Friday, November 7, 2025
No menu items!
Homeআনন্দ২১ শে ফেব্রুয়ারি সংক্ষিপ্ত বক্তব্য (৬ লাইনের বক্তব্য)

২১ শে ফেব্রুয়ারি সংক্ষিপ্ত বক্তব্য (৬ লাইনের বক্তব্য)

- Advertisement -
- Advertisement -

আমরা সবাই জানি ২১ শে ফেব্রুয়ারী আমাদের দামান ছেলেরা আমাদের বাংলা ভাষার সম্মানে কমতি হতে দেয়নি। তারা জীবন উৎসর্গ করে মাতৃভাষা বাংলার সম্মানে সর্বক্ষন যুদ্ধ চালিয়ে গিয়েছে। সেই উপলক্ষে সারা বিশ্ব ব্যাপি ২১ শে ফেব্রুয়ারী মাতৃভাষা দিবস পালন করা হয়।

দেশের ভূমিতেও বেশ জাকজমাট ভাবে পালিত হয় মাতৃভাষা দিবস। এই ২১ শে ফেব্রুয়ারীতে প্রতিবছর এই দিনটি বিশেষ স্বরনীয় ভাবে পালিত হয় এবং একই সাথে এই দিবস কে শহিদ দিবস হিসেবেও পালক করা হয়।

২১ শে ফেব্রুয়ারি সংক্ষিপ্ত বক্তব্য

শহিদ দিবস আমাদের গৌরব। সারা বিশ্ব জানে আমরা কতোটা দেশের জন্য ভাষার জন্য দিতে প্রস্তুত। বৃটিশ, পাকিস্তান থেকে শুরু করে দেশের অভ্যান্তরিন স্বৈরাচার কাউকেই আমাদের দেশের লোনার ছেলেরা ছাড় দেয়নি।

আমরা ভালোবাসি আমাদের দেশকে, ভালোবাসি দেশের ভাষাকে, দেশের মানুষকে, দেশের সভ্যতাকে। এদেশের কামার,কুমোর, জেলে, চাষা থেকে শুরু করে সৈনিক পর্যন্ত সবাই একাকার হয়ে যুদ্ধ করে দেশের জন্য। আমরা ভাগ্যবান এমন দেশের মাটিতে গড়া আমাদের দেহটা।

দেশকে ভালোবেসেছি, দেশকে ভালোবাসি, আর শেষ নিশ্বাস পর্যন্তই দেশের ভালোবাসা হৃদয়ের গহিনে থাকবে ভবে। দেশের প্রয়োজনে আমরা বার বার সালাম, বরকত আর জব্বারের মতো শহিদ হতেও প্রস্তুত রয়েছি। দেশ আমার মা, ভাষা আমার মায়ের হাসি, তাই তাকেই মোরা বড্ড ভালোবাসি।

- Advertisement -
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
WhatsApp Group Join Now
Google News Follow Now
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সম্প্রতি খবর

- Advertisment -