ইতালি সর্বনিম্ন বেতন কত

0
113
ইতালি সর্বনিম্ন বেতন কত
ইতালি সর্বনিম্ন বেতন কত

আপনারা এটা জানেন যে একটি দেশে শুধুমাত্র ২- ১ টি কাজের শ্রমিক নিয়োগ করা হয় না। বরং বিভিন্ন পর্যায়ে এবং বিভিন্ন ধরনের কাজে বিভিন্ন শ্রেনীর শ্রমিক নিয়োগ দেওয়া হয়ে থাকে।

তাই ইতালির নির্ধারিত বেতন সমন্ধে কাজের ভিত্তি ছাড়া বলা প্রায় অসম্ভব। তার পরেও আমরা ইন্টারনেট এবং বাঙালী ইতালি প্রবাশি শ্রমিকদের থেকে জোগাড় করা সকল তথ্য অনুযায়ী ইতালির সর্বনিম্ম বেতন এবং ইতালির বিভিন্ন কাজের উপরে ভিত্তি করে বিভিন্ন ধরনের বা বিভিন্ন পরিমাণের বেতন সমন্ধে আলোচনা করলাম।

যদিও আমরা সব ধরনের বা সবার কাজের ভিত্তিতে এই বেতনের তালিকা করেছি, তবে এটা নিশ্চিত যে সর্বনিম্ম তালিকায় যে কেউ ই চাইলে থাকতে পারবেন।

ইতালি সর্বনিম্ন বেতন কত

এটা সময়ের সাথে সাথে ওঠা নামা করতে পারে। তাই আমরা সময়ের সাথে এই পোস্ট টি আপডেট করে দিব। আর আপডেট তথ্যগুলো পেতে আমাদের সাইটের সাথে থাকতে পারেন।

ইতালিতে একজন শ্রমিক সর্বনিম্ম মানের কাজের জন্যেও ৮০০ থেকে ১০০০ ইউরো পেতে পারেন। যা বাংলাদেশি টাকায় এক লক্ষ টাকার কাছাকাছি থাকে। এবং এই ইউরো প্রায়ই বাংলাদেশি টাকার সাথে ওঠা নামা করায় তা সঠিক ভাবে জানতে পারেন আমাদের টাকার রেট পোস্টের মাধ্যমে।

তবে কাজের উপরে নির্ভর করে এই বেতন ধীরে ধীরে বেড়ে ২-৫ লক্ষ বাংলা টাকায় পরিনিত হতে সক্ষম। সেই সাথে বাংলাদেশি শ্রমিকেরা বেশির ভাগই বাড়তি আয় করে থাকে।

ইতালিতে বেতন কত

ইতালিতে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন পরিমাণে বেতন নির্ধারন করা হয়ে থাকে, সেই সাথে শ্রমিকের দক্ষতা, শ্রমিকের শিক্ষা, শ্রমিকের গ্রহন যোগ্যতা সহ ইত্যাদি গুরুত্বপূর্ন ভুমিকা পালন করে থাকে। ইতালিতে বিভিন্ন পর্যায়ের শ্রমিকদের বেতনের তালিকা নিচে দেওয়া হলোঃ

বিভিন্ন ক্ষাতে বিভিন্ন বেতন দেওয়া হয়ে থাকে, বিশেষ যে সকল কাজের জন্য ইতালিতে বেশি চাহিদা থাকে, সেই সকল কাজের তালিকা ও বেনত সমন্ধে জানানো হবো।

  • কৃষি কাজ
  • হোটেল,রেস্টুরেন্ট এবং দোকান
  • শিল্প ও কারখানা
  • শিক্ষা ও স্বাস্থ্য
  • প্রযুক্তি ও আইটি
  • পরিবহন

কৃষি কাজের জন্য ইতালির বেতন কত

কৃষি খাত বিশ্বের প্রায় সকল দেশের জন্যই অর্থনৈতিক বিশাল একটা সেক্টর হিসেবে বিবেচিত। তাই এই কৃষি কাজের জন্য প্রায় সকল দেশেই শ্রমিকের বেশ প্রয়োজন দেখা যায়। ইতালি কৃষি কাজের জন্য সাধারন বেতনের তালিকা হলো

