মেট্রোস্টেশনগুলোতে দোকান চালুর পরিকল্পনা

0
32

বিগত কিছু খবরে তুলে ধরা হয়েছে যে এখনো মেট্রোরেল তার লোনের কিস্তি পরিশোধ করতে সক্ষম হচ্ছে না।

গত কয়েকদিন আগেই দেখা গেছে মেট্রোরেল এ বিজ্ঞাপন প্লেস সেল করার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, সেই সাথে পত্রিকার পাতায়ও নিউজ করা হয়েছিল

আবার লক্ষ্য করা যাচ্ছে, মেট্রোরেল এর স্টেশন গুলোতে খাবার দোকান চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেখানে বিভিন্ন ফাস্ট ফুড বিক্রি করা হবে।

যদিও আগে থেকেই মেট্রোরেল এ বিশেষ করে ব্যাংকিং সুবিধা এটিএম বুধ ও স্মার্ট বক্স চালু রয়েছে। তবে এবার দোকান চালু করা কি আসলেই ভালো উদ্যোগ হচ্ছে কিনা তা এখনো নিশ্চিত নই।

কিছু স্থান থেকে জানা যায় এটিতে নগরবাসী খুশি রয়েছে। তবে খুব একটা প্রয়োজন ছাড়া জনগণ এই সব দোকানে কেনাকাটা করবে বলে আশা করা যায় না৷ কারন প্রচুর ভীড় আর ব্যাস্ততার মধ্যেই মেট্রোরেল যাতায়াত করে সাধারণ মানুষ। এই ফাকে কেনাকাটা করাও একটা কঠিন বিষয়।

তবে স্টেশন গুলোয় আরো বিজ্ঞাপন স্লোট তৈরি করা যেতে পারে। তাছাড়াও মেট্রোরেল এর রুটের নিচের অংশেও বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া যেতে পারে, যা নিচের জনগণের উদ্দেশ্যে প্রচার হবে।

এবং দেশি বিজ্ঞাপন এর বাইরে বিদেশি বিজ্ঞাপন চালানোর দিকেও নজর দেওয়া উচিৎ। যেমন স্মার্টফোন, বিভিন্ন ডিভাইস, বিভিন্ন অ্যাপ এর। কারন তুলনামূলক ভাবে দেশীয় বিজ্ঞাপন গুলোয় অনেক কম মানের ইনভেস্ট থাকে, যা বিদেশি গুলোয় কয়েক গুন বেড়ে যায়।

প্রয়োজনে বিভিন্ন বিজ্ঞাপন কোম্পানির সাথে পার্টনারশিপ ও করা যেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here