এটা আসলে সম্প্রতি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি শব্দ বা একটি চিহ্ন। সাধারণত এটি দিয়ে মাস্টাবেশন কে বোঝানো হয়। আর এটি শারীরিক একটি ক্ষতিকর জিনিস তাই এটি থেকে দূরে থাকা উচিৎ।
এক্ষেত্রে পুরুষ ভবিষ্যত স্ত্রীর সুখের কথা চিন্তা করে, এই মাস্টাবেশন বা nnn ছেড়ে দেয়, আর তার শারীরিক শক্তি ও স্ত্রীর সুখের জন্য স্বাস্থ্যকর খাবার খায়।
স্বাস্থ্যকর খাবারের অন্যতম একটি হচ্ছে বাদাম, এর সাথে আরো অনেক অনেক খাবার রয়েছে যা এই ধরনের কাজে খুবই উপকারী।
নভেম্বরে কেন বাদাম খাওয়া যাবে না?
আসলে মাসের সাথে আর বাদাম বা অন্য খাবারের তো কোন সম্পর্ক নেই। তবে সামনে শীতকাল, যদি এখন এই পুষ্টিকর খাবার খায়, তাহলে শীতের সময় স্বপ্ন দোষ দেখা যেতে পারে, ফলে এটি বিভিন্ন সমস্যা করে যেমন ঘুম নষ্ট, শীতে ঠান্ডা, সকালে গোসল করা।
এই সব ক্ষেত্রে আসলে নভেম্বরে এই জাতীয় খাবার খাওয়া থেকে অনেকেই দূরে থাকে। তবে এজন্য একেবারে ই নয়, যেমন অন্যান্য সময়ে নিয়ম করে এগুলো প্রতিদিন সকালে খায়, এক্ষেত্রে এই সময়ে শুধুমাত্র মাঝে মাঝে খেয়ে থাকে।
এটি পুরুষের মাস্টাবেশন এর প্রতিক
পুষ্ট বেড়ে গেলে স্বপ্ন দোষ হয়।