কৃষি কাজের নামমাসিক বেতন (ইউরো)
কৃষিকাজ শ্রমিক৮০০ – ১২০০
নির্মাণ শ্রমিক১২০০ – ১৮০০
নির্মাণ প্রকৌশলী২৫০০ – ৪০০০

ইতালি হোটেল, রেস্টুরেন্ট, দোকানের বেতন

অনেকে দোকান, রেস্তরা বা হোটেলে বিভিন্ন কাজের জন্য ভিসা পেয়ে থাকেন। আসলে এই ধরনের কাজে গেলে তেমন বেশি কষ্ট না করেও ভালো পরিমাণে ইনকাম করা যায়। তবে এক্ষেত্রে ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ন বিষয়।

কাজের নামমাসিক বেতন (ইউরো)
রেস্টুরেন্ট কর্মচারী১২০০ – ১৬০০
হোটেল রিসেপশনিস্ট১২০০ – ২০০০
বারটেন্ডার১৩০০ – ১৮০০
দোকান কর্মচারী১১০০ – ১৫০০

ইতালি কারখানার কাজে বেতন কত

বিভিন্ন ধরনের শ্রমিক থাকে, বিশেষ করে যারা বিভিন্ন কাজ করে, তাদের কেই শ্রমিক বলে। সেক্ষেত্রে কারখানার কাজের লোকদেরকেই শ্রমিক বলা হয়। আর এই শ্রমিকদের জন্য ইতালিতে বেতন দেওয়ার সম্ভব্য তালিকা

কাজমাসিক বেতন (ইউরো)
সাধারণ শ্রমিক১২০০ – ১৮০০
কারখানা অপারেটর১৩০০ – ২০০০
প্রযুক্তিবিদ (টেকনিশিয়ান)২০০০ – ৩০০০
উৎপাদন ব্যবস্থাপক৩০০০ – ৫০০০

ইতালি শিক্ষা ও স্বাস্থ্য কাজের বেতন কত

বিদেশে বা প্রবাশে যে সবাই শ্রমিক হয়ে যায়, বিষয়টা তেমন নয়। অনেকে রয়েছে যারা প্রবাসে আসলে উন্নত মানের চাকরির জন্য যায়। আবার কারো কারো চাকরি হয় বিদেশে। সেই সূত্রে ইতালির শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিভিন্ন পর্যায়ের বেতনের তালিকা দেওয়া হলো।

চাকরির ধরনমাসিক বেতন (ইউরো)
স্কুল শিক্ষক১৮০০ – ২৮০০
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক৩০০০ – ৫০০০
নার্স২০০০ – ৩০০০
চিকিৎসক (ডাক্তার)৫০০০ – ১০,০০০

ইতালি প্রযুক্তি ও আইটি কাজের বেতন কত

সময় এসেছে প্রযুক্তির। এখন মানুষের হাতে হাতে প্রযুক্তি। তাই এই প্রযুক্তির ব্যবহার ও এর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। এই খাতে শ্রমিকের ও চাহিদা বেড়ে যাচ্ছে। আর যারা এই কাজে পারদর্শি হচ্ছে, তাদেরও বেতন বেশ হচ্ছে। ইতালিতে প্রযুক্তি ও আইটি কাজের বেতন

জববেতন (ইউরো)
সফটওয়্যার ডেভেলপার২৫০০ – ৪০০০
নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার৩০০০ – ৪৫০০
ডেটা বিশ্লেষক২৮০০ – ৪২০০
সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ৪০০০ – ৬০০০

শেষ কথা

এখানে সকল বেতন ইউরো হিসেবে দেওয়া হয়েছে, যা সাধারনত ইউরোপে চলমান। তবে অনেক ক্ষেত্রে এই ইউরো বাংলা টাকার সাথে ওঠা নাম করে, তাই সঠিক মান সমন্ধে জানতে আমাদের সাইটে টাকার রেট নিয়ে লেখা পোস্ট দেখতে পারেন।

আর নির্ধারিত কোন কাজের বেতন সমন্ধে জানতে আমাদের সাইটের কমেন্ট করতে পারেন। সেই সাথে নিচের হোয়াটসঅ্যাপে ফলো করতে পারেন। এবং এই ধরনের সকল আপডেট পেতে আমাদের সাইটের নটিফেকেশন চালু করে রাখতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here