ফোড়া একটি বিশেষ রোগের নাম। এটি সাধারনত শরিরে রক্ত পচে গিয়ে সেগুলো শরির থেকে বেড়িয়ে যাওয়ার জন্য হয়ে থাকে। তবে এটি হলে শরিরে কিছুটা অংশে ফুলে উঠে এবং সেখানে অনেক ব্যথা হতে পারে।
আজ আমরা ফোড়া ভালো করার কিছু বিশেষ আলোচনা করবো। যেগুলো থেকে আপনি খুব সহজেই ভালো হয়ে উঠতে পারবেন।
ফোড়া কেন হয়
যেহেতু ফোড়া শরিরের খারাপ রক্ত থেকে তৈরি হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা যদি সঠিক সময়ে রক্ত পরিষ্কার করার ওষুধ শেবন করি, তাহলে কিন্তু এই রোগ থেকে আরোগ্য পেতে পারি।
আর রক্ত নষ্ট হয়ে যাওয়া বা পচে যাওয়া বলতে শরিরে ব্যক্টেরিয়া ঢুকে পরা অথবা শরিরে এটি জন্ম নেয় তার পরে সেই ব্যক্টেরিয়া আপনার রক্তে মিশে যায়, তখন ই আসলে ফোড়া হয়ে থাকে।
ঘন ঘন ফোড়া হওয়ার কারণ
আপনার শরিরে যখন একবার ব্যক্টেরিয়া ঢুকে পড়ে, তখন ফোড়া হতে পারে বা অন্য কিছু রোগের দেখা মিলতে পারে। তখন আপনার উচিৎ সেখানে ফোড়া থেকে সকল রক্ত বের করে ফেলা, এবং ভালো ডক্তর দেখিয়ে ভালো ওষুধ খেয়ে নেওয়া।
যদি আপনার শরির থেকে ব্যক্টেরিয়া বেরিয়ে যায়, তাহলে আপনি ফোড়া থেকে মুক্তি পাবেন, তা না হলে আপনার শরিরে আবারো কোথাও ফোড়া দেখা দিবে।
পাছায় ফোড়া হলে করণীয়
পাছা হলো মাজার নিচের নির্ধারিত একটি অংশকে বলা হয়। শরিরের বিশেষ কিছু অংশের সাথে এই অংশেও ফোড়া হয়ে থাকে। তাই এটি আপনাকে ভালো ভাবে ব্যক্টেরিয়া মুক্ত রাখতে হবে।
সাধারনত শরিরের নরম মাংশ পেশীতে বেশি ফোড়া দেখা যায়। আর সেরকম ই একটি অংশ পাছা হওয়ায়, সেখানে ফোড়া হওয়া খুবই সাভাবিক।
এই অংশে ফোড়া হলে বসতে খুব সমস্যা হয়, এবং নরম হওয়ায় বা এখানে ফোড়ার উপরে বার বার আঘাত পাওয়ায় খুব ব্যাথা বাড়তে থাকে। তাই এটা অত্যান্ত সমস্যার কারন হয়।
এই সমস্যা থেকে বাচার জন্য আপনাকে কিছু বিষয়ে জানতে হবে। প্রথমত কিভাবে এটি সহজে পেকে যায়, আর তার পরে এটি সঠিক ভাবে পরিষ্কার করতে হবে।
ফোড়া পাকানোর ঘরোয়া উপায়
ফোড়া পাকানোর জন্য বাজারে অনেক ধরনের ওষুধ পাওয়া যায়। সেগুলো ডাক্তারের সাথে পরামর্শ করে শেবন বা ব্যবহার করতে পারেন। আর সেই সাথে বিশেষ ঘরোয়া উপায়ে ফোড়া পাকাতে পারবেন।
- গড়ম পানির ছেকা
- লবন পানির ছেকা
- হলুদের মালিশ করা
- এলোভেরা ব্য়বহার করেে
- চন্দন ও নিম ব্যবহার করে
- কবুতরের মল
- চুন মালিশ
- আরো বিভিন্ন ধরনের পাতা ব্যবহার করা হয়
এগুলো করলে আপনি ঘরোয়া উপায়ে ফোড়া থেকে মুক্তি পাবেন। আর পরিপুর্ন ভাল হওয়ার জন্য আপনি ডাক্তারের পরামর্শ নিতে পারেন, নতুবা আবার ও এই রোগের সম্মুক্ষীন হতে পারেন।
এই ধরনের সকল উপকারী তথ্য এবং বাংলাদেশের বিভিন্ন খবর পেতে আমাদের এই বাংলা ভোর অনলাইন পত্রিকায় নটিফেকেশন চালু করে রাখতে পারেন। এবং আমাদের হোয়াটসঅ্যাপে ফলো করে রাখতে পারেন।