Wednesday, January 15, 2025
No menu items!
HomeBusiness - ব্যাবসা বানিজ্যব্র্যাক এনজিও লোন পদ্ধতি ১০০,০০০ টাকার উপরে

ব্র্যাক এনজিও লোন পদ্ধতি ১০০,০০০ টাকার উপরে

ব্রাক(BRAC) একটি বেসরকারি উন্নয়ন সংস্থা,যা বাংলাদেশের দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে।BRAC এর পূর্ণরুপ Bangladesh Rural Advancement Committee ।

এটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। তাদের সেবাসমূহের মধ্যে অন্যতম সেবা হলো ক্ষুদ্রঋণ প্রদান। ব্রাক এনজিও লোন পদ্ধতির মূল ধারনা হলো ক্ষুদ্রঋণের মাধ্যমে দরিদ্র্য জনগণের কর্মসংস্থান সৃষ্টির সুযোগ করে দেওয়া , যাতে তারা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারে। বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলাগুলোতে ব্রাক এনজিও প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশ ছাড়াও বিশ্বের প্রায় ১৩ টি দেশে ব্যাপক কাজ করছে।

আপনারা অনেকেই আছেন যারা নিজের ব্যবসা বা নতুন বাড়ি নির্মাণ করার জন্য ব্রাক এনজিও থেকে লোন নিতে চাচ্ছেন? বা জানতে চাচ্ছেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য।

ব্র্যাক এনজিও লোন পদ্ধতি

ব্র্যাক এনজিওর ঋণ প্রকল্পের বেশিরভাগ দেশের যেকোনো নাগরিক ই পেতে পারেন। তবে কিছু কিছু ঋণ আছে যেগুলো শুধু নারীরাই নিতে পারে। আবার ব্র্যাক এনজিও প্রবাসীদেরকে ও ঋণ দিয়ে থাকে। তবে স্থানভেদে শর্তগুলো আলাদা হয়। ব্রাক এনজিও কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদন ফরম জমা দেওয়ার পর সবকিছু যাচাই-বাছাইয়ের পরে ঠিক থাকলে আপনি লোনের আওতায় অন্তর্ভুক্ত হবেন।

সদস্যপদ গ্রহণ: দলভিত্তিক ঋণ প্রদান করে ।ঋণ নেওয়ার জন্য প্রার্থীকে প্রথমে ভাগে কোন গ্রুপ বা সমিতিতে যোগ দিতে হবে ।এই গ্রুপটি সাধারণত স্থানীয় মহিলাদের নিয়ে গঠিত হয় এবং নিয়মিত মিটিং হয়।

যোগ্যতা নির্ধারণ:
ঋণগ্রহীতা হতে হলে কমপক্ষে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
পরিবারের আয় সীমিত এবং নির্দিষ্ট আর্থিক পরিস্থিতির মধ্যে থাকতে হবে।
কৃষি, ব্যবসা, বা অন্যান্য যে কোন আয়ের উৎস থাকা বাঞ্ছনীয়।
স্থায়ী ঠিকানার প্রমাণ থাকতে হবে।

ব্রাকের বিভিন্ন লোন প্রোগ্রাম:

ক্ষুদ্র ঋণ: ব্যবসা ও কৃষি কার্যক্রম উন্নয়ন ও সম্প্রসারণের জন্য দেওয়া হয়।
শিক্ষা ঋন: শিক্ষার্থীদের শিক্ষার জন্য আর্থিক সহায়তা।
গৃহনির্মাণ ঋণ: বাড়ি নির্মাণ বা সংস্কারের জন্য এই ঋণ দেওয়া হয়।
রেমিটেন্স ঋণ: অভিবাসীদের এই রেমিটেন্স ঋণ সহায়তা দেওয়া হয়।
নারী ঋণ: নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে এই ঋণ দেওয়া হয়।

লোনের জন্য আবেদন প্রক্রিয়া:

প্রার্থীকে একটি নির্দিষ্ট ফরম পূরণ করতে হবে। ফরমে ব্যক্তির প্রয়োজনীয় নথিপত্র যেমন, জাতীয় পরিচয় পত্র, ঠিকানা ,আয় ব্যয়ের বিবরণ পাসপোর্ট সাইজের ছবি এবং লোনের উদ্দেশ্যে উল্লেখ করতে হয়।

লোন নিতে দুইজন জামিনদারের প্রয়োজন হয়। জামিনদারের ও কিছু কাগজপত্রের প্রয়োজন হয় ,যেমন ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের এক কপি ছবি। তারপর আবেদন যাচাই করে ব্রাক কর্মকর্তারা ঋণ মঞ্জুর করেন।

লোন বিতরণ:

  • লোন সাধারণত সমিতির মাধ্যমে বিতরণ করা হয়।
  • প্রার্থীকে সরাসরি নগত অর্থ দেওয়া হয় বা মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে অর্থ প্রেরণ করা হয়।

ঋণ পরিশোধ প্রক্রিয়া: ঋণ সাধারণত সাপ্তাহিক/মাসিক কিস্তি আকারে পরিশোধ করতে হয়। কিস্তি স্থানীয় ব্রাক অফিস বা গ্রুপ মিটিং এর সময় জমা দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে কিস্তি পরিশোধ করতে হবে।

ব্রাকের সেবা ও সহযোগিতা:

  • ঋণ গ্রহণকারী ক্ষুদ্র ব্যবসা শুরু করতে পারেন অথবা কৃষি পশুপালন ও অন্যান্য আয়মূলক কাজে এই অর্থ ব্যবহার করতে পারেন।
  • ঋন গ্রহণকারীকে প্রশিক্ষণ, পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়।
  • সময় মত ঋণ পরিশোধ করলে ভবিষ্যতে বড় অংকের লোন পাওয়ার সুযোগ থাকে।

ব্র্যাক এনজিও ঋণ সুদের হার:

ব্রাক এনজিও থেকে ঋণ নিতে সুদের হার সম্পর্কে জানা খুবই জরুরী।
আপনি যদি ১ থেকে ৫ লক্ষ টাকার মধ্যে ঋণ গ্রহণ করে থাকেন, তাহলে সুদের হার হবে ২৬%। যা পূর্বে ছিল ২৪%।
কিন্তু আপনি যদি ৫ লক্ষ থেকে ১০ টাকা পর্যন্ত ঋণ গ্রহন করে থাকেন, সেক্ষেত্রে আপনার ঋনের হার হবে ২২%।১০ এর বেশি হলে ২০% সুদের হার। আপনি যত কম সময়ে আপনার ঋণ পরিশোধ করবেন, সুদের হার তত কম হবে।

  • লোনের জন্য যোগাযোগের উপায়:
  • নিকটস্থ ব্রাক অফিসে যোগাযোগ করুন।
  • ব্রাকের হটলাইন নাম্বার ব্যবহার করুন।
  • বিস্তারিত তথ্যের জন্য তাদের ওয়েবসাইট ভিজিট করুন:(www.brac.net)
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WhatsApp Group Join Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর

- Advertisment -