Saturday, January 25, 2025
No menu items!
Homeশিশুফেমিকন কিসের ঔষধ ও ইমারজেন্সি পিল femicon খাওয়ার নিয়ম

ফেমিকন কিসের ঔষধ ও ইমারজেন্সি পিল femicon খাওয়ার নিয়ম

আপনাদের সাথে পুনরায় আমরা স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে আলোচনা করতেছি। আজকের এই খবরের মাধ্যমে আপনারা পিল এর অন্য়তম একটি ওষুধ ফেমিকন সমন্ধে জানতে পারবেন। আপনারা এই এক পোস্টে ফেমিকনের ব্যবহারের সকল তথ্য যেনে নিতে পারবেন।

ফেমিকন এর কাজ কি

ফেমিকন একটি বিশেষ পিল ওষুধ। এটি সাধারনত জন্ম নিয়ন্ত্রন করতে সাহায্য করে। মানে এই ওষুধ খাওয়ার মাধ্যমে মহিলারা জন্ম ধারন থেকে দূরে থাকতে সক্ষম।

এটি মহিলাদের হরমোনাল কন্ট্রাসেপ্টিভ করে মাসিক চক্রের মাধ্যমে গর্ভধারন নিয়ন্ত্রন করে থাকে। আর এই চক্রটি প্রায় সকল পিল ই একরকম কাজ করে। তবে আজ আমরা শুধুমাত্র ফেমিকন নামক পিল সমন্ধে জানতে চলেছি।

ফেমিকন (Femicon)

ফেমিকন হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্সেস লিমিটেড (EDCL) এর একটি ওষুধ। যা EDCL এই কোম্পানি থেকে প্রস্তুত করে বাজারে প্রকাশ করে থাকে। তবে এর পেছনে বিশেষ গবেষনার রয়েছে বিশাল অবদান।

ফেমিকনে সাধারন ভাবে মাসিক চক্র বা মাসিকের মাধ্যমে দেহের ভেতরে প্রবেশ করা হরমন নষ্ট হয়ে বেড়িয়ে যায়। এবং একই সাথে জন্ম নিয়ন্ত্রন করে থাকে। এর্থাৎ গর্ভ ধারন থেকে রক্ষা করে।

ফেমিকন ইমারজেন্সি পিল

অনেকে ধাারনা করতে পারে, ফেমিকন পিলটি হয়তো সাধারন ভাবে ইমার্জেন্সি কাজ করে। আসলে তেমন নয়। ফেমিকন পিলটি সাধারনত ইমার্জেন্সি পিল থেকে ক্ষতির মাত্রা কমিয়ে আনে এবং ধীরে ধীরে সময় নিয়ে কাজ করে থাকে।

তবে আপানর প্রয়োজনীয় ইমার্জেন্সি পিল সমন্ধে আমাদের ভিন্ন ব্লগে দেখে নিতে পারেন, সেজন্য আমাদের সাইটের সার্স বারে পিল বা ইমার্জেন্সি পিল লিখে সার্স করতে পারেন।

ফেমিকন বনাম ইমারজেন্সি পিল

আপনারা এই বক্সের মাধ্যমে খুব সহজে এই ইমার্জেনি পিল ও ফেমিকন সমন্ধে জেনে নিতে পারেন। এবং এর ব্যবহার সমন্ধে জেনে নিতে পারেন।

পিলফেমিকনইমারজেন্সি পিল
শেবনপ্রতিদিন একটি করে ।সম্পর্কের পরে ৭২ ঘণ্টা
কার্যকারিতাদীর্ঘমেয়াদী ।ইমার্জেন্সি গর্ভনিরোধ।
সময়প্রতিদিন ব্যবহার ছাড়া কার্যকরী নয়।একবার ব্যবহার।

কোন পিল সবচেয়ে ভালো

দির্ঘ মেযাদী পিলের মধ্য়ে সবচেয়ে বেশি ব্যহৃত পিল ই ফেমিকন। এটি দির্ঘদিন ধরে কাজ করতে সক্ষম। আর ধীরে ধীরে মাসিক চক্রের মাধ্যমে কাজ করার ফলে এটি ইমার্জেন্সি পিলের থেকে দৈহিক ক্ষতির প্রভাব কমিয়ে ফেলে।

