এই ভাবে আবেদন লিখলে শতভাগ বেতন বাড়ার সম্ভবনা থাকবে। আপনি খুব সহজেই এই ডেমো বা নমুনাটি এই পোস্টের নিচের অংশ থেকে কপি করে শুধু মাত্র নিজের তথ্য শেয়ার করবেন। তাতেই যথার্থ একটি আবেদন পত্র হয়ে যাবে।
আবেদনের নমুনাটি হলোঃ
তারিখ: [তারিখ লিখুন]
প্রতি,
মাননীয় [উর্ধ্বতন কর্মকর্তার নাম বা পদবী],
[প্রতিষ্ঠানের নাম],
[ঠিকানা]।
মাননীয় মহোদয়/মহোদয়া,
বিনীত নিবেদন এই যে, আমি [আপনার নাম], আপনার প্রতিষ্ঠানের [পদবী উল্লেখ করুন] পদে [কতদিন ধরে কাজ করছেন তা লিখুন] থেকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। এই সময়ে আমি সর্বোচ্চ চেষ্টা করে প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করেছি এবং আমার কাজের মান বজায় রাখতে সর্বদা সচেষ্ট থেকেছি।
বর্তমান অর্থনৈতিক অবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অন্যান্য আর্থিক চাহিদার কারণে আমার বর্তমান বেতন দিয়ে জীবনযাত্রার ব্যয়ভার নির্বাহ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই, আমি বিনীতভাবে অনুরোধ করছি যে, আমার বেতন বৃদ্ধির বিষয়টি আপনি সদয়ভাবে বিবেচনা করবেন। এটি আমাকে আরও বেশি উদ্যম ও অনুপ্রেরণার সঙ্গে কাজ করতে উৎসাহিত করবে।
আপনার দয়াপূর্ণ বিবেচনার জন্য আমি কৃতজ্ঞ থাকব।
ধন্যবাদান্তে,
আপনার আন্তরিক
[আপনার নাম]
[পদবী]
[যোগাযোগ নম্বর]
আশাকরি আপনি এই আবেদন থেকে কপি করে নিজের তথ্য শেয়ার করলে, খুব সহজেই এটি আপনার জন্য চাকরির সুবিধা যনক হবে। আর প্রতিদিনের চাকরির খবর পেতে আর চাকরির উন্নতির জন্য সকল খবর পেতে আমাদের নটিফেকেশন চালু করে রাখতে পারেন। আর নিচের হোয়াটসঅ্যাপে ফলো করে রাখুন।