Wednesday, January 15, 2025
No menu items!
Homeস্বাস্থ্য পরামর্শমুখের দুর্গন্ধ দূর করার উপায় - ওষুধ ও দাম এবং পার্শ্বপ্রতিক্রিয়া

মুখের দুর্গন্ধ দূর করার উপায় – ওষুধ ও দাম এবং পার্শ্বপ্রতিক্রিয়া

মুখে দুর্গন্ধ একটি জটিল সমস্যা। এই সমস্যাটা বর্তমান সময়ের জন্য একটি মানুষের মৃত্যুদায়ক ভাবে ক্ষতির প্রভাব ফেলে। যদি একটি মানুষ তার মুখের দুর্গন্ধ নিয়ে অন্য কারো সাথে কথা বলতে যায়। তাহলে যার সাথে কথা বলতে যায়, সে বা তারা দুর্গন্ধ ওয়ালা ব্যাক্তিকে এড়িয়ে চলার চেষ্টা করে এবং উপহাস করতে থাকে।

তাই আপনাদের প্রিয় এই বাংলা ভোর অনলাইন পত্রিকার মাধ্যমে আমরা আপনাদের সাথে শেয়ার করি, কিভাবে মুখের দুর্গন্ধ দূর করবেন। মুখে সু গন্ধে ভরে রাখবেন। আর সেই সাথে মুখে দুর্গন্ধের বিশেষ কারন ও তার ওষুধ সমন্ধে সম্পুর্ন ধারনা দিব।

মুখের দুর্গন্ধ হওয়ার সম্ভব্য কারনসমূহ

সাধরনত ৩ ধরনের ভাগে ভাগ করে মুখের দুর্গন্ধকে চিহ্নিত করা হয়ে থাকে। আর তার প্রতি বিশেষ ওষুধ ও চিকিৎসা দেওয়া হয়ে থাকে। তার মধ্যে প্রাথমকি তিনটি ধরন হলোঃ

  • দাঁতে বা মুখের কোন সমস্যা থেকে
  • পেটের ভেরতের কোন সমস্যা থেকে
  • ধুমপান বা এই ধরনের খাবারের ফলে

আমরা যদি প্রথম বিষয়ে আলোচনা করি, তাহলে দাঁতে বিভিন্ন সময়ে সঠিক পরিষ্কার না করার ফলে এই মুখের দুর্গন্ধ জনিত সমস্যা দেখা যেতে পারে। সেই সাথে দাঁতে পোকা, বা ক্ষত থাকলে সেখানে খাবার জমা থাকার ফলে দুর্গন্ধ তৈরি হতে পারে। দাঁতের ক্ষতের মধ্যে ইনফেকশন তৈরি হয়ে সেখানে দু্র্গন্ধে হতে পারে।

শুকনো মুখে ব্যাক্টেরিয়ার সমস্যার ফলে দুর্গন্ধ তৈরি হতে পারে। তাই মুখে খাবার বা পানি দিয়ে সেটি দুর করা সম্ভব।

পেটের ভেরতের সমস্যার জন্য মুখের দুর্গন্ধের বিষয়ে কিছু খাবার এর ফলে পেটে গ্যাস বা এসিডের পরিমান বেশি হয়ে পেট থেকে মুখের মাধ্যমে দুর্গন্ধ পাওয়া যায়।

অনেক সময়ে কিছু কিছু ওষুধের পার্শপ্রতিক্রিয়ার ফলেও মুখের দুর্গন্ধ হতে পারে। তার সাথে তামাক, বিড়ি, পানসহ ইত্যাদি খাবারের ফলেও মুখে দুর্গন্ধ তৈরি হতে পারে।

সবচেয়ে বেশি সমস্যার কারন ও দির্ঘস্থায়ী দুর্গন্ধের জন্মদাতা কিছু বিশেষ ধরনের রোগ রয়েছে। যা আপনার অজানতেই মুখে দুর্গন্ধ তৈরি করে ফেলতে পারে। আর এই গন্ধটি খুবই বিরক্তিকর হয়ে থাকে। তার কিছু কারন হলো সাইনাস ইনফেকশন, টনসিলাইটিস, বা গলার সংক্রমণ।