তাই বলা চলে এই ফেমিকন একটি অন্যতম পিল। যা বাংলাদেশের জন্য খ্যাত এবং লম্বা সময় ধরে চলে আসা একটি পিল। সেই সাথে অন্যান্য দেশে তাদের পন্যের মধ্যে আরো ভালো পন্য থাকতেই পারে।

ফেমিকন পিল খাওয়ার নিয়ম

ফেমিকন একটি দির্ঘমেয়াদী গর্ভ নিয়ন্ত্রন করার পিল। যা দির্ঘদিন ব্যবহার করতে হয়। তাই এই ফেমিকন পিল খাওয়ার নিয়ম জেনে নিতে হবে।

মাসিক প্রথম দিন (রক্তস্রাব শুরুর দিন) থেকে ফেমিকন খাওয়া শুরু করতে হবে। এটি মাসিকের ৫ দিনের মধ্যে শুরু করতে হবে। নতুন পিল শেবনের শুরুর পর থেকে ৭ দিন পরে কাজ করা শুরু করে। তাই এই ৭ দিনের মধ্যে গর্ভ ধারনের সম্ভবনা থেকে যায়।

প্রতিদিন একই সময়ে অর্থাৎ ২৪ ঘন্টা নাগাদ একটি করে ফেমিকন পিল খেতে হবে। আর এই চক্রটি ২১ দিন পর্যন্ত চলমান থাকবে। এই চক্রের মধ্যে একদিন ও ভুল করা যাবে না।

২১ দিন শেবনের পরে ৭ দিন বিরতি দিতে পারেন, এই ৭ দিনের মধ্যে মাসিক হবে। এবং ৮ম দিন মাসিক চলাকালিন থাকুক বা শেষ হোক সেদিন থেকে ই নতুন প্যাকেট থেকে খাওয়া শুরু করতে হবে।

ভুলে গেলে, সেদিন ভুলকরা ফেমিকন পিলটি খেয়ে নিন। এবং ২৪ ঘন্টার নিতি অনুযায়ী সঠিক সময়ে ওই দিনের পিলটিও খাবেন।

১ টার বেশি ফেমিকন পিল মিস হলে, সেদিন থেকে আবার নতুন নিয়মে শুরু করতে হবে। আর শুরুর পরে ৭ দিন পর্যন্ত একই নিয়মে খেতে থাকতে হবে। কিন্তু যদি মাসিকের পরের থেকে শুরু না করা হয়, তাহলে আগের মতোই ৭ দিন পর্যন্ত গর্ভ ধারনের ঝুকি থেকে যাবে। সেদিকে ভিন্ন সিদ্ধান্ত নিতে হবে।

এভাবে শেবন করলেই ৯৯.৯৯ ভাগ গর্ভ থেকে মুক্তি পেতে পারেন। তবে বিশেষ কিছু সতর্কতা মেনে নিতে হবে।

ফেমিকন পিলের সতর্কতা

এই ওষুধের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। তার সাথে বিশেষ কিছু সতর্কতাও মেনে নিতে হয়। সেগুলো হলোঃ

  • ডাক্তারের পরামর্শ নিয়ে সকল ওষুধ শেবন করা উচিৎ
  • নিয়মের অমাননায় গর্ভ ধারন হতে পারে।
  • ধুমপান কারীদের জন্য এটি ক্ষতির কারন হতে পারে
  • প্রেশার, ডায়াবেটিস সহ ইত্যাদি রোগির জন্য এই ফেমিকন শেবনের আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

পিলের পার্শ্বপ্রতিক্রিয়া সমন্ধে জানতে বা স্বাস্থ্য বিষয়ে আরো সকল খবর পেতে আমাদের সাইটের নটিফেকেশন চালু করে রাখুন। এবং নিচের হোয়াটসঅ্যাপে ফলো করে রাখুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WhatsApp Group Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর

- Advertisment -