চুলকানি বাংলাদেশের মানুষের জন্য একটা বিশেষ কমন সমস্যা। গ্রাম থেকে শহর পর্যন্ত প্রায় সকল স্থানেই চুলকানির রোগ জীবানু দেখা যায়। পরিষ্কার আর অপরিষ্কারের ভেদাভেদের মধ্য দিয়ে প্রায় সবার মাঝেই এই বিশেষ রোগ চুলকানি রোগের জীবানুর আক্রমন দেখা যায়।
আসলে বাংলাদেশের আবহাওয়া বা বাতাসে ভয়াবাহ জীবানু, রোগ সহ ইত্যাদি ছোট ছোট ধুলিকনা সর্বক্ষন ভাসতেছে। আর এই সকল ময়লা কনা আমাদের শরিরের মারাত্বক সমস্যার কারন হয়।
আজ আপনারা বাংলা ভোর অনলাইন পত্রিকা থেকে খুব সহজেই আপনারা চুলকানির মতো ভয়াবাহ রোগের জীবানু থেকে মুক্তি পাবেন। আর এই ক্ষেত্রে আমরা আজ স্কয়ার কোম্পানির ওষুধ নিয়ে আলোচনা করবো। সেই সাথে বলে রাখা ভালো স্কয়ার কোম্পানী বাংলাদেশের মানুষের কাছে অত্যান্ত শ্রদ্ধাভাজন ও বিশ্বাসী কোম্পানী, তাই আমরা এখানে স্কয়ার কোম্পানির ওষুধ শেয়ার করা।
সারা গায়ে চুলকানি ঔষধ
সাধারনত চুলকানি একটি ভাইরাস বা জীবানু। তাই এটি শরিরে প্রবেশ করলে সারা শরিরে এর বিশেষ চুলকানির প্রভাব ফেলে। তাই এই চুলকানি দূর করতে কোন না কোন ওষুধ ব্যবহার করতেই হবে।
সাধারনত চুলকানির জীবানু দেহের ভেতরে রক্তের সাথে মিশে থাকে। তাই এই জীবানু নিরাময় করতে প্রয়োজন খাওয়ার ওষুধ শেবন করা। সেজন্য বিশেষ চুলকানীর ওষুধের মধ্যে অন্যতম হলোঃ
- সেটিরিজিন (Cetirizine) সিরাপ – শিশুদের চুলকানি কমাতে কার্যকর।
- লোরাটাডিন (Loratadine) সিরাপ – শিশুদের অ্যালার্জি এবং চুলকানি কমানোর জন্য ব্যবহৃত হয়।
- ডেসলোরাটাডিন (Desloratadine) সিরাপ – শিশুদের হাইভস এবং ত্বকের চুলকানি দূর করতে ব্যবহৃত হয়।
- হাইড্রোক্সিজিন (Hydroxyzine) সিরাপ – চরম চুলকানি কমাতে এবং ঘুম আনতে ব্যবহৃত হয় (ডাক্তারের পরামর্শে)।
চুলকানির ঔষধের নাম স্কয়ার
এই বিশেষ ওষুধটি সমন্ধে আমরা আগেও পোস্ট লিখছিলাম। আমি আজ এই পোস্টে আমি বিশেষ আকর্ষন হিসেবে রেখেছি স্কয়ার কোম্পানির লরিক্স প্লাস লোশন ও ক্রিম, এই ক্রিম এবং লোশনটি সারা গায়ে নিয়ম মেনে মেখে নিতে আপনার চুলকানি খুব সহজে ভালো হয়ে যাবে।
তার সাথে আপনারা চুলকানির বিশেষ কিছু ট্যাবলেট ও খেতে পারেন, তার মধ্যে স্কয়ার কোম্পানির অন্যতম কিছু চুলকানির ওষুধের তালিকা হলোঃ
- Alatrol® (সেটিরিজিন হাইড্রোক্লোরাইড)
- Adryl® (ডিফেনহাইড্রামিন হাইড্রোক্লোরাইড)
- Afun® (ক্লোট্রিমাজল)
- Alarid® (কেটোটিফেন ফিউমারেট)
- Alacot® Eye Drops (ওলোপাটাডিন হাইড্রোক্লোরাইড)
এখানে থাকা ওষুধগুলো সবই রক্ত থেকে জীবানু ধংশ করে। তার সাথে এই ওষুধগুলো খুব ভালো কাজ করে আর এগুলো সবার বিস্বস্ত কোম্পানি স্কয়ারের ওষুধ। তাই এগুলো দেখে নিতে পারেন। তাই আপনারা যদি এই প্রতিটি ওষুধ সমন্ধে ভিন্ন ভিন্ন রিভিউ চাইলে আপনারা আমাদের পোস্টে কমেন্ট করে দিতে পারেন।
উপসংহারঃ
আপনারা চাইলে আমাদের নটিফেকেশন চালু করে রাখতে পারেন। সেই সাথে নিচের হোয়াটসঅ্যাপে ফলো করে রাখতে পারেন। আর তাই আমাদের সাথে থাকার অনুরোধ রইল।