এর সাথে, লিভার বা কিডনির সমস্যা জনিত রোগের ফলেও মুখে দুর্গন্ধ দেখা যেতে পারে।

মুখের দুর্গন্ধ দূর করার উপায়

প্রথমেই আমরা মুখের দুর্গন্ধ তৈরি হওয়ার সম্ভব্য কিছু কারন জেনেগেছি। এই পর্যায়ে আমরা মুখ থেকে দুর্গন্ধ দুর করার সমন্ধে ঘরোয়া কিছু উপায় জানবো। আর ঠিক নিচের অংশে আমরা মুখের দুর্গন্ধ দূর করার কিছু কার্যকর ওষুধের সমন্ধে জেনে নিব।

  • নিয়মিত দাঁত ও জিহবা পরিষ্কার করুন।
  • প্রচুর পানি পান করুন।
  • দাঁতের মাড়ি পরিষ্কার করুন।
  • দাঁতের ফাকে থাকা জীবানু পরিষ্কার করুন।
  • ধুমপান, তামাক, পান সহ এই জাতীয় খাবার পরিত্যাগ করুন।
  • ফলমুল খাবেন।
  • ভালো ব্রাশদ্বারা দাঁত পরিষ্কার করুন।
  • দাঁতের ভেতরে বাহিরে পরিষ্কার করুন।
  • ভালো পেস্ট ব্যবহার করুন।
  • গড়ম পানি, গড়ম দুধ, গড়ম চা বা কফি পান করতে পারেন।
  • দুর্গন্ধ লক্ষ করলে, গড়ম পানি দিয়ে বেশি বেশি কুলি করুন।
  • মুখে লালার প্রবাহ বাড়াতে চুইংগাম চিবান (শর্করাহীন)।
  • দাঁতের চিকিৎসক বা ডাক্তারের পরামর্শ নিন।

এগুলোর থেকে যদি কোন উপকার না পাওয়া যায়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। সেই সাথে আপনি চাইলে নিচের ওষুধ শেবন করতে পারেন। তবে ওষুধ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

মুখের দুর্গন্ধ দূর করার ঔষধের নাম

বিভিন্ন রাসায়নিক দ্রব্যাদির মিশ্রনে চিকিৎসা বিজ্ঞান থেকে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হয়ে থাকে। যা সাধারন মানব দেহের উপকারের জন্য তৈরি করা হয়।

মুখে দূর্গন্ধ হওয়ার জন্য সামাজিক ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় এটির রয়েছে বিভিন্ন উন্নত চিকিৎসা। বেশি পরিমাণে মুখের দূর্গন্ধ লক্ষ করলে অবশ্যই অনতি বিলম্বে ভালো ডাক্তারের সাথে বিষয়টি নিয়ে আলোচোনা করে নেওয়া উচিৎ। সেই সাথে কিছু বিশেষ কার্যকারী ওষুধের তালিকা দেওয়া হলোঃ

  • ওরোস্টার™ (Orostar™)
  • লিস্টারিন (Listerine)
  • হেক্সিসল (Hexisol)
  • এসবিএল হোমিওডেন্ট জেল টুথপেস্ট (SBL Homeodent Gel Toothpaste)
  • হুইজাল হেকলা লাভা টুথপেস্ট (Wheezal Heclalava Toothpaste)

ওরোস্টার™ (Orostar™)

স্কয়ার কোম্পানির বিশেষ এই মাউথওয়াশটি মুখের ফাঙ্গাস দূর করে, প্লাক ও জিনজিভাইটিস প্রতিরোধ করে এবং মুখের দুর্গন্ধ থেকে মুক্তি দেয়। এই ওষুধের মূল্য ৮০.২৪ টাকা এবং এখানে ১২০ মিলিলিটার পরিমাণে থাকে। তাই এই প্যাকটি আপনার নিকটস্থ কোন ফার্মেসি থেকে নিয়ে ট্রাই করে দেখতে পারেন।

