ঋতু পরিবর্তনের সময়ের সবচেয়ে সমস্যা জনক একটি বড় বিষয় হলো কাশি, সর্দি ও জ্বর। তাই এই মহান সমস্যাটি এড়াতে এই ঋতু পরিবর্তনের সময়ে একটু বেশি সচেতনতা অর্জন করে রাখা অত্যান্ত জরুরি। এবং সেই সাথে যদি কোন ভাবে সর্দি জ্বর হয়ে ই পড়ে, তাহলে তার জন্য বিশেষ চিকিৎসা করা উচিৎ।
কাশি ঠান্ডার থেকে হয়ে থাকে। কাশি আমাদের দেহে একটি বিশেষ ফাঙ্গাশ তৈরি করে। আর এই ফাঙ্গাশ আমাদের বুকে এবং গলায় অবস্থান করে এক প্রকার অনাকাঙ্খিত অবস্থা তৈরি করে, ফলে আমাদের কাশি পায়।
আজ আমরা কাশি ভালো করার বিশেষ কিছু তথ্য শেয়ার করবো। এই তথ্য থেকে আপনারা ঘরোয়া উপায়েও কাশি ভালো করতে পারবেন। সেই একই সাথে আবার কাশির বিভিন্ন ওষুধ শেয়ার করবো।
কাশি ভালো করার ঘরোয়া উপায়
কাশি হলে ঘরোয়া উপায়েও ভালো করা যায়। তাই আমরা সল্প পরিমানে কাশি হলে সহজেই ঘরের ভেতরে পাওয়া যায় যে সকল উপায় সমন্ধে জানাবো।
আসলে কাশি ভালো করার জন্য কিছু খাবার রয়েছে, সেগুলো খেলে কাশি ভালো হয়ে যায়। আর তার মধ্যে অন্যতম কিছু খাবারের তালিকা দেওয়া হলোঃ
- মধু, লেবু এবং গরম পানি
- গোলমরিচ ও মধুর মিশ্রণ
- তুলসি ও আদার চা
- মধু এবং আদার মিশ্রণ
- গরম পানি বা হার্বাল চা
- লবণ-পানির গার্গল (কুলি)
তবে কাশি ভালো করার জন্য এই গুলো শেবন করতে তো হবেই। তার সাথে আপনাকেও বিশেষ সতর্কতা অবলম্বন করতেই হবে। কারন আপনি যদি কাশি ভালো করার ওষুধ খান বা এই খাবারগুলো খান, তাহলে কিন্তু আগে ঠান্ডাকে এড়িয়ে চলতে হবে। তাই গড়ম কাপড় পরিধান করে নেওয়া উচিৎ।
কাশির ট্যাবলেট এর নাম
কাশি ভালো করার জন্য যদিও অনেক সিরাপ পাওয়া যায়। তবে সেগুলো খুব দামি হওয়ায় তা সবাই কিনতে আগ্রহী নয়। তাই আমরা এই নিউজে আপনাদের সাথে অল্প দামের মধ্যে ভালো কাশির ট্যাবলেট সমন্ধে জানিয়ে দিচ্ছি। আর আগামীতে কখনো আমরা কাশির সিরাপ নিয়ে জানিয়ে দিব।
কাশির সেরা কিছুু ট্যাবলেটের তালিকা
- স্ট্রেপসিলস (Strepsils)
- হলস (Halls)
- ভিক্স কাফ ড্রপস (Vicks Cough Drops)
- টুসি (Tussy)
- কোফল (Kofol)
- বেনাড্রিল ট্যাবলেট (Benadryl Tablet)
- ডেক্সট্রোমেথরফান (Dextromethorphan)
- সিট্রাসিন (Citrizen)
- এজিথ্রোমাইসিন (Azithromycin)
- এ্যামব্রক্সল (Ambroxol)
যেহেতু অনেক সময়ে ওষুধের দাম ওঠা নামা করে থাকে, বা অনেক সময়ে বাজার অনুযায়ী দামের কিছুটা পরিবর্তন দেখা যায়। এজন্য আমরা এই পোস্টে এই ওষুধের মুল্য শেয়ার করতে পারলেম না।