ধে জানতে পারেন। প্রথমে সাইয়েদুল ইস্তেগফার পড়ার সঠিক সময় হলোঃ
ফজরের পর এবং মাগরিবের আগে বা পরে পড়তে পারেন। তাছাড়াও এটি যেহেতু ইস্তেগফার, তাই এই সাইয়েদুল ইস্তেগফার যেকোনো সময় পাপের জন্য তওবা করার ইচ্ছা হলে পড়তে পারেন।
সাইয়েদুল ইস্তেগফার এর বিশেষ যে গুরুত্ব আছে তার মধ্যে অন্যতম হলোঃ প্রিয় রাসুলুল্লাহ (সা.) বলেছেন:
“যে ব্যক্তি সাইয়েদুল ইস্তেগফার পাঠ করবে এবং সে রাতে মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। আর যদি সকালে পাঠ করে এবং ওই দিন মারা যায়, তাহলেও জান্নাতে প্রবেশ করবে।”
(সহীহ বুখারি, হাদিস: ৬৩০৬)
সাইয়েদুল ইস্তেগফার পাঠকারীর জন্য রাসুলুল্লাহ (সা.) আরো বিশেষ করে জান্নাতে যাওয়ার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। এটি মুমিনদের আল্লাহর নিকটবর্তী করে এবং পাপ বা অপরাধ থেকে ক্ষমার মাধ্যমে মুমিনকে জান্নাতে যাওয়ার সহজ উপায় করে দেয়।
সাইয়েদুল ইস্তেগফারে মুমিনরা তাদের দুর্বলতা, আল্লাহর প্রতি তার চিরকৃতজ্ঞতা এবং তাদের পাপের কথা স্বীকার করে এবং ক্ষমা চায়।
এটি আল্লাহর প্রতি বিনম্রতা ও আত্মসমর্পণের চূড়ান্ত রূপ। যে ব্যক্তি নিয়মিতভাবে সাইয়েদুল ইস্তেগফার আমল করে, সে আল্লাহর দয়া ও ক্ষমার অধিকারী হয়। এটি আল্লাহর নৈকট্য লাভের একটি উত্তম পন্থা।
- সাইয়েদুল ইস্তেগফার পড়লে পাপ ক্ষমা হয়।
- সাইয়েদুল ইস্তেগফার পড়া জান্নাতে প্রবেশের একটি মাধ্যম।
- সাইয়েদুল ইস্তেগফার দোয়া নিয়মিত পাঠ করলে আল্লাহর নৈকট্য লাভ হয়।
- সাইয়েদুল ইস্তেগফার পড়া ইবাদতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।
সাইয়েদুল ইস্তেগফার আরবি
আরবিতেই কোরআন হাদিস এর সকল কার্যক্রোম। তাই এই সাইয়েদুল ইস্তেগফারটিও আরবিতে বর্নান করা হয়েছে। আর যদিও আমরা নিচে বাংলা উচ্চরন করার সমন্ধে জানিয়ে দিব। তবে তার সাথে এখানে আরবি দিয়ে রাখা হলো। আপনি যদি আরবি জেনে থাকেন, তাহলে আপনি এই আরবি থেকেই শিখে নিবেন, কিন্তু না জানলে বাংলায় পপড়তে পারেন।
কারন বাংলায় উচ্চরন করলে অধিকাংশ সময়েই উচ্চরনে সমস্যা হয়ে থাকে। সাইয়েদুল ইস্তেগফার আরবি লেখা হলোঃ
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ بِذَنْبِي، فَاغْفِرْ لِي، فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ۔
সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ সহ
যেহেতু এই বাংলা ভোর পত্রিকাটি বাংলা ভাষায় প্রচারিত আর একই সাথে এটি মূলত বাঙালীদের জন্য করা হয়েছে। তাই এই বাঙালীদের জন্য লেখা পোস্টে আমরা সাইয়েদুল ইস্তেগফার বাংলা উচ্চারণ সহ দিয়ে রাখলাম। যেহেতু উপরে আরবিতে দেওয়া রয়েছে, তাই এখানে শুধু বাংলা উচ্চরন দেওয়া হলোঃ
আল্লাহুম্মা আনতা রাব্বি, লা ইলাহা ইল্লা আনতা। খালাকতানি ওয়া আনা আবদুকা। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু। আউযু বিকা মিন শার্রি মা সানাতু। আবু’উ লাকা বি নিআমাতিকা আলাইয়া। ওয়া আবু’উ বিযামবি। ফাগফিরলি, ফাইন্নাহু লা ইয়াগফিরুয-জুনুবা ইল্লা আনতা।
তবে আরবি সমন্ধে জেনে থাকেন, তাহলে আপনারা সরাসরি আরবি থেকে পরে নিবেন। কারন বাংলা উচ্চরন একটু ভুল হয়ে যেতে পারে। আর একান্তই আরবিতে না পারলে এখান থেকে বাংলা উচ্চরন দেখে নিতে পারেন।
সাইয়েদুল ইস্তেগফার অর্থ সহ
আমরা অনেক সময়ে অনেক ধরনের আমল আমরা করে থাকি, তবে সেগুলোর বাংলা অর্থ জেনে নিলে আমলের প্রতি আরো বেশি আগ্রহী হয়ে থাকি। এজন্য সাইয়েদুল ইস্তেগফার অর্থ সহ দেওয়া হলো।
"হে আল্লাহ! আপনি আমার প্রভু। আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন, আর আমি আপনার বান্দা। আমি আপনার প্রতিশ্রুতি ও অঙ্গীকার অনুযায়ী যথাসাধ্য কাজ করছি। আমি আপনার কাছে আশ্রয় চাই আমার কৃতকর্মের ক্ষতি থেকে। আমি স্বীকার করছি যে, আপনি আমাকে যে অনুগ্রহ করেছেন তা আপনারই দান। এবং আমি স্বীকার করছি আমার পাপসমূহ। তাই, আমাকে ক্ষমা করুন। কারণ, আপনি ছাড়া পাপ ক্ষমাকারী আর কেউ নেই।"