Friday, November 7, 2025
No menu items!
Homeনতুন খবররাজধানী এখন মশার শহর! কোটি টাকা কোথায়?

রাজধানী এখন মশার শহর! কোটি টাকা কোথায়?

- Advertisement -
- Advertisement -

সারাদেশে প্রায় সর্বত্র ই মশার প্রজনন বিপুল হারে বৃদ্ধি পেয়েছে। যা রাজধানীতেও কম রাখেনি।

এবছর সারাদেশে প্রয় অনেক মানুষ মশা বহী বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। আমরা ইন্টারনেট থেকে তার একটি তালিকা তৈরি করেছি। সেখানে শেষ ১ বছর এবং শেষ মাসের তালিকা বিশেষ ভাবে উল্লেখ করা হয়েছে।

রোগের নামসময়কালআক্রান্তের সংখ্যামৃত্যুর সংখ্যা
ডেঙ্গুঅক্টোবর ২০২৫২২,৫২০ জন৮০ জন

এছাড়াও ম্যালেরিয়া বা অন্যান্য রোগের রোগী ও থাকতে পারে, যা আমরা এই তালিকায় রাখতে পারিনি।

মাসআক্রান্তের সংখ্যা (প্রায়)মৃত্যুর সংখ্যা (প্রায়)
সেপ্টেম্বর ২০২৫১৫,৮৬৬ জন৭৬ জন
আগস্ট ২০২৫১০,৪৯৬ জন৩৯ জন

প্রতিবছরই সরকার কোটি কোটি টাকা এই মশা নিধনে ব্যায় করে, তবে সেটি স্থায়ী ক্ষেত্রে নয় বরং সেটি অস্থায়ী সমাধান হিসেবে ব্যায় করা হয়, ফলাফল টাকা তো শেষ কিন্তু মশাতো তখন থেকে শুরু।

সর্বপরী শেষ ২ মাসের মধ্যে সম্প্রতি মশার উপক্রম অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে। আর আমাদের একটি পরিসংখ্যানে পেয়েছি, সরকারের নির্ধারণ টাকা থাকার সর্তেও যথাযথ ভাবে ধোয়া বা অন্যন্য কার্যক্রম চলমান নেই।

বিশেষ করে কিছু কিছু অঞ্চলে প্রায় ১-২ মাসের অধিক সময় ধরে মশা নিধনের কোন প্রকার পদক্ষেপ নেই এমন কি ধোঁয়া ও দেওয়া হচ্ছে না।

বিশেষ করে যে সকল স্থানে উন্নয়নের কাজ চলমান, সেখানে মশার প্রজনন বেশি হয়, তবে সেদিকে ধোয়া দেওয়ার ও কোন নাম থাকে না। ফলাফল শহরটা দিনে যেমন তেমন রাতে মশার রাজত্ব।

সম্প্রতি আমরা তেজগাঁও শিল্পাঞ্চল, তেজগাঁও, ফার্মগেট, মগবাজার, মহাখালী বিভিন্ন স্থানে উল্লেখযোগ্য অভিযানে এই তালিকা করেছি, যেখানে মশাই তাদের রাজত্ব করে, মানুষ তাদের বুলির পাঠা।

- Advertisement -
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
WhatsApp Group Join Now
Google News Follow Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর

- Advertisment -