লিস্টারিন (Listerine)

অ্যান্টিসেপটিক মাউথওয়াশ, এটি আপনার মুখে জন্ম নেওয়া জীবাণু ধংস করে এবং দুর্গন্ধ থেকে মুক্ত করে। বাজারে বিভিন্ন সাইজের বিভিন্ন প্যাক পাওয়া যাবে, তবে ২৫০ মিলিলিটার প্যাকটি বেশি জনপ্রিয়, এবং এটির মূল্য ২০০-২৬০ টাকা পর্যন্ত নিতে পারে। বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানের ভিত্তিতে বা বিভিন্ন ফার্মেসিতে এটি ভিন্ন ভিন্ন দামে বিক্রি করে থাকে।

আপনি এই প্যাকটি আপনার নিকটস্ত ফার্মেসি থেকে নিয়ে ব্যবহার করে দেখতে পারেন।

হেক্সিসল (Hexisol)

মাউথওয়াশটি ক্লোরহেক্সিডিন গ্লুকোনেট মিশৃত, এটি মুখের ফাঙ্গাস দূর করে এবং মুখ রাখে দূর্গন্ধমু্ত ও সতেজ। বিভিন্ন ধরনের মুখের দূর্গন্ধ জনিত সমস্যার থেকে মুক্তি পেতে এই বিশেষ ওষুধটি ব্যবহার করে দেখতে পারেন। এটি আপনার নিকটস্ত কোন ফার্মেসি থেকে নিতে পারবেন।

বাজারে যদিও এর বিশেষ কিছু প্যাক পাওয়া যায় তবে এর মধ্যে জনপ্রিয় ২০০ মিলিলিটার প্যাক, যার মূল্য প্রায় ২০০ টাকা।

এসবিএল হোমিওডেন্ট জেল টুথপেস্ট (SBL Homeodent Gel Toothpaste)

হোমিওপ্যাথিক উপাদান সমৃদ্ধ এই টুথপেস্টটি দাঁতের বিশেষ কার্যকরিতা বাড়াতে সক্ষম। সেই সাথে মুখের বিভিন্ন দূর্গন্ধ দূর করতেও যথেষ্ট কার্যকারী। ৭৫ গ্রাম টিউবের মূল্য ৭৫ টাকার মতো হতে পারে। যেহেতু এটি হোমিওপ্যাথিক, তাই এটি সাদারন দোকানে পাওয়ার সম্ভবনা খুবই কম। হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে যোগাযোগ করে এটি সহজে পেতে পারেন।

হুইজাল হেকলা লাভা টুথপেস্ট (Wheezal Heclalava Toothpaste)

মাড়িড় বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে এবং মাড়ি থেকে রক্ত বের হওয়া বা মুখে দূর্গন্ধ জনিত বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে এই তুথপেস্টটি ব্যবহার করতে পারেন। ১০০ গ্রাম টিউবের মূল্য ৯০ টাকা পর্যন্ত নিতে পারে।

মুখের দুর্গন্ধ দূর করার ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া

এইসকল মেডিসিনে তেমন কোন পর্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই এইগুলো নিয়ে তেমন সমস্যা নেই। কিন্তু যে কোন পদার্থই বেশি পরিমাণে ব্যবহার বা প্রয়োগ করা হলে সেটি ক্ষতির কারন হয়ে যেতে পারে। তাই বেশি পরিমাণে প্রয়োগ করা এড়িয়ে চলুন।

আর এই ধরনের স্বাস্থ্য় বিষয়ক সকল তথ্য পেতে আমাদের এই সাইটের নটিফেকেশন চালু করে রাখতে পারেন। তাহলে আমাদের সকল তথ্য সবার পেয়ে জাবেন। তার সাথে নিচের হোয়াটসঅ্যাপে ফলো করে রাখতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WhatsApp Group Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর

- Advertisment -