সবার প্রিয় মানুষ ও সবার আইডল। সবার জীবনের সঠিক গাইডলাইন রাসুল স. এর জীবনের সকল দৃশ্য আমাদের জীবনেও ফুটিয়ে তুলতে হবে। সেই ধারায় আমরা যারা প্রনী প্রেমিক আছি, তাদের জন্য তাদের প্রানীর নাম সমন্ধে জেনে নিতে সাহায্য করলাম।
আপনারা অনেকেই হয়তো জানেন যে, ইসলামের প্রিয় প্রানীর মধ্যে অন্যতম একটি হলো বিড়াল। তাই যারা পেট পাগল বা প্রানী পুষতে পছন্দ করেন তারা এই বেড়ালকে পুষতে পারেন।
যদি আপনি নবীজী স. এর ভালোবাসা থেকে সকল প্রনীকে ভালোবাসেন, তাহলে এজন্য রাসুল স. এর থেকেও ভালোবাসা পাবেন। সেই সাথে আপনি যদি বিড়াল পোষেন রাসুল স. এর ভালোবাসার কথা মাথায় রেখে তাহলে আপনি সুন্নত আদায়ের জন্য বেশ নেকিও পাবেন।
নবীজির বিড়ালের নাম
নবীজির বিড়ালের নাম ছিল “মুয়েজ্জা” (Muezza)। এই মুয়েজ্জা নামটি বেড়ালের ক্ষেত্রে শুনেও বেশ ভালো। তাই আপনিও এই নামটি আপনার প্রিয় পেট বেড়ালের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন।
তাই এই জনপ্রিয় নামটি আপনার বেড়ালের জন্য নির্ধারন করতে পারেন। তার সাথে আপনি অন্য কোন নাম রাখলেও তার জন্য কোন ক্ষতি নেই।
ইসলামে প্রিয় প্রানী
ইসলামে সকল প্রকারের প্রানীকেই প্রিয় বলা হয়। তবে যার যার স্থানে সে ভালো থাকবে এটাই ইসলাম পছন্দ করে। সে ক্ষেত্রে কোন প্রানী যদি আকাশে মুক্ত থাকে, তাকে আপনি খাঁচায় বন্দি রেখে পুষতে চান, তাহলে সেটি ইসলাম আপনাকে অনুমতি দিবে না।
তবে যে সকল প্রানী বাড়িতে থাকে, সেগুলো আপনি আদর করতে পারেন। আবার যে সকল প্রানী ঘরের বাইরে থাকে (কুকুর) তাদের ঘরের বাইরে রেখেই পোষন করতে হবে। তাদের আপনি ঘরে রেখে কোলে তুলে আদর করার অনুমতি পাবেন না।
আপনারা এই ধরনের সকল ইসলামিক তথ্য পেতে, স্বাস্থ্য বিষয়ক খবর পেতে আমাদের সাইটে নটিফেকেশন চালু করে রাখতে পারেন। সেই সাথে নিচের হোয়াটসঅ্যাপে ফলো করে রাখতে পারেন।